ETV Bharat / city

BJP Protest in Siliguri: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগে বিক্ষোভ বিজেপির - Omprakash Mishra

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (BJP Protest in North Bengal University) জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ ৷ আর তার বিরুদ্ধেই এ দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখাল শিলিগুড়ি সাংগঠনিক জেলা নেতৃত্ব ৷

BJP Protest in North Bengal University Gate No 2
BJP Protest in North Bengal University Gate No 2
author img

By

Published : Oct 18, 2022, 8:25 PM IST

শিলিগুড়ি, 18 অক্টোবর: মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2নং গেটের সামনে বিক্ষোভ বিজেপির (BJP Protest in North Bengal University) ৷ অভিযোগ বিশ্ববিদ্যালয়ের জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ বিক্ষোভে নেতৃত্ব দেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ৷ জেলা বিজেপির সহ-সভাপতি নান্টু পাল এবং অন্যান্য নেতৃত্ব ৷ বিক্ষোভের পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রকে স্মারকলিপিও দেন তাঁরা ৷

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি আনন্দময় বর্মন অভিযোগ, আগের উপাচার্যকে অনৈতিকভাবে বসিয়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্যের শাসকদল ৷ পরবর্তীকালে সুবীরেশ ভট্টাচার্য টেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ৷ সেই সময় রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত একজনকে উপাচার্যের পদে বসানো হয়েছে ৷ আগের উপাচার্যের অনৈতিক কাজকে ত্বরান্বিত করতে ওমপ্রকাশ মিশ্রকে উপাচার্য পদে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন আনন্দময় বর্মন ৷ ওমপ্রকাশ মিশ্রকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

মূলত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দু’একর জমিতে হোটেল ম্যানেজমেন্ট কলেজ তৈরি করতে কর্তৃপক্ষের কাছে জমি চেয়েছে পর্যটন দফতর ৷ সেই জমি হস্তান্তরের জন্য যাবতীয় পদক্ষেপ শুরু করা হয়েছিল বিগত উপাচার্যের সময় থেকেই ৷ তবে, ওই হোটেল ম্যানেজমেন্ট কলেজ খোলা হবে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ৷ আর তার প্রতিবাদে প্রথম থেকে সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগ

আরও পড়ুন: গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে সিবিআই তলব

বিজেপির অভিযোগ, হোটেল ম্যানেজমেন্ট কলেজ তৈরি করার নামে বিশ্ববিদ্যালয়ের জমি অনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছে রাজ্যের শাসক দল ৷ হোটেল বানিয়ে ব্যবসা করতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘কোন বেসরকারি সংস্থার হাতে জমি হস্তান্তর করা হচ্ছে না ৷ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ৷ তবে, হোটেল ম্যানেজমেন্ট কলেজ করার জন্য রাজ্যের পর্যটন দফতরের তরফে জমি চেয়ে একটি প্রস্তাব এসেছে ৷ সেই প্রস্তাবে নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

শিলিগুড়ি, 18 অক্টোবর: মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2নং গেটের সামনে বিক্ষোভ বিজেপির (BJP Protest in North Bengal University) ৷ অভিযোগ বিশ্ববিদ্যালয়ের জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ বিক্ষোভে নেতৃত্ব দেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ৷ জেলা বিজেপির সহ-সভাপতি নান্টু পাল এবং অন্যান্য নেতৃত্ব ৷ বিক্ষোভের পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রকে স্মারকলিপিও দেন তাঁরা ৷

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি আনন্দময় বর্মন অভিযোগ, আগের উপাচার্যকে অনৈতিকভাবে বসিয়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্যের শাসকদল ৷ পরবর্তীকালে সুবীরেশ ভট্টাচার্য টেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ৷ সেই সময় রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত একজনকে উপাচার্যের পদে বসানো হয়েছে ৷ আগের উপাচার্যের অনৈতিক কাজকে ত্বরান্বিত করতে ওমপ্রকাশ মিশ্রকে উপাচার্য পদে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন আনন্দময় বর্মন ৷ ওমপ্রকাশ মিশ্রকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

মূলত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দু’একর জমিতে হোটেল ম্যানেজমেন্ট কলেজ তৈরি করতে কর্তৃপক্ষের কাছে জমি চেয়েছে পর্যটন দফতর ৷ সেই জমি হস্তান্তরের জন্য যাবতীয় পদক্ষেপ শুরু করা হয়েছিল বিগত উপাচার্যের সময় থেকেই ৷ তবে, ওই হোটেল ম্যানেজমেন্ট কলেজ খোলা হবে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ৷ আর তার প্রতিবাদে প্রথম থেকে সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগ

আরও পড়ুন: গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে সিবিআই তলব

বিজেপির অভিযোগ, হোটেল ম্যানেজমেন্ট কলেজ তৈরি করার নামে বিশ্ববিদ্যালয়ের জমি অনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছে রাজ্যের শাসক দল ৷ হোটেল বানিয়ে ব্যবসা করতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘কোন বেসরকারি সংস্থার হাতে জমি হস্তান্তর করা হচ্ছে না ৷ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ৷ তবে, হোটেল ম্যানেজমেন্ট কলেজ করার জন্য রাজ্যের পর্যটন দফতরের তরফে জমি চেয়ে একটি প্রস্তাব এসেছে ৷ সেই প্রস্তাবে নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.