ETV Bharat / city

বোনাস নেই, প্রাণ গেলেও অনশন বন্ধ নয়, মন্তব্য বিনয়ের - tea labour bonus

রবিবার দার্জিলিঙের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ

প্রাণ গেলেও অনশন বন্ধ নয়, মন্তব্য বিনয়ের
author img

By

Published : Oct 6, 2019, 9:50 PM IST

দার্জিলিং, 6 অক্টোবর : প্রাণ চলে গেলেও অনশন থেকে পিছু হটবেন না, জানালেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাঙ ৷ তাঁর কথায়, ''আমার জান চলে গেলেও পিছুপা হব না । আমার কিছু হলে দায়ি থাকবেন পাহাড়ের 87টি চা বাগানের মালিক।''

রবিবার দার্জিলিঙের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ । তিনি বলেন, ''আমার জান (প্রাণ) বা স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে ওই বাগান মালিকরাই দায়ি থাকবেন । এখন আর কোনও বৈঠক, আলোচনা নয় । একেবারে 20 শতাংশ বোনাসের চুক্তি করতে হবে মালিক পক্ষকে । পুজোর সময় প্রতিবছর চা শ্রমিকরা বোনাস পান । এবার তা মেলেনি । এক মাস আগেই আমি বলেছিলাম চা শ্রমিকরা আশানুরূপ বোনাস না পেলে পদক্ষেপ করা হবে । এরপর কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বৈঠকের পরও কোনও কাজ হয়নি ।''

30 সেপ্টেম্বর চা বাগানের মালিকপক্ষকে শেষবারের মতো সময় দেওয়ার কথা বলেন বিনয় তামাঙ । কিন্তু তারপরও অনড় মনোভাব দেখান বাগান মালিকরা । রবিবার থেকে আমরণ অনশন শুরু করবেন বলে আগেই জানিয়েছিলেন বিনয় । সেইমতোই অনশনে বসলেন তিনি ৷ বিনয় বলেন, ''অনেক সুযোগ দেওয়া হয়েছে চা বাগান মালিকদের । কিন্তু এখন আর তা হবে না ৷ 2018 সালে পাহাড়ে শান্তি ছিল ৷ আবহাওয়াও ভাল ছিল । লাভের মুখ দেখেছেন চা-বাগান মালিকরা । সেই লাভ থেকে মাত্র 20 শতাংশ বোনাস চেয়েছেন শ্রমিকরা ।'' তিনি বলেন, 2020 সালের জানুয়ারি থেকে চা বাগান মালিকদের শ্রম আইন মেনে বাগান চালাতে হবে ।

দার্জিলিং, 6 অক্টোবর : প্রাণ চলে গেলেও অনশন থেকে পিছু হটবেন না, জানালেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাঙ ৷ তাঁর কথায়, ''আমার জান চলে গেলেও পিছুপা হব না । আমার কিছু হলে দায়ি থাকবেন পাহাড়ের 87টি চা বাগানের মালিক।''

রবিবার দার্জিলিঙের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ । তিনি বলেন, ''আমার জান (প্রাণ) বা স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে ওই বাগান মালিকরাই দায়ি থাকবেন । এখন আর কোনও বৈঠক, আলোচনা নয় । একেবারে 20 শতাংশ বোনাসের চুক্তি করতে হবে মালিক পক্ষকে । পুজোর সময় প্রতিবছর চা শ্রমিকরা বোনাস পান । এবার তা মেলেনি । এক মাস আগেই আমি বলেছিলাম চা শ্রমিকরা আশানুরূপ বোনাস না পেলে পদক্ষেপ করা হবে । এরপর কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বৈঠকের পরও কোনও কাজ হয়নি ।''

30 সেপ্টেম্বর চা বাগানের মালিকপক্ষকে শেষবারের মতো সময় দেওয়ার কথা বলেন বিনয় তামাঙ । কিন্তু তারপরও অনড় মনোভাব দেখান বাগান মালিকরা । রবিবার থেকে আমরণ অনশন শুরু করবেন বলে আগেই জানিয়েছিলেন বিনয় । সেইমতোই অনশনে বসলেন তিনি ৷ বিনয় বলেন, ''অনেক সুযোগ দেওয়া হয়েছে চা বাগান মালিকদের । কিন্তু এখন আর তা হবে না ৷ 2018 সালে পাহাড়ে শান্তি ছিল ৷ আবহাওয়াও ভাল ছিল । লাভের মুখ দেখেছেন চা-বাগান মালিকরা । সেই লাভ থেকে মাত্র 20 শতাংশ বোনাস চেয়েছেন শ্রমিকরা ।'' তিনি বলেন, 2020 সালের জানুয়ারি থেকে চা বাগান মালিকদের শ্রম আইন মেনে বাগান চালাতে হবে ।

Intro:২০ শতাংশ বোনাস চুক্তি ছাড়া অনশন প্রত্যাহার নয়, জান গেলে দায়ী থাকবেন বাগান মালিকরা

দার্জিলিং, ৬ অক্টোবর : ' ' আমার জান চলে গেলেও পিছুপা হব না। আমার কিছু হলে দায়ী থাকবেন পাহাড়ের ৮৭ চা বাগান মালিক ।' ' রবিবার দার্জিলিংয়ের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে একথা বলেন গোর্খা জনমুক্তি মোর্চার (১) সভাপতি বিনয় তামাঙ। Body:তিনি বলেন, আমার জান (প্রাণ) বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হলে ওই বাগান মালিকরাই দায়ী থাকবেন । তিনি আরও বলেন, এখন আর কোনো বৈঠক, আলোচনা নয় । একেবারে ২০ শতাংশ বোনাসের চুক্তি করতে হবে মালিক পক্ষকে । কেননা, পুজোর সময় প্রতিবছর চা শ্রমিকরা বোনাস পান । এবার তা মিলেনি । এছাড়া এক মাস আগেই আমি বলেছিলাম চা শ্রমিকরা আশানুরূপ বোনাস না পেলে পদক্ষেপ নেওয়া হবে । এরপর কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে নিষ্ফলা জরুরি বৈঠক হয় । Conclusion:
৩০ সেপ্টেম্বর এনিয়ে মালিক পক্ষকে আল্টিমেটাম দেন (বিনয় তামাঙ)বিনয় তামাঙ । কিন্তু সেই আল্টিমেটামের পরও অনড় মনোভাব দেখান বাগান মালিকরা । তাই কথা অনুযায়ী রবিবার থেকে আমরণ অনশন শুরু করলেন তিনি বলে এদিন অনশন মঞ্চে জানান বিনয়। বলেন, অনেক সুযোগ দেওয়া হয়েছে চা বাগান মালিকদের । কিন্তু এখন আর তা হবে না ২০১৮ সালে পাহাড়ে শান্তি ছিল । আবহাওয়াও ভাল ছিল । বেশ উতপাদনও হয়েছে । প্রোফিট করেছেন চা-বাগান মালিকরা । সেই প্রোফিট থেকে মাত্র ২০ শতাংশ বোনাস চেয়েছেন শ্রমিকরা । কিন্তু মালিকরা তাতেও অনড় থাকায় তিনি আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন । একইসঙ্গে তিনি বলেন, ২০২০ জানুয়ারি থেকে চা বাগান মালিকদের লেবার আইন মেনে বাগান চালাতে হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.