ETV Bharat / city

ফের লকডাউনের দাবি BJP সাংসদের, শাসকদলের সমালোচনা অশোকের - লকডাউন

কোরোনা রোধে শিলিগুড়িতে ফের লকডাউন চেয়ে মুখ্যমন্ত্রী ও জেলাশাসককে চিঠি দিলেন BJP সাংসদ রাজু বিস্তা । উত্তরকন্যায় শাসকদলের নেতাদের নিয়ে বৈঠকের পর OSD সুশান্ত রায়ের সমালোচনা করলেন শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য ।

COVID-19
COVID-19
author img

By

Published : Jul 5, 2020, 9:03 PM IST

Updated : Jul 6, 2020, 12:09 AM IST

শিলিগুড়ি, 5 জুলাই : ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের জেরে আগামী 15 দিনের জন্য ফের লকডাউন চাইলেন BJP সাংসদ রাজু বিস্তা । অন্যদিকে, গতকাল উত্তরকন্যায় শাসকদলের নেতাদের নিয়ে বৈঠক করায় OSD সুশান্ত রায়ের সমালোচনা করে শিলিগুড়িতে পরিস্থিতি মোকাবিলায় ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক চাইলেন পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য ।

আপাতত কোরোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেনশিলিগুড়ি পৌরনিগমের প্রশাসন বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । শিলিগুড়িপরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ODD সুশান্তকুমার রায় উত্তরবঙ্গেকোরোনা মোকাবিলায় নিযুক্ত চিকিৎসক । কিন্তু তিনি চোখের ডাক্তার ।শিলিগুড়িতেক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে । তাই অবিলম্বে একজন ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককেএখানে পাঠানোর দাবি করেন তিনি । গতকাল শিলিগুড়ির পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায়শাসকদলের নেতাদের নিয়ে বৈঠক করেন OSD সুশান্ত রায় । তাতে ডাকপায়নি অন্য রাজনৈতিক দলগুলি । তারপরেই আজ ওই চিকিৎসককে চক্ষু বিশারদ রাজনৈতিক নেতাবলে উল্লেখ করেন অশোক ভট্টাচার্য।

ফের লকডাউনের দাবি BJP সাংসদের


অন্যদিকে, BJP সাংসদ রাজু বিস্তা ভিডিয়ো বার্তায় বলেন, “অবিলম্বে লকডাউন হোক শিলিগুড়িতে । অন্তত 15 দিন লকডাউন হোক শহরে । শুধু ছাড় থাকুক জরুরি পরিষেবায় ।” এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও জেলাশাসককে চিঠিও দিয়েছেন সাংসদ ।

শিলিগুড়ি, 5 জুলাই : ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের জেরে আগামী 15 দিনের জন্য ফের লকডাউন চাইলেন BJP সাংসদ রাজু বিস্তা । অন্যদিকে, গতকাল উত্তরকন্যায় শাসকদলের নেতাদের নিয়ে বৈঠক করায় OSD সুশান্ত রায়ের সমালোচনা করে শিলিগুড়িতে পরিস্থিতি মোকাবিলায় ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক চাইলেন পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য ।

আপাতত কোরোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেনশিলিগুড়ি পৌরনিগমের প্রশাসন বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । শিলিগুড়িপরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ODD সুশান্তকুমার রায় উত্তরবঙ্গেকোরোনা মোকাবিলায় নিযুক্ত চিকিৎসক । কিন্তু তিনি চোখের ডাক্তার ।শিলিগুড়িতেক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে । তাই অবিলম্বে একজন ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককেএখানে পাঠানোর দাবি করেন তিনি । গতকাল শিলিগুড়ির পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায়শাসকদলের নেতাদের নিয়ে বৈঠক করেন OSD সুশান্ত রায় । তাতে ডাকপায়নি অন্য রাজনৈতিক দলগুলি । তারপরেই আজ ওই চিকিৎসককে চক্ষু বিশারদ রাজনৈতিক নেতাবলে উল্লেখ করেন অশোক ভট্টাচার্য।

ফের লকডাউনের দাবি BJP সাংসদের


অন্যদিকে, BJP সাংসদ রাজু বিস্তা ভিডিয়ো বার্তায় বলেন, “অবিলম্বে লকডাউন হোক শিলিগুড়িতে । অন্তত 15 দিন লকডাউন হোক শহরে । শুধু ছাড় থাকুক জরুরি পরিষেবায় ।” এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও জেলাশাসককে চিঠিও দিয়েছেন সাংসদ ।

Last Updated : Jul 6, 2020, 12:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.