ETV Bharat / city

SMC Election 2022 : শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, টিকিট না পেয়ে ক্ষোভ কর্মীর - bjp worker protest

বিধায়ক ও সাংসদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে (SMC Election 2022) বিজেপি কর্মী প্রদীপ চৌধুরীর স্ত্রীকে 2 নম্বর ওয়ার্ডে প্রার্থী করবে দল ৷ কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতেই সেখানে স্ত্রীর নাম না থাকায় বিধায়ক ও সাংসদের সামনে ক্ষোভে ফেটে পড়ে এ কী বললেন তিনি ?

SMC Election 2022
সাংসদ ও বিধায়কের সামনে ক্ষোভ বিজেপি কর্মীর
author img

By

Published : Dec 29, 2021, 10:54 PM IST

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : টিকিট না মেলায় সাংসদ বিধায়কদের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী । বুধবার রাতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে শিলিগুড়ি পৌরনিগমের 47টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় (SMC Election 2022) ৷ আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই আচমকা সাংবাদিক বৈঠকে ঢুকে পড়েন এক বিজেপি কর্মী ।

জানা গিয়েছে, শিলিগুড়ি পৌর নির্বাচনে 2 নম্বর ওয়ার্ড থেকে বাণী পাল নামে এক মহিলা বিজেপি কর্মীকে নির্বাচনে প্রার্থী করেছে দল । কিন্তু সেই ওয়ার্ড থেকে দলীয় কর্মী প্রদীপ চৌধুরীর স্ত্রী তাপসী চৌধুরীকে প্রার্থী করার আশ্বাস দিয়েছিল স্থানীয় বিধায়ক এবং সাংসদ । কিন্তু আচমকা সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বাণী পাল নামে আরেক মহিলা বিজেপি কর্মীকে প্রার্থী করার বিষয়টি জানা মাত্রই সাংবাদিক বৈঠকে ঢুকে প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েন ওই ওয়ার্ডের পুরনো বিজেপি কর্মী প্রদীপ চৌধুরী ।

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : শিলিগুড়িতে 35 আসনে প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় নতুন মুখ 27

তাঁর অভিযোগ, "টাকা বা অন্য কোনও প্রলোভনে দলীয় নেতৃত্ব তাপসী চৌধুরীর পরিবর্তে বাণী পালকে প্রার্থী করেছে । এই সিদ্ধান্ত কোনওভাবেই মানা যাবে না । কারণ ওয়ার্ডে বাণী পাল কোনওভাবেই জিততে পারবে না এবং আমি জিততে দেব না ।"

তবে এই ঘটনার পর বেশ অস্বস্তিতে পড়েন স্থানীয় সাংসদ রাজু বিস্তা-সহ শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্র বোস ও অন্যরা ।

পৌর নির্বাচনে টিকিট না মেলায় সাংসদ ও বিধায়কের সামনে ক্ষোভ বিজেপি কর্মীর

প্রথমে সাংসদ রাজু বিস্তা প্রদীপবাবুকে বোঝাতে গেলে নাছোড়বান্দা ওই কর্মীর ঔদ্ধত্য দেখে চলে যান সাংসদ । এই বিষয়ে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মণ বলেন, "বিজেপি একটি সর্বভারতীয় দল ৷ 47টি ওয়ার্ডের জন্য প্রায় 250 থেকে 300 আবেদনপত্র এসেছিল । কিন্তু সবাইকে তো আর প্রার্থী করা সম্ভব নয় । সেই কারণেই ছোটখাটো মনোমালিন্য হতেই পারে ৷ তবে দল সেসব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবে ।"

আরও পড়ুন : SMC Election 2022 : প্রার্থী তালিকা প্রকাশের আগেই শিলিগুড়িতে প্রচারে শঙ্কর ঘোষ এবং আনন্দময় বর্মন

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : টিকিট না মেলায় সাংসদ বিধায়কদের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী । বুধবার রাতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে শিলিগুড়ি পৌরনিগমের 47টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় (SMC Election 2022) ৷ আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই আচমকা সাংবাদিক বৈঠকে ঢুকে পড়েন এক বিজেপি কর্মী ।

জানা গিয়েছে, শিলিগুড়ি পৌর নির্বাচনে 2 নম্বর ওয়ার্ড থেকে বাণী পাল নামে এক মহিলা বিজেপি কর্মীকে নির্বাচনে প্রার্থী করেছে দল । কিন্তু সেই ওয়ার্ড থেকে দলীয় কর্মী প্রদীপ চৌধুরীর স্ত্রী তাপসী চৌধুরীকে প্রার্থী করার আশ্বাস দিয়েছিল স্থানীয় বিধায়ক এবং সাংসদ । কিন্তু আচমকা সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বাণী পাল নামে আরেক মহিলা বিজেপি কর্মীকে প্রার্থী করার বিষয়টি জানা মাত্রই সাংবাদিক বৈঠকে ঢুকে প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েন ওই ওয়ার্ডের পুরনো বিজেপি কর্মী প্রদীপ চৌধুরী ।

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : শিলিগুড়িতে 35 আসনে প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় নতুন মুখ 27

তাঁর অভিযোগ, "টাকা বা অন্য কোনও প্রলোভনে দলীয় নেতৃত্ব তাপসী চৌধুরীর পরিবর্তে বাণী পালকে প্রার্থী করেছে । এই সিদ্ধান্ত কোনওভাবেই মানা যাবে না । কারণ ওয়ার্ডে বাণী পাল কোনওভাবেই জিততে পারবে না এবং আমি জিততে দেব না ।"

তবে এই ঘটনার পর বেশ অস্বস্তিতে পড়েন স্থানীয় সাংসদ রাজু বিস্তা-সহ শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্র বোস ও অন্যরা ।

পৌর নির্বাচনে টিকিট না মেলায় সাংসদ ও বিধায়কের সামনে ক্ষোভ বিজেপি কর্মীর

প্রথমে সাংসদ রাজু বিস্তা প্রদীপবাবুকে বোঝাতে গেলে নাছোড়বান্দা ওই কর্মীর ঔদ্ধত্য দেখে চলে যান সাংসদ । এই বিষয়ে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মণ বলেন, "বিজেপি একটি সর্বভারতীয় দল ৷ 47টি ওয়ার্ডের জন্য প্রায় 250 থেকে 300 আবেদনপত্র এসেছিল । কিন্তু সবাইকে তো আর প্রার্থী করা সম্ভব নয় । সেই কারণেই ছোটখাটো মনোমালিন্য হতেই পারে ৷ তবে দল সেসব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবে ।"

আরও পড়ুন : SMC Election 2022 : প্রার্থী তালিকা প্রকাশের আগেই শিলিগুড়িতে প্রচারে শঙ্কর ঘোষ এবং আনন্দময় বর্মন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.