ETV Bharat / city

সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী : কৈলাস - siliguri

আজ শিলিগুড়িতে প্রচারে এসে কৈলাস বিজয়বর্গীয় জানালেন, সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গেই তিনি দাবি করেন, "দু'শো কম্পানি কেন্দ্রীয় বাহিনী মিলেছে দ্বিতীয় দফা নির্বাচনে।"

কৈলাস
author img

By

Published : Apr 16, 2019, 10:13 PM IST

শিলিগুড়ি, 16 এপ্রিল : BJP-র দাবি মেনে দ্বিতীয় দফায় বাড়তি বাহিনী পাঠানো হচ্ছে বলে জানালেন কৈলাস বিজয়বর্গীয়। নির্বাচন কমিশনের কাজে অখুশি থাকলেও তাঁদের দাবি মেনেছেন কমিশন বলে আজ জানান তিনি। আজ শিলিগুড়িতে শেষ পর্বের প্রচারে এসেছিলেন বিজয়বর্গীয়। বিকেলে প্রচার শেষের আগে পর্যন্ত শিলিগুড়ির একাধিক জায়গায় রোজ শো করেন তিনি। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, "দু'শো কম্পানি কেন্দ্রীয় বাহিনী মিলেছে। সমস্ত বুথেই বাহিনী থাকবে।"

শিলিগুড়িতে এবারের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। বিপরীতে তৃণমূলের অমর সিং রাই ও CPI(M)-এর সমন পাঠক। রাজু বিস্তের প্রচারে আজ দার্জিলিঙে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের আগে আজ বিকেলেই তিন কেন্দ্রে প্রচার শেষ হয়েছে। কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার তিন এলাকা মিলে থাকবে 195 কম্পানি কেন্দ্রীয় বাহিনী। যদিও বিজয়বর্গীয়র দাবি, ওইদিন না কি থাকবে দু'শো কম্পানি বাহিনী।

এবিষয়ে বিজয়বর্গীয় আরও বলেন, "সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। মানুষ নির্ভয়ে ভোট দিন। ফলে কোচবিহারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা আর হবে না। গন্ডগোল হলে কড়া পদক্ষেপ নেবে কমিশন। রাজ্যের সিন্ডিকেটরাজ, গুনদাগিরির প্রতিবাদে নির্ভয়ে ভোট দেবে জনতা।"

শিলিগুড়ি, 16 এপ্রিল : BJP-র দাবি মেনে দ্বিতীয় দফায় বাড়তি বাহিনী পাঠানো হচ্ছে বলে জানালেন কৈলাস বিজয়বর্গীয়। নির্বাচন কমিশনের কাজে অখুশি থাকলেও তাঁদের দাবি মেনেছেন কমিশন বলে আজ জানান তিনি। আজ শিলিগুড়িতে শেষ পর্বের প্রচারে এসেছিলেন বিজয়বর্গীয়। বিকেলে প্রচার শেষের আগে পর্যন্ত শিলিগুড়ির একাধিক জায়গায় রোজ শো করেন তিনি। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, "দু'শো কম্পানি কেন্দ্রীয় বাহিনী মিলেছে। সমস্ত বুথেই বাহিনী থাকবে।"

শিলিগুড়িতে এবারের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। বিপরীতে তৃণমূলের অমর সিং রাই ও CPI(M)-এর সমন পাঠক। রাজু বিস্তের প্রচারে আজ দার্জিলিঙে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের আগে আজ বিকেলেই তিন কেন্দ্রে প্রচার শেষ হয়েছে। কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার তিন এলাকা মিলে থাকবে 195 কম্পানি কেন্দ্রীয় বাহিনী। যদিও বিজয়বর্গীয়র দাবি, ওইদিন না কি থাকবে দু'শো কম্পানি বাহিনী।

এবিষয়ে বিজয়বর্গীয় আরও বলেন, "সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। মানুষ নির্ভয়ে ভোট দিন। ফলে কোচবিহারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা আর হবে না। গন্ডগোল হলে কড়া পদক্ষেপ নেবে কমিশন। রাজ্যের সিন্ডিকেটরাজ, গুনদাগিরির প্রতিবাদে নির্ভয়ে ভোট দেবে জনতা।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.