দার্জিলিং, 19 অক্টোবর: মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরের মাঝেই আচমকা খড়িবাড়ি ব্লকের বাতাসিতে স্বনির্ভর গোষ্ঠীর কর্মশালা পরিদর্শনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Hari Krishna Dwivedi) ৷ সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla Center) কেন্দ্রে শিলিগুড়ি মহকুমার স্কুলগুলির জন্য ইউনিফর্ম তৈরি করছেন ৷ সেই কাজই খতিয়ে দেখতে যান মুখ্যসচিব ৷ তবে, তাঁর এই আচমকা পরিদর্শনের নেপথ্যে রয়েছে সরকারের কাছে দায়ের হওয়া বেশ কিছু অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতেই পরিদর্শনে যান মুখ্যসচিব ৷
4 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমার স্কুলগুলি ইউনিফর্ম বিতরণ ঠিক মতো করা হচ্ছে না বলে অভিযোগ পেয়েছিলেন মুখ্যসচিব ৷ পাশাপাশি, বছর ঘুরতে চললেও দু’টি সেটের বদলে এক সেট পোশাক দেওয়া হয়েছে অনেক স্কুলে ৷ তাও অধিকাংশ ক্ষেত্রে ইউনিফর্মের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এমনকী ইউনিফর্মের মাপও ঠিক নেই ৷ কোনও পড়ুয়া বড় মাপের তো কেউ আকারের থেকে ছোট ইউনিফর্ম পেয়েছে বলে অভিযোগ ছিল ৷
সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নকশাবাড়ি ব্লক উন্নয়ন দফতরে যান ৷ সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ৷ তাঁকে সঙ্গে নিয়েই সেখান থেকে খড়িবাড়ি ব্লকের বাতাসিতে স্বনির্ভর গোষ্ঠীর কর্মশালা তথা উৎকর্ষ বাংলা কেন্দ্র পরিদর্শনে যান (Hari Krishna Dwivedi Visits Utkarsh Bangla Center) ৷ সেখানে পৌঁছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজকর্ম খতি দেখেন ৷ সেলাই পদ্ধতি এবং কাপড়ের মানও যাচাই করেন ৷
আরও পড়ুন: সিভিকে নয়, মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক
সবকিছু খতিয়ে দেখে মুখ্য়সচিব জানিয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়েই পরবর্তী সময়ে রাজ্যের সরকারি সব হাসপাতালের নার্স এবং অন্যান্য কর্মীদের ইউনিফর্ম তৈরি করানো হবে ৷ পাশাপাশি, সংশোধনাগারে বন্দি এবং কারারক্ষীদের পোশাকও সেখান থেকেই তৈরির ব্যবস্থা করবে রাজ্য সরকার ৷ সেই সঙ্গে মুখ্যসচিব আশ্বাস দিয়েছেন, দ্রুত পড়ুয়ারা দ্বিতীয় সেটের স্কুল ইউনিফর্ম পেয়ে যাবে ৷