ETV Bharat / city

SMC Election 2022 : শিলিগুড়িতে জোট সম্ভাবনায় জল ঢেলে অশোকের বিরুদ্ধে প্রার্থী দিল কংগ্রেস - শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন

আগামী 22 জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন (Siliguri Municipal Corporation 2022) ৷ সেই নির্বাচনে বামেদের সঙ্গে জোটের সম্ভাবনা প্রায় শেষ করে দিল কংগ্রেস ৷ প্রার্থী দিল সিপিএমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের (CPIM Candidate Ashok Bhattacharya) বিরুদ্ধে ৷

congress announces candidate against ashok bhattacharya in siliguri municipal corporation election 2022
SMC Election 2022 : শিলিগুড়িতে শেষ জোট সম্ভাবনা, অশোকের বিরুদ্ধেও লড়বে কংগ্রেস
author img

By

Published : Dec 31, 2021, 6:51 PM IST

Updated : Dec 31, 2021, 8:08 PM IST

শিলিগুড়ি, 31 ডিসেম্বর : শিলিগুড়িতেই শুরু ৷ আর শিলিগুড়িতেই কি শেষ বাম-কংগ্রেসের সখ্যতা ?

শিলিগুড়ি পৌরনিগমের ভোট ঘোষণা হওয়ার পর থেকে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে বঙ্গ রাজনীতিতে ৷ কারণ, শনিবার কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার তারা প্রার্থী দিচ্ছে সিপিএমের অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেও (congress announces candidate against ashok bhattacharya in siliguri municipal corporation election 2022) ৷

শনিবার দার্জিলিং জেলা কংগ্রেসের দলীয় কার্যালয় বিধান ভবন থেকে শিলিগুড়ির 17টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় ৷ সেই তালিকা অনুসারে 6 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ছাত্র পরিষদের নেতা শাহনাজ হোসেন ৷ তিনি লড়বেন অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে (CPIM Candidate Ashok Bhattacharya) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2015 সালে বঙ্গ রাজনীতিতে প্রথমবার বাম ও কংগ্রেস যুযুধান দুই পক্ষকে কাছাকাছি আসতে দেখা গিয়েছিল ৷ সেই জোট সফল হয়েছিল ৷ শিলিগুড়ি পৌরনিগম দখল করতে সক্ষম হয় ওই জোট ৷ মেয়র হন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য ৷

তারপর সেই শিলিগুড়ি মডেল ফলো করে একাধিক নির্বাচনে বাম-কংগ্রেসের জোট হয়েছে ৷ নির্বাচনী সাফল্য আসেনি ৷ কিন্তু অধীর-বিমানরা হাতেহাত ধরে ভোটের ময়দানে লড়াই করেছেন ৷ যদিও 2021 বিধানসভার নির্বাচনের ভরাডুবির পর বাম-কংগ্রেসের জোট নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে শিলিগুড়ি মডেল আবার ফিরে আসে কি না, সেদিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল ৷

ওই পৌরনিগমের 47টি আসনের মধ্যে 42টি আসনে প্রার্থী ঘোষণা করে বামেরা ৷ ছেড়ে দেয় কংগ্রেসের জেতা ওয়ার্ডগুলি ৷ ফলে অনেকেই ভেবেছিলেন শিলিগুড়িতে অন্তত বাম-কংগ্রেস ঐক্য অটুট থাকবে ৷ কিন্তু সেই জল্পনার অবসান শুক্রবারই করে দেয় কংগ্রেস ৷ 15টি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করে বুঝিয়ে দেয়, শিলিগুড়ি মডেল এখন অতীত ৷ তার পর শনিবার আরও একধাপ এগিয়ে 17 জন নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস ৷

এদিন প্রার্থী তালিকা ঘোষণার সময় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুজয় ঘটক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার-সহ অন্যান্যরা । বৈঠকে শংকর মালাকার বলেন, ‘‘কোনও রাজনৈতিক দলই নিজেদের সম্মান নষ্ট করে আসন সমঝোতা করবে না । এখানে আমাদের নমনীয় হওয়ার কোনও বিষয় নেই । বেশ কয়েকটি ওয়ার্ডে আমরা আশা করেছিলাম বামফ্রন্ট প্রার্থী দেবে না । কিন্তু সেখানেও বামফ্রন্ট প্রার্থী দিয়েছে ।’’

SMC Election 2022 : শিলিগুড়িতে জোট সম্ভাবনায় জল ঢেলে অশোকের বিরুদ্ধে প্রার্থী দিল কংগ্রেস

অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী এবং শঙ্কর মালাকারের এই বক্তব্য জোটের সম্ভাবনাতেই জল ঢেলে দিল বলে মনে করা হচ্ছে ৷ যদিও জোটের আলোচনার জায়গা এখনও খোলা রয়েছে বলে দাবি শঙ্কর মালাকারের ৷ তিনি বলেন, ‘‘তবে এখনও আসন সমঝোতার জায়গাটি নষ্ট হয়নি । এখনও আলোচনার জায়গা রয়েছে ।’’

আরও পড়ুন : Siliguri Corporation Poll 2022 : শিলিগুড়ি মডেলের ইতি, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের

অন্যদিকে এই দিনই বামফ্রন্টের 42 জন প্রার্থী নিজেদের মনোনয়ন মহকুমাশাসক বা মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে জমা দেন । কংগ্রেস সব মিলিয়ে 32 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ বাকি 15টি আসনে প্রার্থী দিয়ে দিলে শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে লড়াই চতুর্মুখী হওয়া আটকানো যাবে না ৷

শিলিগুড়ি, 31 ডিসেম্বর : শিলিগুড়িতেই শুরু ৷ আর শিলিগুড়িতেই কি শেষ বাম-কংগ্রেসের সখ্যতা ?

