শিলিগুড়ি , 13 জুলাই : 'ট্রেন্ড' দলবদল । লোকসভা ভোটের পর কেউ যাচ্ছেন BJP তে, আবার কেউ বা দলবদল করে ফের ফিরছেন তৃণমূলে । এই প্রসঙ্গে মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার শিলিগুড়িসংলগ্ন ফুলবাড়ি এলাকার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে BJP রাজ্য সভাপতি বলেন, " রাজ্যে বর্তমানে অচলাবস্থা চলছে । রাজ্য সরকার কী করতে চাইছে, আর কার হয়ে কাজ করছে তা স্পষ্ট নয়। এই অবস্থায় কাটমানিরও অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রে । অনেকেই কাটমানির ভয়ে BJP-তে এসেছিলেন। কিন্তু প্রশাসনিক ভয়ে আবার ফিরে যাচ্ছেন তারা।''
দিলীপ বাবুর কথায় , কে কোন দলে রয়েছেন বা কার দখলে কোন পুরসভা তা অনাস্থাতেই বোঝা যাবে। দিলীপ বাবু জানান, যাঁরা দল পালটেছিলেন, তাঁদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই তাঁর, তাই দলে কেন এসেছিল, বা কেন ফিরে গেল তিনি বলতে পারবেন না।
আজ দিলীপ ঘোষের উপস্থিতিতে 6 পঞ্চায়েত সদস্য পুনরায় তৃণমূল ছেড়ে BJP-তে ফেরেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপবাবু । পরে তিনি সভা করেন ।