ETV Bharat / city

রাস্তার মাঝে আবর্জনার গাড়ি ও ভ্যাট উলটে বিক্ষোভ সাফাইকর্মীদের - রাস্তার পাশের ভ্যাটের ময়লা রাস্তার মাঝে

রাস্তার মাঝে উলটে পড়ে রয়ে ময়লা ফেলার ভ্যাট, আবর্জনার গাড়ি । এমন ছবি দেখা গেল শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় । আবর্জনা ভরতি ভ্যাট ও ময়লা ফেলার গাড়ি উলটে বিক্ষোভ দেখাল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সংগঠনের সদস্যরা ।

রাস্তার মাঝে আবর্জনার গাড়ি ও ভ্যাট উলটে বিক্ষোভ সাফাইকর্মীদের
রাস্তার মাঝে আবর্জনার গাড়ি ও ভ্যাট উলটে বিক্ষোভ সাফাইকর্মীদের
author img

By

Published : Feb 17, 2021, 1:44 PM IST

শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সংগঠন । পরিষেবা বন্ধ রেখে ধর্মঘটে তারা নামে । আজ সকালে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে সাফাই কর্মচারীদের যৌথ মঞ্চ উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সংগঠনের সদস্যরা । এদিন শিলিগুড়ি পুরনিগমের সামনেও আবর্জনার ভ্যাট উলটে দিতে দেখা যায় ।

একাধিক দাবি জানিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে বিক্ষোভকারীরা একত্রিত হন । দাবিগুলির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ, স্বাস্থ্য সুরক্ষা । আজ বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শিলিগুড়ি পৌরনিগম পর্যন্ত চলে । বিক্ষোভকারীরা পৌরনিগমের কার্যালয়ের সামনেই আসতেই গেটের সামনে আবর্জনার গাড়ি উলটে ময়লা ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে । এছাড়া শহরের বিভিন্ন প্রান্তের ময়লা ফেলার গাড়ি ও ভ্যাট উলটে ময়লা আবর্জনা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায় ।

আরও পড়ুন : ভোট মরশুমে জনসংযোগে জোর ‘দিদির দূত’ গৌতমের

সংগঠনের সভাপতি কিরণ রাউত বলেন, "পৌরনিগম, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছে আমরা দাবি জানিয়েছি । কিন্তু কেউ আমাদের দাবি শোনেনি । সেজন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি । শহরের কোন সাফাই কর্মী আর কাজ করবে না । শহরের কোন ওয়ার্ডে বা কোন অফিসের কাজে কেউ যোগ দেবে না ।"

রাস্তার মাঝে আবর্জনার গাড়ি ও ভ্যাট উলটে বিক্ষোভ সাফাইকর্মীদের

শহরের সাফাই কর্মীরা মূলত শিলিগুড়ি পৌরনিগমের অধীনে কাজ করে । প্রায় দেড় হাজার স্থায়ী ও অস্থায়ী সাফাই কর্মী রয়েছে এই পৌরনিগমে । তার মধ্যে বেশিরভাগ কর্মীই দীর্ঘ কয়েক বছর ধরে দৈনিক পারিশ্রমিক হিসাবে কাজ করে । এর আগে অবশ্য সংগঠনের তরফে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল ।

শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সংগঠন । পরিষেবা বন্ধ রেখে ধর্মঘটে তারা নামে । আজ সকালে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে সাফাই কর্মচারীদের যৌথ মঞ্চ উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সংগঠনের সদস্যরা । এদিন শিলিগুড়ি পুরনিগমের সামনেও আবর্জনার ভ্যাট উলটে দিতে দেখা যায় ।

একাধিক দাবি জানিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে বিক্ষোভকারীরা একত্রিত হন । দাবিগুলির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ, স্বাস্থ্য সুরক্ষা । আজ বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শিলিগুড়ি পৌরনিগম পর্যন্ত চলে । বিক্ষোভকারীরা পৌরনিগমের কার্যালয়ের সামনেই আসতেই গেটের সামনে আবর্জনার গাড়ি উলটে ময়লা ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে । এছাড়া শহরের বিভিন্ন প্রান্তের ময়লা ফেলার গাড়ি ও ভ্যাট উলটে ময়লা আবর্জনা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায় ।

আরও পড়ুন : ভোট মরশুমে জনসংযোগে জোর ‘দিদির দূত’ গৌতমের

সংগঠনের সভাপতি কিরণ রাউত বলেন, "পৌরনিগম, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছে আমরা দাবি জানিয়েছি । কিন্তু কেউ আমাদের দাবি শোনেনি । সেজন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি । শহরের কোন সাফাই কর্মী আর কাজ করবে না । শহরের কোন ওয়ার্ডে বা কোন অফিসের কাজে কেউ যোগ দেবে না ।"

রাস্তার মাঝে আবর্জনার গাড়ি ও ভ্যাট উলটে বিক্ষোভ সাফাইকর্মীদের

শহরের সাফাই কর্মীরা মূলত শিলিগুড়ি পৌরনিগমের অধীনে কাজ করে । প্রায় দেড় হাজার স্থায়ী ও অস্থায়ী সাফাই কর্মী রয়েছে এই পৌরনিগমে । তার মধ্যে বেশিরভাগ কর্মীই দীর্ঘ কয়েক বছর ধরে দৈনিক পারিশ্রমিক হিসাবে কাজ করে । এর আগে অবশ্য সংগঠনের তরফে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.