ETV Bharat / city

BJP Protest in Siliguri: উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির - SSC Recruitment Case

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) ক্যাম্পাসে রাতের অন্ধকারে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে । উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP Protest in Siliguri) ।

BJP protests demanding resignation of North Bengal University VC Subiresh Bhattacharya
BJP protests demanding resignation of North Bengal University VC Subiresh Bhattacharya
author img

By

Published : Sep 20, 2022, 7:07 PM IST

শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রমাণ লোপাটের জন্য নথি পুড়িয়ে ফেলার প্রতিবাদ এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ বিজেপির । মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি ও যুব মোর্চার তরফে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে বিক্ষোভ দেখানো হয় । সোমবারই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (North Bengal University VC Subires Bhattacharya) ।

প্রসঙ্গত, 2014 থেকে 2018 সাল পর্যন্ত এসএসসি চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের পাশাপাশি গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে (SSC Recruitment Case) । 28 জুলাই ওই অভিযোগের মামলার তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আবাসন ও প্রশাসনিক ভবনে থাকা কার্যালয়ে হানা দেয় সিবিআইয়ের দুটি দল । এরপর সোমবার কলকাতায় গ্রেফতার হন উপাচার্য ।

আর তার গ্রেফতারির দিন মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাতের অন্ধকারে কিছু নথি পোড়াতে দেখা যায় কর্মীদের । বিজেপি কর্মীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল । আর বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান বিজেপি ও যুব মোর্চার কর্মী সমর্থকরা (BJP protests demanding resignation of VC) ।

BJP protests demanding resignation of North Bengal University VC Subiresh Bhattacharya
বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় বিজেপি ও যুব মোর্চার কর্মী সমর্থকরা

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

যুব মোর্চার সভাপতি অভিজিৎ দাস বলেন, "যিনি শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনার সঙ্গে জড়িত, তিনি কীভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদে থাকতে পারেন । আমরা উপাচার্যের পদত্যাগের দাবি জানাই । তবে গতকাল রাতে উপাচার্য গ্রেফতারের পর যেভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র রাতের অন্ধকারে পোড়ানো হচ্ছিল, এই ঘটনায় যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার রয়েছে ।"

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ

আরও পড়ুন: উপাচার্য গ্রেফতারের রাতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নথি পোড়ানোর অভিযোগ, সোশাল মিডিয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য়

জেলা বিজেপির সহ-সভাপতি নান্টু পাল বলেন, "রাজ্যে একের পর এক নেতা, মন্ত্রী আমলারা দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হচ্ছে । এই উপাচার্যের আর এক মুহুর্তও পদে বসে থাকার অধিকার নেই । তাঁকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে ।"

শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রমাণ লোপাটের জন্য নথি পুড়িয়ে ফেলার প্রতিবাদ এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ বিজেপির । মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি ও যুব মোর্চার তরফে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে বিক্ষোভ দেখানো হয় । সোমবারই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (North Bengal University VC Subires Bhattacharya) ।

প্রসঙ্গত, 2014 থেকে 2018 সাল পর্যন্ত এসএসসি চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের পাশাপাশি গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে (SSC Recruitment Case) । 28 জুলাই ওই অভিযোগের মামলার তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আবাসন ও প্রশাসনিক ভবনে থাকা কার্যালয়ে হানা দেয় সিবিআইয়ের দুটি দল । এরপর সোমবার কলকাতায় গ্রেফতার হন উপাচার্য ।

আর তার গ্রেফতারির দিন মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাতের অন্ধকারে কিছু নথি পোড়াতে দেখা যায় কর্মীদের । বিজেপি কর্মীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল । আর বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান বিজেপি ও যুব মোর্চার কর্মী সমর্থকরা (BJP protests demanding resignation of VC) ।

BJP protests demanding resignation of North Bengal University VC Subiresh Bhattacharya
বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় বিজেপি ও যুব মোর্চার কর্মী সমর্থকরা

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

যুব মোর্চার সভাপতি অভিজিৎ দাস বলেন, "যিনি শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনার সঙ্গে জড়িত, তিনি কীভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদে থাকতে পারেন । আমরা উপাচার্যের পদত্যাগের দাবি জানাই । তবে গতকাল রাতে উপাচার্য গ্রেফতারের পর যেভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র রাতের অন্ধকারে পোড়ানো হচ্ছিল, এই ঘটনায় যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার রয়েছে ।"

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ

আরও পড়ুন: উপাচার্য গ্রেফতারের রাতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নথি পোড়ানোর অভিযোগ, সোশাল মিডিয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য়

জেলা বিজেপির সহ-সভাপতি নান্টু পাল বলেন, "রাজ্যে একের পর এক নেতা, মন্ত্রী আমলারা দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হচ্ছে । এই উপাচার্যের আর এক মুহুর্তও পদে বসে থাকার অধিকার নেই । তাঁকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.