শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রমাণ লোপাটের জন্য নথি পুড়িয়ে ফেলার প্রতিবাদ এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ বিজেপির । মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি ও যুব মোর্চার তরফে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে বিক্ষোভ দেখানো হয় । সোমবারই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (North Bengal University VC Subires Bhattacharya) ।
প্রসঙ্গত, 2014 থেকে 2018 সাল পর্যন্ত এসএসসি চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের পাশাপাশি গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে (SSC Recruitment Case) । 28 জুলাই ওই অভিযোগের মামলার তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আবাসন ও প্রশাসনিক ভবনে থাকা কার্যালয়ে হানা দেয় সিবিআইয়ের দুটি দল । এরপর সোমবার কলকাতায় গ্রেফতার হন উপাচার্য ।
আর তার গ্রেফতারির দিন মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাতের অন্ধকারে কিছু নথি পোড়াতে দেখা যায় কর্মীদের । বিজেপি কর্মীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল । আর বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান বিজেপি ও যুব মোর্চার কর্মী সমর্থকরা (BJP protests demanding resignation of VC) ।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই
যুব মোর্চার সভাপতি অভিজিৎ দাস বলেন, "যিনি শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনার সঙ্গে জড়িত, তিনি কীভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদে থাকতে পারেন । আমরা উপাচার্যের পদত্যাগের দাবি জানাই । তবে গতকাল রাতে উপাচার্য গ্রেফতারের পর যেভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র রাতের অন্ধকারে পোড়ানো হচ্ছিল, এই ঘটনায় যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার রয়েছে ।"
জেলা বিজেপির সহ-সভাপতি নান্টু পাল বলেন, "রাজ্যে একের পর এক নেতা, মন্ত্রী আমলারা দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হচ্ছে । এই উপাচার্যের আর এক মুহুর্তও পদে বসে থাকার অধিকার নেই । তাঁকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে ।"