শিলিগুড়ি পৌরনিগমের ভোট ঘোষণা হওয়ার পর থেকে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে বঙ্গ রাজনীতিতে ৷ কারণ, শনিবার কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার তারা প্রার্থী দিচ্ছে সিপিএমের অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেও (congress announces candidate against ashok bhattacharya in siliguri municipal corporation election 2022) ৷

শনিবার দার্জিলিং জেলা কংগ্রেসের দলীয় কার্যালয় বিধান ভবন থেকে শিলিগুড়ির 17টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় ৷ সেই তালিকা অনুসারে 6 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ছাত্র পরিষদের নেতা শাহনাজ হোসেন ৷ তিনি লড়বেন অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে (CPIM Candidate Ashok Bhattacharya) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2015 সালে বঙ্গ রাজনীতিতে প্রথমবার বাম ও কংগ্রেস যুযুধান দুই পক্ষকে কাছাকাছি আসতে দেখা গিয়েছিল ৷ সেই জোট সফল হয়েছিল ৷ শিলিগুড়ি পৌরনিগম দখল করতে সক্ষম হয় ওই জোট ৷ মেয়র হন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য ৷

তারপর সেই শিলিগুড়ি মডেল ফলো করে একাধিক নির্বাচনে বাম-কংগ্রেসের জোট হয়েছে ৷ নির্বাচনী সাফল্য আসেনি ৷ কিন্তু অধীর-বিমানরা হাতেহাত ধরে ভোটের ময়দানে লড়াই করেছেন ৷ যদিও 2021 বিধানসভার নির্বাচনের ভরাডুবির পর বাম-কংগ্রেসের জোট নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে শিলিগুড়ি মডেল আবার ফিরে আসে কি না, সেদিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল ৷

ওই পৌরনিগমের 47টি আসনের মধ্যে 42টি আসনে প্রার্থী ঘোষণা করে বামেরা ৷ ছেড়ে দেয় কংগ্রেসের জেতা ওয়ার্ডগুলি ৷ ফলে অনেকেই ভেবেছিলেন শিলিগুড়িতে অন্তত বাম-কংগ্রেস ঐক্য অটুট থাকবে ৷ কিন্তু সেই জল্পনার অবসান শুক্রবারই করে দেয় কংগ্রেস ৷ 15টি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করে বুঝিয়ে দেয়, শিলিগুড়ি মডেল এখন অতীত ৷ তার পর শনিবার আরও একধাপ এগিয়ে 17 জন নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস ৷

এদিন প্রার্থী তালিকা ঘোষণার সময় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুজয় ঘটক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার-সহ অন্যান্যরা । বৈঠকে শংকর মালাকার বলেন, ‘‘কোনও রাজনৈতিক দলই নিজেদের সম্মান নষ্ট করে আসন সমঝোতা করবে না । এখানে আমাদের নমনীয় হওয়ার কোনও বিষয় নেই । বেশ কয়েকটি ওয়ার্ডে আমরা আশা করেছিলাম বামফ্রন্ট প্রার্থী দেবে না । কিন্তু সেখানেও বামফ্রন্ট প্রার্থী দিয়েছে ।’’

SMC Election 2022 : শিলিগুড়িতে জোট সম্ভাবনায় জল ঢেলে অশোকের বিরুদ্ধে প্রার্থী দিল কংগ্রেস

অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী এবং শঙ্কর মালাকারের এই বক্তব্য জোটের সম্ভাবনাতেই জল ঢেলে দিল বলে মনে করা হচ্ছে ৷ যদিও জোটের আলোচনার জায়গা এখনও খোলা রয়েছে বলে দাবি শঙ্কর মালাকারের ৷ তিনি বলেন, ‘‘তবে এখনও আসন সমঝোতার জায়গাটি নষ্ট হয়নি । এখনও আলোচনার জায়গা রয়েছে ।’’

আরও পড়ুন : Siliguri Corporation Poll 2022 : শিলিগুড়ি মডেলের ইতি, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের

অন্যদিকে এই দিনই বামফ্রন্টের 42 জন প্রার্থী নিজেদের মনোনয়ন মহকুমাশাসক বা মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে জমা দেন । কংগ্রেস সব মিলিয়ে 32 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ বাকি 15টি আসনে প্রার্থী দিয়ে দিলে শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে লড়াই চতুর্মুখী হওয়া আটকানো যাবে না ৷

Last Updated : Dec 31, 2021, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.