ETV Bharat / city

বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি BJP সাংসদের - Presidential Rule

বাংলার যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির উচিত বাংলার প্রতি নজর দেওয়া এবং অবিলম্বে বাংলায় 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করা । শিলিগুড়িতে বললেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা ।

Raju Bista demands Presidential Rule in WB
শিলিগুড়িতে রাজু বিস্তা
author img

By

Published : Jan 10, 2020, 11:16 AM IST

শিলিগুড়ি, 10 জানুয়ারি : বাংলার যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির উচিত বাংলার প্রতি নজর দেওয়া এবং অবিলম্বে বাংলায় 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করা । আজ শিলিগুড়িতে এমন দাবিই তুললেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা ।

কী বললেন দার্জিলিংয়ের BJP সাংসদ ? দেখুন ভিডিয়ো...

দার্জিলিংয়ের এই BJP সাংসদের কথায়, "বাংলায় যা পরিস্থিতি, তাতে গণতন্ত্র বিপন্ন । আইনশৃঙ্খলা ঠিক নেই । যা অবস্থা চলছে এ'রাজ্যে, তাতে রাষ্ট্রপতির উচিত বাংলায় 356 ধারা প্রয়োগ করা ।" রাজু বিস্তা বলেন, "এ'রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল ফায়দা করতে পারবে না । সহানুভূতির ভোট পাবে না তারা । মানুষ এ'রাজ্যে বিপদগ্রস্ত । তাই BJP চাইছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক । এটা শুধু সাংসদ হিসেবে আমার দাবি নয়, আমি BJP-র একজন নেতা । তাই এই দাবি BJP-র দাবি ।"

আজ সকালে শিলিগুড়ির ডাবগ্রাম এবং ফুলেশ্বরী মোড় বাজার এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রচারে আসেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা । এলাকায় প্রাতঃভ্রমণের পাশাপাশি একটি দোকানে 'চায়ে পে চর্চা'-য় যোগ দেন তিনি । কথাও বললেন এলাকার বাসিন্দাদের সঙ্গে । বাসিন্দাদের নানা অভাব অভিযোগ শোনার পাশাপাশি CAA-র প্রচারে লিফলেট বিলি করলেন তিনি । বলেন, "মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যা কথা বলছেন । এই লিফলেট দিয়ে আমরা সব জানাচ্ছি । পড়ে দেখবেন ।"

Raju Bista demands Presidential Rule in WBরাজু বিস্তা

অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনের কথা মাথায় রেখে রাজু বলেন, আগামী পৌর নির্বাচনে BJP জিতবে । এ'রাজ্যের তৃণমূল সরকার শিলিগুড়িকে বঞ্চিত করেছে । শিলিগুড়ি থেকে কর আদায় করলেও উন্নয়নের প্রশ্নে শিলিগুড়িকে অর্থ বরাদ্দ করছে না রাজ্য সরকার, এমনটাই দাবি তাঁর ।

শিলিগুড়ি, 10 জানুয়ারি : বাংলার যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির উচিত বাংলার প্রতি নজর দেওয়া এবং অবিলম্বে বাংলায় 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করা । আজ শিলিগুড়িতে এমন দাবিই তুললেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা ।

কী বললেন দার্জিলিংয়ের BJP সাংসদ ? দেখুন ভিডিয়ো...

দার্জিলিংয়ের এই BJP সাংসদের কথায়, "বাংলায় যা পরিস্থিতি, তাতে গণতন্ত্র বিপন্ন । আইনশৃঙ্খলা ঠিক নেই । যা অবস্থা চলছে এ'রাজ্যে, তাতে রাষ্ট্রপতির উচিত বাংলায় 356 ধারা প্রয়োগ করা ।" রাজু বিস্তা বলেন, "এ'রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল ফায়দা করতে পারবে না । সহানুভূতির ভোট পাবে না তারা । মানুষ এ'রাজ্যে বিপদগ্রস্ত । তাই BJP চাইছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক । এটা শুধু সাংসদ হিসেবে আমার দাবি নয়, আমি BJP-র একজন নেতা । তাই এই দাবি BJP-র দাবি ।"

