ETV Bharat / city

Raju Bista Slams Congress : রাহুলকে ইডির তলব নিয়ে কংগ্রেসকে তোপ বিজেপির রাজুর - রাহুল গান্ধি

ন্যাশনাল হেরাল্ডের বেআইনি আর্থিক লেনদেনের মামলায় (National Herald Case) রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ইডির তলব নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্তা (BJP MP Raju Bista) ৷

bjp-mp-raju-bista-slams-congress-on-national-herald-case
Raju Bista Slams Congress : রাহুলকে ইডির তলব নিয়ে কংগ্রেসকে তোপ বিজেপির রাজুর
author img

By

Published : Jun 13, 2022, 4:37 PM IST

দার্জিলিং, 13 জুন : ‘চোরের মায়ের বড় গলা’, ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ইডির তলব ও তা নিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের মিছিল প্রসঙ্গে এমনটাই কড়া মন্তব্য করলেন বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক তথা সাংসদ রাজু বিস্তাকে (BJP MP Raju Bista) ।

আজ দিল্লিতে ইডি-র অফিসে ন্যাশনাল হেরাল্ডের বেআইনি আর্থিক লেনদেনের মামলায় রাহুল গান্ধির তলব করা হয় (ED Summons Rahul Gandhi on National Herald Case) । আগেই রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ইডি-র তরফে ৷ কিন্তু, সেই সময় তিনি যাননি ৷ এদিন তিনি ইডি কার্যালয়ে যান ৷ তার আগে আজ সকাল থেকে দিল্লির রাস্তায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি নিয়েছিল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷

মিছিল করার কংগ্রেস কর্মীদের আটক করে দিল্লি পুলিশ । সকালে কংগ্রেসের জাতীয় কার্যালয়ের সামনে জমায়েত করা কর্মীদের আটক করে বাসে তুলতে দেখা গেল পুলিশকে ৷ যে ঘটনায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সামান্য ধস্তাধস্তি হয় ৷ ফলে বিক্ষোভকারীদের জোর করেই বাসে তুলে নিয়ে যায় পুলিশ ৷

রাহুলকে ইডির তলব নিয়ে কংগ্রেসকে তোপ বিজেপির রাজুর

ওই বিষয়ে এদিন রাজু বিস্তা বলেন, "চোরের মায়ের বড় গলা । কংগ্রেস দল একটা সংস্থাকে 90 কোটি টাকা ঋণ দেয় । পরবর্তীতে রাহুল গান্ধির মালিকানাধীন সংস্থা ওই সংস্থাকে আবার 50 লক্ষ টাকায় অধিগ্রহণ করে । 50 লক্ষ টাকায় দু’হাজার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয় । গোটা ঘটনার পিছনে বড় আর্থিক দুর্নীতি রয়েছে । যে যতই বড় নেতা হোক না কেন, তাঁকে তদন্তের মুখোমুখি হতেই হবে আর তাঁকে জেলে যেতেই হবে । আর আজ যেভাবে কংগ্রেস হিংসার রাজনীতিতে নেমেছে, যার যেটাকে কংগ্রেসিরা সত্যাগ্রহের নাম দিচ্ছে তাতে মহাত্মা গান্ধিকেও বদনাম করা হচ্ছে ।"

আরও পড়ুন : Rahul Gandhi at ED Office: ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ ইডি-র

দার্জিলিং, 13 জুন : ‘চোরের মায়ের বড় গলা’, ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) ইডির তলব ও তা নিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের মিছিল প্রসঙ্গে এমনটাই কড়া মন্তব্য করলেন বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক তথা সাংসদ রাজু বিস্তাকে (BJP MP Raju Bista) ।

আজ দিল্লিতে ইডি-র অফিসে ন্যাশনাল হেরাল্ডের বেআইনি আর্থিক লেনদেনের মামলায় রাহুল গান্ধির তলব করা হয় (ED Summons Rahul Gandhi on National Herald Case) । আগেই রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ইডি-র তরফে ৷ কিন্তু, সেই সময় তিনি যাননি ৷ এদিন তিনি ইডি কার্যালয়ে যান ৷ তার আগে আজ সকাল থেকে দিল্লির রাস্তায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি নিয়েছিল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷

মিছিল করার কংগ্রেস কর্মীদের আটক করে দিল্লি পুলিশ । সকালে কংগ্রেসের জাতীয় কার্যালয়ের সামনে জমায়েত করা কর্মীদের আটক করে বাসে তুলতে দেখা গেল পুলিশকে ৷ যে ঘটনায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সামান্য ধস্তাধস্তি হয় ৷ ফলে বিক্ষোভকারীদের জোর করেই বাসে তুলে নিয়ে যায় পুলিশ ৷

রাহুলকে ইডির তলব নিয়ে কংগ্রেসকে তোপ বিজেপির রাজুর

ওই বিষয়ে এদিন রাজু বিস্তা বলেন, "চোরের মায়ের বড় গলা । কংগ্রেস দল একটা সংস্থাকে 90 কোটি টাকা ঋণ দেয় । পরবর্তীতে রাহুল গান্ধির মালিকানাধীন সংস্থা ওই সংস্থাকে আবার 50 লক্ষ টাকায় অধিগ্রহণ করে । 50 লক্ষ টাকায় দু’হাজার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয় । গোটা ঘটনার পিছনে বড় আর্থিক দুর্নীতি রয়েছে । যে যতই বড় নেতা হোক না কেন, তাঁকে তদন্তের মুখোমুখি হতেই হবে আর তাঁকে জেলে যেতেই হবে । আর আজ যেভাবে কংগ্রেস হিংসার রাজনীতিতে নেমেছে, যার যেটাকে কংগ্রেসিরা সত্যাগ্রহের নাম দিচ্ছে তাতে মহাত্মা গান্ধিকেও বদনাম করা হচ্ছে ।"

আরও পড়ুন : Rahul Gandhi at ED Office: ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ ইডি-র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.