ETV Bharat / city

Bihar Gang Arrest in Siliguri : শিলিগুড়িতে ডাকাতির ঘটনার পিছনে বিহারের গ্যাং, গ্রেফতার 2 দুষ্কৃতী - Bihar Gang Arrest in Siliguri

শিলিগুড়িতে সোনার দোকানে ডাকাতি ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল বিহারের দুষ্কৃতী দলকে (Bihar Gang Arrested for Robbery in Siliguri) ৷ আজ শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় পুলিশি টহলের সময় 5 জনকে আটক করে পুলিশ ৷ তখন 3 জন পালিয়ে গেলেও, 2 জনকে ধরে ফেলে পুলিশ ৷ তাদের থেকে লক্ষাধিক টাকার গয়না ও মাদক উদ্ধার হয়েছে ৷

Bihar Gang Arrested for Robbery in Siliguri
Bihar Gang Arrested for Robbery in Siliguri
author img

By

Published : Jan 29, 2022, 5:08 PM IST

শিলিগুড়ি, 29 জানুয়ারি : বিহারের দুষ্কৃতী দলের বাড়বাড়ন্ত শিলিগুড়িতে ৷ অভিনব কায়দায় একের পর এক ডাকাতি, চুরি ও মাদক পাচারে শিলিগুড়িতে সক্রিয় হয়ে উঠেছে বিহারের দুষ্কৃতীরা ৷ যা নিয়ে এবার উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন ৷ আর তারই মধ্যে অভিযান চালিয়ে একদল দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ (Bihar Gang Arrested for Robbery in Siliguri) ৷ সেই সঙ্গে উঠে এল চাঞ্চল্যকর তথ্যও ৷

পুলশি জানতে পেরেছে, শিলিগুড়িতে সোনার দোকানগুলিতে চুরির ঘটনায় লম্বা পরিকল্পনা করে নামত বিহারের এই দুষ্কৃতীরা ৷ যেখানে চুরি বা ডাকাতি করার পরিকল্পনা হত, তার আশেপাশেই বাড়িভাড়া নিয়ে দুষ্কৃতীরা থাকত ৷ সেখান থেকেই পুরো কর্মকাণ্ডের পরিকল্পনা করা হত ৷ এমনকি সোনার দোকানের নকল চাবি তৈরি করত তারা ৷ যাতে তালা না ভেঙেই ডাকাতি করা যায় ৷ এর পিছনেও দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, এতে লোকজনের মধ্যে সন্দেহ হবে না ৷ ফলে জানাজানি হওয়ার আগেই তারা কাজ হাসিল করে বিহারে পালিয়ে যাওয়ার সময় পেত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় বিহারের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে ঘুরতে দেখে মাটিগাড়া থানার পুলিশ ৷ এর পর সন্দেহ হলে পুলিশ ওই গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ এমনকি তারা নিজেদের আসল পরিচয়পত্র পুলিশকে দেখায় ৷ কিন্তু, তাতেও সন্দেহ থেকে যায় পুলিশের ৷ এর পর তারা যেখানে থাকত সেই জায়গা দেখাতে বলে ৷ পুলিশের কথা মতো দুষ্কৃতীরা গন্তব্যে নিয়ে যাওয়ার সময় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ৷ তখনই পুলিশ তাদের পিছনে ধাওয়া করে ৷

আরও পড়ুন : Dacoits Enter House : জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা

ঘটনাস্থল থেকে 3 জন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী (Bihar Gang Arrest in Siliguri) ৷ ধৃতেরা বিহারের বেতিয়ার চম্পারনের বাসিন্দা নুর মহম্মদ খান এবং জাহিদ খান ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পলাতকরাও বিহারের বাসিন্দা ৷ প্রত্যেকের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 52 কেজি গাঁজা, লক্ষাধিক টাকার সোনা, রুপোর গয়না ও চুরির অন্যান্য সরঞ্জাম ৷ পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে আরও জানতে পারে, ওই সোনাগুলি শিলিগুড়ি সংলগ্ন টুম্বাজোতের বাসিন্দা মুকেশ কুমার নামে এক ব্যবসায়ীর সোনার দোকান থেকে চুরি করা হয়েছিল ৷ তিন-চারদিন আগে স্থানীয় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা ৷

শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পূর্ণিমা শেরপা বলেন, ‘‘অভিনব কায়দায় ওই বিহারের গ্যাং ডাকাতি-সহ অন্যান্য অপরাধ করছিল ৷ দুষ্কৃতীদের মধ্যে একজন চাবির কারিগর রয়েছে ৷ যে কোনওরকম ভাঙচুর না করে তালার নকল চাবি বানাত এবং ডাকাতির পর ওই জায়গায় তালা লাগিয়ে দিত ৷ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷’’

শিলিগুড়ি, 29 জানুয়ারি : বিহারের দুষ্কৃতী দলের বাড়বাড়ন্ত শিলিগুড়িতে ৷ অভিনব কায়দায় একের পর এক ডাকাতি, চুরি ও মাদক পাচারে শিলিগুড়িতে সক্রিয় হয়ে উঠেছে বিহারের দুষ্কৃতীরা ৷ যা নিয়ে এবার উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন ৷ আর তারই মধ্যে অভিযান চালিয়ে একদল দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ (Bihar Gang Arrested for Robbery in Siliguri) ৷ সেই সঙ্গে উঠে এল চাঞ্চল্যকর তথ্যও ৷

পুলশি জানতে পেরেছে, শিলিগুড়িতে সোনার দোকানগুলিতে চুরির ঘটনায় লম্বা পরিকল্পনা করে নামত বিহারের এই দুষ্কৃতীরা ৷ যেখানে চুরি বা ডাকাতি করার পরিকল্পনা হত, তার আশেপাশেই বাড়িভাড়া নিয়ে দুষ্কৃতীরা থাকত ৷ সেখান থেকেই পুরো কর্মকাণ্ডের পরিকল্পনা করা হত ৷ এমনকি সোনার দোকানের নকল চাবি তৈরি করত তারা ৷ যাতে তালা না ভেঙেই ডাকাতি করা যায় ৷ এর পিছনেও দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, এতে লোকজনের মধ্যে সন্দেহ হবে না ৷ ফলে জানাজানি হওয়ার আগেই তারা কাজ হাসিল করে বিহারে পালিয়ে যাওয়ার সময় পেত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় বিহারের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে ঘুরতে দেখে মাটিগাড়া থানার পুলিশ ৷ এর পর সন্দেহ হলে পুলিশ ওই গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ এমনকি তারা নিজেদের আসল পরিচয়পত্র পুলিশকে দেখায় ৷ কিন্তু, তাতেও সন্দেহ থেকে যায় পুলিশের ৷ এর পর তারা যেখানে থাকত সেই জায়গা দেখাতে বলে ৷ পুলিশের কথা মতো দুষ্কৃতীরা গন্তব্যে নিয়ে যাওয়ার সময় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ৷ তখনই পুলিশ তাদের পিছনে ধাওয়া করে ৷

আরও পড়ুন : Dacoits Enter House : জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা

ঘটনাস্থল থেকে 3 জন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী (Bihar Gang Arrest in Siliguri) ৷ ধৃতেরা বিহারের বেতিয়ার চম্পারনের বাসিন্দা নুর মহম্মদ খান এবং জাহিদ খান ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পলাতকরাও বিহারের বাসিন্দা ৷ প্রত্যেকের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 52 কেজি গাঁজা, লক্ষাধিক টাকার সোনা, রুপোর গয়না ও চুরির অন্যান্য সরঞ্জাম ৷ পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে আরও জানতে পারে, ওই সোনাগুলি শিলিগুড়ি সংলগ্ন টুম্বাজোতের বাসিন্দা মুকেশ কুমার নামে এক ব্যবসায়ীর সোনার দোকান থেকে চুরি করা হয়েছিল ৷ তিন-চারদিন আগে স্থানীয় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা ৷

শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পূর্ণিমা শেরপা বলেন, ‘‘অভিনব কায়দায় ওই বিহারের গ্যাং ডাকাতি-সহ অন্যান্য অপরাধ করছিল ৷ দুষ্কৃতীদের মধ্যে একজন চাবির কারিগর রয়েছে ৷ যে কোনওরকম ভাঙচুর না করে তালার নকল চাবি বানাত এবং ডাকাতির পর ওই জায়গায় তালা লাগিয়ে দিত ৷ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.