ETV Bharat / city

বোনাস নেই, প্রাণ গেলেও অনশন বন্ধ নয়, মন্তব্য বিনয়ের

রবিবার দার্জিলিঙের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ

প্রাণ গেলেও অনশন বন্ধ নয়, মন্তব্য বিনয়ের
author img

By

Published : Oct 6, 2019, 9:50 PM IST

দার্জিলিং, 6 অক্টোবর : প্রাণ চলে গেলেও অনশন থেকে পিছু হটবেন না, জানালেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাঙ ৷ তাঁর কথায়, ''আমার জান চলে গেলেও পিছুপা হব না । আমার কিছু হলে দায়ি থাকবেন পাহাড়ের 87টি চা বাগানের মালিক।''

রবিবার দার্জিলিঙের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ । তিনি বলেন, ''আমার জান (প্রাণ) বা স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে ওই বাগান মালিকরাই দায়ি থাকবেন । এখন আর কোনও বৈঠক, আলোচনা নয় । একেবারে 20 শতাংশ বোনাসের চুক্তি করতে হবে মালিক পক্ষকে । পুজোর সময় প্রতিবছর চা শ্রমিকরা বোনাস পান । এবার তা মেলেনি । এক মাস আগেই আমি বলেছিলাম চা শ্রমিকরা আশানুরূপ বোনাস না পেলে পদক্ষেপ করা হবে । এরপর কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বৈঠকের পরও কোনও কাজ হয়নি ।''

30 সেপ্টেম্বর চা বাগানের মালিকপক্ষকে শেষবারের মতো সময় দেওয়ার কথা বলেন বিনয় তামাঙ । কিন্তু তারপরও অনড় মনোভাব দেখান বাগান মালিকরা । রবিবার থেকে আমরণ অনশন শুরু করবেন বলে আগেই জানিয়েছিলেন বিনয় । সেইমতোই অনশনে বসলেন তিনি ৷ বিনয় বলেন, ''অনেক সুযোগ দেওয়া হয়েছে চা বাগান মালিকদের । কিন্তু এখন আর তা হবে না ৷ 2018 সালে পাহাড়ে শান্তি ছিল ৷ আবহাওয়াও ভাল ছিল । লাভের মুখ দেখেছেন চা-বাগান মালিকরা । সেই লাভ থেকে মাত্র 20 শতাংশ বোনাস চেয়েছেন শ্রমিকরা ।'' তিনি বলেন, 2020 সালের জানুয়ারি থেকে চা বাগান মালিকদের শ্রম আইন মেনে বাগান চালাতে হবে ।

দার্জিলিং, 6 অক্টোবর : প্রাণ চলে গেলেও অনশন থেকে পিছু হটবেন না, জানালেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাঙ ৷ তাঁর কথায়, ''আমার জান চলে গেলেও পিছুপা হব না । আমার কিছু হলে দায়ি থাকবেন পাহাড়ের 87টি চা বাগানের মালিক।''

রবিবার দার্জিলিঙের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ । তিনি বলেন, ''আমার জান (প্রাণ) বা স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে ওই বাগান মালিকরাই দায়ি থাকবেন । এখন আর কোনও বৈঠক, আলোচনা নয় । একেবারে 20 শতাংশ বোনাসের চুক্তি করতে হবে মালিক পক্ষকে । পুজোর সময় প্রতিবছর চা শ্রমিকরা বোনাস পান । এবার তা মেলেনি । এক মাস আগেই আমি বলেছিলাম চা শ্রমিকরা আশানুরূপ বোনাস না পেলে পদক্ষেপ করা হবে । এরপর কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বৈঠকের পরও কোনও কাজ হয়নি ।''

30 সেপ্টেম্বর চা বাগানের মালিকপক্ষকে শেষবারের মতো সময় দেওয়ার কথা বলেন বিনয় তামাঙ । কিন্তু তারপরও অনড় মনোভাব দেখান বাগান মালিকরা । রবিবার থেকে আমরণ অনশন শুরু করবেন বলে আগেই জানিয়েছিলেন বিনয় । সেইমতোই অনশনে বসলেন তিনি ৷ বিনয় বলেন, ''অনেক সুযোগ দেওয়া হয়েছে চা বাগান মালিকদের । কিন্তু এখন আর তা হবে না ৷ 2018 সালে পাহাড়ে শান্তি ছিল ৷ আবহাওয়াও ভাল ছিল । লাভের মুখ দেখেছেন চা-বাগান মালিকরা । সেই লাভ থেকে মাত্র 20 শতাংশ বোনাস চেয়েছেন শ্রমিকরা ।'' তিনি বলেন, 2020 সালের জানুয়ারি থেকে চা বাগান মালিকদের শ্রম আইন মেনে বাগান চালাতে হবে ।

Intro:২০ শতাংশ বোনাস চুক্তি ছাড়া অনশন প্রত্যাহার নয়, জান গেলে দায়ী থাকবেন বাগান মালিকরা

দার্জিলিং, ৬ অক্টোবর : ' ' আমার জান চলে গেলেও পিছুপা হব না। আমার কিছু হলে দায়ী থাকবেন পাহাড়ের ৮৭ চা বাগান মালিক ।' ' রবিবার দার্জিলিংয়ের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে একথা বলেন গোর্খা জনমুক্তি মোর্চার (১) সভাপতি বিনয় তামাঙ। Body:তিনি বলেন, আমার জান (প্রাণ) বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হলে ওই বাগান মালিকরাই দায়ী থাকবেন । তিনি আরও বলেন, এখন আর কোনো বৈঠক, আলোচনা নয় । একেবারে ২০ শতাংশ বোনাসের চুক্তি করতে হবে মালিক পক্ষকে । কেননা, পুজোর সময় প্রতিবছর চা শ্রমিকরা বোনাস পান । এবার তা মিলেনি । এছাড়া এক মাস আগেই আমি বলেছিলাম চা শ্রমিকরা আশানুরূপ বোনাস না পেলে পদক্ষেপ নেওয়া হবে । এরপর কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে নিষ্ফলা জরুরি বৈঠক হয় । Conclusion:
৩০ সেপ্টেম্বর এনিয়ে মালিক পক্ষকে আল্টিমেটাম দেন (বিনয় তামাঙ)বিনয় তামাঙ । কিন্তু সেই আল্টিমেটামের পরও অনড় মনোভাব দেখান বাগান মালিকরা । তাই কথা অনুযায়ী রবিবার থেকে আমরণ অনশন শুরু করলেন তিনি বলে এদিন অনশন মঞ্চে জানান বিনয়। বলেন, অনেক সুযোগ দেওয়া হয়েছে চা বাগান মালিকদের । কিন্তু এখন আর তা হবে না ২০১৮ সালে পাহাড়ে শান্তি ছিল । আবহাওয়াও ভাল ছিল । বেশ উতপাদনও হয়েছে । প্রোফিট করেছেন চা-বাগান মালিকরা । সেই প্রোফিট থেকে মাত্র ২০ শতাংশ বোনাস চেয়েছেন শ্রমিকরা । কিন্তু মালিকরা তাতেও অনড় থাকায় তিনি আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন । একইসঙ্গে তিনি বলেন, ২০২০ জানুয়ারি থেকে চা বাগান মালিকদের লেবার আইন মেনে বাগান চালাতে হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.