ETV Bharat / city

Raju Bista : দার্জিলিং ও কালিম্পংয়ে সাংসদ রাজু বিস্তার উদ্যোগে স্থায়ী আধার সেবা কেন্দ্রের উদ্যোগ - কালিম্পং

দার্জিলিং এবং কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তার জন্য জমি চিহ্নিতকরণের কাজে চলছে ৷ পাহাড়ে চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ৷ তা নজরে আসায় উদ্য়োগী হন সাংসদ রাজু বিস্তা ৷ তিনি সেখানে আধার কেন্দ্র চালুর করার আবেদন জানিয়ে ইউআইডিএআই বিভাগে চিঠি দিয়েছিলেন ৷

দার্জিলিং ও কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র
দার্জিলিং ও কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র
author img

By

Published : Jul 1, 2021, 11:27 AM IST

দার্জিলিং, 1 জুলাই : চা-বাগানের শ্রমিক ও পাহাড়বাসীদের জন্য স্থায়ী আধার সেবা কেন্দ্র (Aadhaar Seva Kendra) চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কালিম্পং ও দার্জিলিং জেলায় দু'টি আধার সেবা কেন্দ্র তৈরি করা হবে ৷ মূলত দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার উদ্যোগেই ওই আধার সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ।

রাজু বিস্তা জানিয়েছেন, কালিম্পংয়ের বাগধারা প্রিমতাম রোডে এক মাসের মধ্যে চালু হবে স্থায়ী আধার সেবা কেন্দ্র ৷ সেই মর্মে সাংসদকে চিঠি দিয়ে জানিয়েছেন ইউআইডিএআইয়ের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌরভ গর্গ । পাশাপাশি আগামী সেপ্টেম্বরের মধ্যে দার্জিলিংয়েও একইভাবে স্থায়ী আধার সেবা কেন্দ্র চালুর কথা জানিয়েছেন তিনি । আধার কেন্দ্র স্থাপনের জন্য দার্জিলিং পাহাড়ে জমি চিহ্নিতকরণের কাজ চলছে । জমি পেলেই কেন্দ্র তৈরির কাজ শুরু করবে কর্তৃপক্ষ ।

দার্জিলিং ও কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র
সংশ্লিষ্ট দফতরের তরফে সাংসদকে পাঠানো চিঠি ৷

2020 সালের 18 জানুয়ারি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা শিলিগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে তিনটি স্থায়ী আধার সেবা কেন্দ্র স্থাপনের জন্য ইউআইডিএআই বিভাগে চিঠি দিয়েছিলেন । গত বছরই 26 অক্টোবর শিলিগুড়িতে স্থায়ী আধার সেবা কেন্দ্র চালু হয় । কিন্তু করোনার জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র তৈরির কাজ থমকে যায় । মূলত পাহাড়ের চা-বাগান ও সিঙ্কোনা বাগানের শ্রমিকদের আধার তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে লিংক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ বিষয়টি নজরে আসতেই তৎপর হন সাংসদ ৷ তিনি ইউআইডিএআই'কে চিঠি লিখে পাহাড়ে দু'টি আরও আধার সেবা কেন্দ্র তৈরির আবেদন জানান ।

সাংসদ বলেন, "চা-বাগানের শ্রমিকরা আধার সেবা কেন্দ্র হলে অনেকটাই উপকৃত হবেন । তাদের পিএফ অ্যাকাউন্টের সমস্যার সমাধান হবে । ইউআইডিএআইয়ের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌরভ গর্গকে ধন্যবাদ জানাই ।"

আরও পড়ুন : করোনার পর মানসিক সমস্যা, পথ দেখাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলের পোস্ট কোভিড সাইকিয়াট্রিক ক্লিনিক

দার্জিলিং, 1 জুলাই : চা-বাগানের শ্রমিক ও পাহাড়বাসীদের জন্য স্থায়ী আধার সেবা কেন্দ্র (Aadhaar Seva Kendra) চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কালিম্পং ও দার্জিলিং জেলায় দু'টি আধার সেবা কেন্দ্র তৈরি করা হবে ৷ মূলত দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার উদ্যোগেই ওই আধার সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ।

রাজু বিস্তা জানিয়েছেন, কালিম্পংয়ের বাগধারা প্রিমতাম রোডে এক মাসের মধ্যে চালু হবে স্থায়ী আধার সেবা কেন্দ্র ৷ সেই মর্মে সাংসদকে চিঠি দিয়ে জানিয়েছেন ইউআইডিএআইয়ের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌরভ গর্গ । পাশাপাশি আগামী সেপ্টেম্বরের মধ্যে দার্জিলিংয়েও একইভাবে স্থায়ী আধার সেবা কেন্দ্র চালুর কথা জানিয়েছেন তিনি । আধার কেন্দ্র স্থাপনের জন্য দার্জিলিং পাহাড়ে জমি চিহ্নিতকরণের কাজ চলছে । জমি পেলেই কেন্দ্র তৈরির কাজ শুরু করবে কর্তৃপক্ষ ।

দার্জিলিং ও কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র
সংশ্লিষ্ট দফতরের তরফে সাংসদকে পাঠানো চিঠি ৷

2020 সালের 18 জানুয়ারি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা শিলিগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে তিনটি স্থায়ী আধার সেবা কেন্দ্র স্থাপনের জন্য ইউআইডিএআই বিভাগে চিঠি দিয়েছিলেন । গত বছরই 26 অক্টোবর শিলিগুড়িতে স্থায়ী আধার সেবা কেন্দ্র চালু হয় । কিন্তু করোনার জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র তৈরির কাজ থমকে যায় । মূলত পাহাড়ের চা-বাগান ও সিঙ্কোনা বাগানের শ্রমিকদের আধার তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে লিংক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ বিষয়টি নজরে আসতেই তৎপর হন সাংসদ ৷ তিনি ইউআইডিএআই'কে চিঠি লিখে পাহাড়ে দু'টি আরও আধার সেবা কেন্দ্র তৈরির আবেদন জানান ।

সাংসদ বলেন, "চা-বাগানের শ্রমিকরা আধার সেবা কেন্দ্র হলে অনেকটাই উপকৃত হবেন । তাদের পিএফ অ্যাকাউন্টের সমস্যার সমাধান হবে । ইউআইডিএআইয়ের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌরভ গর্গকে ধন্যবাদ জানাই ।"

আরও পড়ুন : করোনার পর মানসিক সমস্যা, পথ দেখাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলের পোস্ট কোভিড সাইকিয়াট্রিক ক্লিনিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.