দার্জিলিং, 13 জুন : ‘চোরের মায়ের বড় গলা’, ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ইডির তলব ও তা নিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের মিছিল প্রসঙ্গে এমনটাই কড়া মন্তব্য করলেন বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক তথা সাংসদ রাজু বিস্তাকে (BJP MP Raju Bista) ।
আজ দিল্লিতে ইডি-র অফিসে ন্যাশনাল হেরাল্ডের বেআইনি আর্থিক লেনদেনের মামলায় রাহুল গান্ধির তলব করা হয় (ED Summons Rahul Gandhi on National Herald Case) । আগেই রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ইডি-র তরফে ৷ কিন্তু, সেই সময় তিনি যাননি ৷ এদিন তিনি ইডি কার্যালয়ে যান ৷ তার আগে আজ সকাল থেকে দিল্লির রাস্তায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি নিয়েছিল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷
মিছিল করার কংগ্রেস কর্মীদের আটক করে দিল্লি পুলিশ । সকালে কংগ্রেসের জাতীয় কার্যালয়ের সামনে জমায়েত করা কর্মীদের আটক করে বাসে তুলতে দেখা গেল পুলিশকে ৷ যে ঘটনায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সামান্য ধস্তাধস্তি হয় ৷ ফলে বিক্ষোভকারীদের জোর করেই বাসে তুলে নিয়ে যায় পুলিশ ৷
ওই বিষয়ে এদিন রাজু বিস্তা বলেন, "চোরের মায়ের বড় গলা । কংগ্রেস দল একটা সংস্থাকে 90 কোটি টাকা ঋণ দেয় । পরবর্তীতে রাহুল গান্ধির মালিকানাধীন সংস্থা ওই সংস্থাকে আবার 50 লক্ষ টাকায় অধিগ্রহণ করে । 50 লক্ষ টাকায় দু’হাজার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয় । গোটা ঘটনার পিছনে বড় আর্থিক দুর্নীতি রয়েছে । যে যতই বড় নেতা হোক না কেন, তাঁকে তদন্তের মুখোমুখি হতেই হবে আর তাঁকে জেলে যেতেই হবে । আর আজ যেভাবে কংগ্রেস হিংসার রাজনীতিতে নেমেছে, যার যেটাকে কংগ্রেসিরা সত্যাগ্রহের নাম দিচ্ছে তাতে মহাত্মা গান্ধিকেও বদনাম করা হচ্ছে ।"
আরও পড়ুন : Rahul Gandhi at ED Office: ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ ইডি-র