আজ সকালে শিলিগুড়ির ডাবগ্রাম এবং ফুলেশ্বরী মোড় বাজার এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রচারে আসেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা । এলাকায় প্রাতঃভ্রমণের পাশাপাশি একটি দোকানে 'চায়ে পে চর্চা'-য় যোগ দেন তিনি । কথাও বললেন এলাকার বাসিন্দাদের সঙ্গে । বাসিন্দাদের নানা অভাব অভিযোগ শোনার পাশাপাশি CAA-র প্রচারে লিফলেট বিলি করলেন তিনি । বলেন, "মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যা কথা বলছেন । এই লিফলেট দিয়ে আমরা সব জানাচ্ছি । পড়ে দেখবেন ।"

Raju Bista demands Presidential Rule in WBরাজু বিস্তা

অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনের কথা মাথায় রেখে রাজু বলেন, আগামী পৌর নির্বাচনে BJP জিতবে । এ'রাজ্যের তৃণমূল সরকার শিলিগুড়িকে বঞ্চিত করেছে । শিলিগুড়ি থেকে কর আদায় করলেও উন্নয়নের প্রশ্নে শিলিগুড়িকে অর্থ বরাদ্দ করছে না রাজ্য সরকার, এমনটাই দাবি তাঁর ।

Intro:বাংলার যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির উচিত বাংলার প্রতি নজর দেওয়া, এবং অবিলম্বে বাংলায় 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করা। শিলিগুড়িতে বললেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।


Body:আজ সকালে শিলিগুড়ি ডাবগ্রাম এবং ফুলেশ্বরী মোড় বাজার এলাকায় নাগরিকত্ব আইনের প্রচারে আসেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এলাকায় প্রাতঃভ্রমণ করার পাশাপাশি একটি চায়ের দোকানে বসে চায়ে পে চর্চায় যোগ দেন তিনি।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। বাসিন্দাদের নানা অভাব অভিযোগ শোনার পাশাপাশি নাগরিকত্ব আইন নিয়ে প্রচারে লিফলেট বিলি করে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা কথা বলছেন। এই লিফলেট দিয়ে আমরা সব জানাচ্ছি। পড়ে দেখবেন।
কাছেই শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্যের বাড়ি জানতে পেরে তার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সটান ফোন করেন মেয়র অশোক ভট্টাচার্যকেও। যদিও মেয়র শিলিগুড়িতে না থাকায় তার বাড়ি আর যাওয়া হয়নি রাজু বিস্তার।

পরে রাজু বলেন বাংলায় যা পরিস্থিতি তাতে গণতন্ত্র বিপন্ন। আইনশৃঙ্খলা ঠিক নেই। যা অবস্থা চলছে এ রাজ্যে, তাই রাষ্ট্রপতির উচিত বাংলায় 356 ধারা প্রয়োগ করা। তিনি আরও বলেন, এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তাতে তৃণমূল ফায়দা করতে পারবে না। সহানুভূতির ভোট তৃণমূল পাবে না। মানুষ এরাজ্যে বিপদগ্রস্ত। তাই বিজেপি চাইছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। এটা শুধু সাংসদ হিসেবে আমার দাবি নয়, আমি বিজেপির একজন নেতা। তাই এই দাবি বিজেপির দাবি।

অন্যদিকে শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন রয়েছে সে কথা মাথায় রেখে রাজু বলেন আগামী পৌর নির্বাচনে বিজেপি জিতবে। এরাজ্যের তৃণমূল সরকার শিলিগুড়িকে বঞ্চিত করেছে। শিলিগুড়ি থেকে কর আদায় করলেও উন্নয়নের প্রশ্নে শিলিগুড়িকে অর্থ বরাদ্দ করছে না রাজ্য সরকার।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.