ETV Bharat / city

কাটমানির ভয়ে এসেছিল, পুলিশে প্রশাসনের ভয়ে তৃণমূলে ফিরছে : দিলীপ ঘোষ - Bjp worker

লোকসভা ভোটের পর কেউ যাচ্ছেন BJP তে তো কেউ তৃণমূলে । এই প্রসঙ্গে কোচবিহারের সভায় মন্তব্য দিলীপ ঘোষের

চিত্র
author img

By

Published : Jul 14, 2019, 11:50 PM IST

শিলিগুড়ি , 13 জুলাই : 'ট্রেন্ড' দলবদল । লোকসভা ভোটের পর কেউ যাচ্ছেন BJP তে, আবার কেউ বা দলবদল করে ফের ফিরছেন তৃণমূলে । এই প্রসঙ্গে মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার শিলিগুড়িসংলগ্ন ফুলবাড়ি এলাকার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে BJP রাজ্য সভাপতি বলেন, " রাজ্যে বর্তমানে অচলাবস্থা চলছে । রাজ্য সরকার কী করতে চাইছে, আর কার হয়ে কাজ করছে তা স্পষ্ট নয়। এই অবস্থায় কাটমানিরও অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রে । অনেকেই কাটমানির ভয়ে BJP-তে এসেছিলেন। কিন্তু প্রশাসনিক ভয়ে আবার ফিরে যাচ্ছেন তারা।''

দিলীপ বাবুর কথায় , কে কোন দলে রয়েছেন বা কার দখলে কোন পুরসভা তা অনাস্থাতেই বোঝা যাবে। দিলীপ বাবু জানান, যাঁরা দল পালটেছিলেন, তাঁদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই তাঁর, তাই দলে কেন এসেছিল, বা কেন ফিরে গেল তিনি বলতে পারবেন না।

আজ দিলীপ ঘোষের উপস্থিতিতে 6 পঞ্চায়েত সদস্য পুনরায় তৃণমূল ছেড়ে BJP-তে ফেরেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপবাবু । পরে তিনি সভা করেন ।

শিলিগুড়ি , 13 জুলাই : 'ট্রেন্ড' দলবদল । লোকসভা ভোটের পর কেউ যাচ্ছেন BJP তে, আবার কেউ বা দলবদল করে ফের ফিরছেন তৃণমূলে । এই প্রসঙ্গে মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার শিলিগুড়িসংলগ্ন ফুলবাড়ি এলাকার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে BJP রাজ্য সভাপতি বলেন, " রাজ্যে বর্তমানে অচলাবস্থা চলছে । রাজ্য সরকার কী করতে চাইছে, আর কার হয়ে কাজ করছে তা স্পষ্ট নয়। এই অবস্থায় কাটমানিরও অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রে । অনেকেই কাটমানির ভয়ে BJP-তে এসেছিলেন। কিন্তু প্রশাসনিক ভয়ে আবার ফিরে যাচ্ছেন তারা।''

দিলীপ বাবুর কথায় , কে কোন দলে রয়েছেন বা কার দখলে কোন পুরসভা তা অনাস্থাতেই বোঝা যাবে। দিলীপ বাবু জানান, যাঁরা দল পালটেছিলেন, তাঁদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই তাঁর, তাই দলে কেন এসেছিল, বা কেন ফিরে গেল তিনি বলতে পারবেন না।

আজ দিলীপ ঘোষের উপস্থিতিতে 6 পঞ্চায়েত সদস্য পুনরায় তৃণমূল ছেড়ে BJP-তে ফেরেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপবাবু । পরে তিনি সভা করেন ।

Intro:কাটমানির ভয়ে এসেছিল, পুলিশে প্রশাসনের ভয়ে তৃণমূলে ফিরছে, দলবদল ইস্যুতে মন্তব্য দিলীপের।

শিলিগুড়ি, ১৩ জুলাইঃ লোকসভা ভোটের পর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। কিন্তু দিন পরিবর্তণ হতেই ফের পালা বদল হতে শুরু করল রাজ্য রাজনীতিতে। দলত্যাগী নেতারা ফের একবার স্বমহিমায় তৃণমূলে ফিরছেন বিজেপি ছেড়ে। যা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে বিজেনি নেতৃত্ব অবশ্য ভাবুক নন এবিষয়ে। তাদের বক্তব্য, আসবে যাবে। মেলা চলছে। এরকমটাই হবে। হয়তো কেউ কাটমানির ভয়ে এসেছিল। আবার পুলিশের চাপে ফিরে যাচ্ছে। তবে সবটা প্রমাণ হবে অনাস্থা পর্বে। স্পষ্ট হবে কে কোথায় আছে।

পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপির দলীয় প্রতীকে জয়ী দশজন পঞ্চায়েত সদস্য একযোগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আজ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দলীয় কর্মসূচীতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে ছয় পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরেন। তাদের হাতে দলীয় পতকা তুলে দেন দিলীপবাবু। পরে তিনি প্রকাশ্য সভা করেন।

পরে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের অচলবস্থা চলছে। রাজ্য সরকার কি করতে চাইছে আর কার হয়ে কাজ করছে তা স্পষ্ট নয়। এমতবস্থায় কাটমানির অভিযোগ উঠছে সর্বত্র। সেক্ষেত্রে অনেকেই কাটমানির ভয়ে বিজেপিতে এসেছিলেন। কিন্তু প্রশাসনিক ভয়ে আবার ফিরে যাচ্ছেন তারা। তবে সঠিক কে কোথায় আছেন বা কার দখলে কোন পুরসভা তা অনাস্থাতেই বোঝা যাবে। আর যারা এসেছিল তাদের সাথে ব্যক্তিগত পরিচয় নেই৷ জানি না কেন এসেছিল কেন গেল। এখন একটা ডামাডোলের পরিস্থিতি চলছে। এমবস্থায় অনেকেই আসবে যাবে। সেটা নিয়ে ভাবলে হবে না।


Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.