ETV Bharat / city

পাহাড় ও সমতলে বনধের সমর্থনে পথে থাকবে কর্মীরা : রাজু বিস্তা - Raju Bista

এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে রাজ্যের শাসকদল । সেই কারণে পরিকল্পনা করে এই খুন । হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনায় বললেন BJP সাংসদ রাজু বিস্তা ৷

Hemtabad MLA died
ছবি
author img

By

Published : Jul 14, 2020, 6:10 AM IST

শিলিগুড়ি, 14 জুলাই : দার্জিলিং জেলার পাহাড় ও সমতলে আজ বনধের সমর্থনে রাস্তায় নামবে BJP কর্মী সমর্থকরা । উত্তর দিনাজপুরে হেমতাবাদের বিধায়কের রহস্যমৃত্যুর জেরে 12 ঘণ্টা উত্তরবঙ্গ বনধ পালন করা হবে বলে গতকাল জানান দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা ।

গতকাল সকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদে স্থানীয় BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায় । উত্তর দিনাজপুরে গিয়ে পৌঁছান উত্তরবঙ্গের BJP নেতা ও সাংসদরা । কিছুদিন আগেই CPI(M) ছেড়ে মুকুল রায়ের হাত ধরে দিল্লিতে BJP-তে যোগ দিয়েছিলেন হেমতাবাদের বিধায়ক । তাঁর মৃত্যুর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে CBI তদন্তের দাবি জানিয়েছে BJP । পাশাপাশি আজ উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টা বনধেরও ডাক দিয়েছে তারা ।

সাংসদ রাজু বিস্তার বক্তব্য

দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা গতকাল জানান, "এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে রাজ্যের শাসকদল । সেই কারণে পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে । রাজ্যের বিধায়কের যদি বেঁচে থাকার অধিকার এবং নিরাপত্তা না থাকে,তাহলে সাধারণ মানুষ কীভাবে এরাজ্যে থাকবে ।"

বনধের প্রশ্নে তিনি জানান, "স্বতঃস্ফূর্তভাবে দার্জিলিং পাহাড় এবং সমতলে বনধ পালন করা হবে । রাস্তায় নামবেন BJP-র কর্মী-সমর্থকরা । পুলিশ প্রশাসন এবং রাজ্যের শাসকদল চেষ্টা করেও এই বনধ ব্যর্থ করতে পারবে না । সকাল থেকে দলের কর্মী সমর্থকরা পিকেটিং শুরু করবে বিভিন্ন এলাকায় । "

শিলিগুড়ি, 14 জুলাই : দার্জিলিং জেলার পাহাড় ও সমতলে আজ বনধের সমর্থনে রাস্তায় নামবে BJP কর্মী সমর্থকরা । উত্তর দিনাজপুরে হেমতাবাদের বিধায়কের রহস্যমৃত্যুর জেরে 12 ঘণ্টা উত্তরবঙ্গ বনধ পালন করা হবে বলে গতকাল জানান দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা ।

গতকাল সকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদে স্থানীয় BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায় । উত্তর দিনাজপুরে গিয়ে পৌঁছান উত্তরবঙ্গের BJP নেতা ও সাংসদরা । কিছুদিন আগেই CPI(M) ছেড়ে মুকুল রায়ের হাত ধরে দিল্লিতে BJP-তে যোগ দিয়েছিলেন হেমতাবাদের বিধায়ক । তাঁর মৃত্যুর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে CBI তদন্তের দাবি জানিয়েছে BJP । পাশাপাশি আজ উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টা বনধেরও ডাক দিয়েছে তারা ।

সাংসদ রাজু বিস্তার বক্তব্য

দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা গতকাল জানান, "এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে রাজ্যের শাসকদল । সেই কারণে পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে । রাজ্যের বিধায়কের যদি বেঁচে থাকার অধিকার এবং নিরাপত্তা না থাকে,তাহলে সাধারণ মানুষ কীভাবে এরাজ্যে থাকবে ।"

বনধের প্রশ্নে তিনি জানান, "স্বতঃস্ফূর্তভাবে দার্জিলিং পাহাড় এবং সমতলে বনধ পালন করা হবে । রাস্তায় নামবেন BJP-র কর্মী-সমর্থকরা । পুলিশ প্রশাসন এবং রাজ্যের শাসকদল চেষ্টা করেও এই বনধ ব্যর্থ করতে পারবে না । সকাল থেকে দলের কর্মী সমর্থকরা পিকেটিং শুরু করবে বিভিন্ন এলাকায় । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.