শিলিগুড়ি, 29 মে : ফের পোস্টার বিতর্ক শিলিগুড়িতে (Poster Controversy at Siliguri) । এবার ঠিক মহকুমা পরিষদ নির্বাচনের (Siliguri Mahakuma Parishad Election 2022) আগে পোস্টার ঘিরে বিতর্ক গেরুয়া শিবিরের অন্দরে । একটা নয় । বিজেপির (BJP) দুই নেতৃত্বের পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । ঘটনায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে ।
শনিবার সকালে শিলিগুড়ির রাজপথে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও বিজেপির যুব মোর্চার সম্পাদক সৌরভ সরকারের নামে ওই পোস্টারে বিতর্কের সৃষ্টি হয়েছে । এদিন সকালে শিলিগুড়ির হাশমি চকে জেলা সভাপতি আনন্দময় বর্মনের বিরুদ্ধে এবং গুরুনানক চকে সৌরভ সরকারের পক্ষে পোস্টারগুলি পড়েছে । পোস্টারের ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে অভিযোগের তির বিজেপির । অন্যদিকে, ঘটনাটি গোষ্ঠীকোন্দলের জের বলে অভিযোগ শাসকদলের ।
পোস্টারে জেলা সভাপতি আনন্দময় বর্মনের বিরুদ্ধে একনায়কতন্ত্র, দুর্নীতি ও নিজের সাংগঠনিক দুর্বলতা ঢাকতে নিজের বিধানসভা কেন্দ্র থেকে শাখা সংগঠনের পদ দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে । অন্যদিকে, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ সরকারকে জেলা যুব মোর্চার সভাপতি করা হোক এই দাবি জানিয়ে পড়েছে ওই পোস্টার বলে জানা গিয়েছে ।
যদিও ওই বিষয়ে আনন্দময় বর্মন বলেন, "এটার পিছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে । মহকুমা পরিষদ নির্বাচনের আগে দল আর আমাকে কালিমালিপ্ত করার জন্য ওই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস । আর আমি দুর্নীতি করি কি না, সেটা দল খুব ভালো করে জানে । তবে বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখব ।"
পালটা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "আমাদের দিকে আঙুল না তুলে আনন্দময় বর্মনের উচিত তার দলের কোনও বিক্ষুব্ধ গোষ্ঠী ওই কাজ করেছে, তা খতিয়ে দেখা । তৃণমূল কংগ্রেসের এসব সংস্কৃতি না । আর মহকুমা পরিষদ নির্বাচনে আগে সব আসনে প্রার্থী দিক, তারপরে বোঝা যাবে তাঁর মন্তব্যের কোনও সারবত্তা রয়েছে ।"
প্রাক্তন জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালের পর পরবর্তী জেলা সভাপতি নিয়ে এর আগেও বিস্তর জলঘোলা হয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে । পোস্টার-সহ দেওয়া সহ একাধিকবার বিক্ষোভ হয়েছিল । পরে আনন্দময় বর্মনকে জেলার আহ্বায়ক ও পরে তাঁকে জেলা সভাপতি ঘোষণা করে রাজ্য নেতৃত্ব । কিন্তু ঠিক মহকুমা পরিষদ নির্বাচনের আগে ওই পোস্টার বিতর্কে সরগরম শিলিগুড়ির রাজনৈতিক মহল ।
এদিকে, আনন্দময় বর্মনকে জেলা সভাপতি করার পর শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে গেরুয়া শিবিরের পরাজিত হওয়ায় পর থেকেই দলের অন্দরেই বিক্ষুদ্ধের সংখ্যা বাড়ছিল । যা মহকুমা পরিষদ নির্বাচনের আগে আলাদা মাত্রা এনে দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।
আরও পড়ুন : ABVP Protest in Siliguri : শিলিগুড়িতে চপ মুড়ি হাতে বিক্ষোভ এবিভিপির