ETV Bharat / city

তৃণমূলে যোগ দার্জিলিং জেলা কংগ্রেসের সহ-সভানেত্রীর - joined Trinamool congress

ভারতী পাত্রর দলত্যাগ নিয়ে দল চিন্তিত নয়, জানালেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার ৷ তিনি বললেন, ''দুর্দিনে যারা দলের সঙ্গে থাকবে তারাই আসল সৈনিক ৷ দল তাদেরই প্রাধান্য দেবে ৷''

শিলিগুড়ি
শিলিগুড়ি
author img

By

Published : Aug 19, 2020, 5:42 PM IST

শিলিগুড়ি, 19 অগাস্ট : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সহ-সভানেত্রী ভারতী পাত্র ৷ আজ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তিনি তৃণমূলে যোগ দেন তিনি ৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ।

রঞ্জন সরকার বলেন, "আজ কয়েকজন অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন কংগ্রেসের জেলা সহ-সভানেত্রী । আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৌতিক দলের অনেক নেতা-কর্মী ইতিমধ্যেই যোগাযোগ করেছেন ৷ তাঁরা প্রত্যেকেই তৃণমূলে যোগদান করতে চান ৷ দলের শীর্ষ নেতৃত্বের তরফে সবুজ সংকেত এলেই যোগদান পর্ব শুরু হবে । তবে কোরোনা পরিস্থিতিতে সমাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে বড় যোগদান কর্মসূচির বদলে ছোটো আকারে যোগদান পর্ব সম্পন্ন করা হচ্ছে । যাতে স্বাস্থ্যবিধি বজায় থাকে ৷" এর জেরে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে জেলায় দলের শক্তি আরও বাড়বে বলেও আশাবাদী তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ৷

যদিও সহ সভানেত্রীর দল বদলে জেলা কংগ্রেসের কোনও কিছু এসে যায় না বলে দাবি করেন শিলিগুড়ির কংগ্রেস জেলা সভাপতি তথা কংগ্রেস বিধায়ক শংকর মালাকার ৷ তিনি বলেন, "দুর্দিনেও কংগ্রেস দলটা বাংলায় রয়েছে । তাই যারা ভালোবেসে দল করবেন তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে ।" এরপরই ভারতী পাত্রের নাম না নিয়ে আক্রমণ করে তিনি বলেন, "দেনা-পাওনার জন্য যারা দলবদল করছেন তাঁদের মানুষ বিশ্বাস করবে না । তাছাড়া যিনি তৃণমূলে যোগ দিয়েছেন তিনি বেশ কিছুদিন দলের সঙ্গে যোগাযোগ রাখেননি।"

2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলকে শক্তিশালী করার ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দল থেকে ছেড়ে চলে যাওয়া নেতা-কর্মীদের দলে ফিরে আসার আহ্বান জানান ৷ তারপরই জেলায় জেলায় দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে জেলা সংগঠনগুলি ৷ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় পুরোনো নেতা-কর্মীদের যোগদান শুরু করাচ্ছে তৃণমূল ৷ গত পরশু BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন BJP নেতা কৃশানু মিত্র ৷ গত বিধানসভা নির্বাচনে কামারহাটিতে BJP প্রার্থী ছিলেন তিনি । এর আগে দীর্ঘদিন RSS-এর সংগঠক ছিলেন । সোমবার তাঁর হাতে দলীয় পতাকা তুলেদেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷

শিলিগুড়ি, 19 অগাস্ট : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সহ-সভানেত্রী ভারতী পাত্র ৷ আজ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তিনি তৃণমূলে যোগ দেন তিনি ৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ।

রঞ্জন সরকার বলেন, "আজ কয়েকজন অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন কংগ্রেসের জেলা সহ-সভানেত্রী । আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৌতিক দলের অনেক নেতা-কর্মী ইতিমধ্যেই যোগাযোগ করেছেন ৷ তাঁরা প্রত্যেকেই তৃণমূলে যোগদান করতে চান ৷ দলের শীর্ষ নেতৃত্বের তরফে সবুজ সংকেত এলেই যোগদান পর্ব শুরু হবে । তবে কোরোনা পরিস্থিতিতে সমাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে বড় যোগদান কর্মসূচির বদলে ছোটো আকারে যোগদান পর্ব সম্পন্ন করা হচ্ছে । যাতে স্বাস্থ্যবিধি বজায় থাকে ৷" এর জেরে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে জেলায় দলের শক্তি আরও বাড়বে বলেও আশাবাদী তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ৷

যদিও সহ সভানেত্রীর দল বদলে জেলা কংগ্রেসের কোনও কিছু এসে যায় না বলে দাবি করেন শিলিগুড়ির কংগ্রেস জেলা সভাপতি তথা কংগ্রেস বিধায়ক শংকর মালাকার ৷ তিনি বলেন, "দুর্দিনেও কংগ্রেস দলটা বাংলায় রয়েছে । তাই যারা ভালোবেসে দল করবেন তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে ।" এরপরই ভারতী পাত্রের নাম না নিয়ে আক্রমণ করে তিনি বলেন, "দেনা-পাওনার জন্য যারা দলবদল করছেন তাঁদের মানুষ বিশ্বাস করবে না । তাছাড়া যিনি তৃণমূলে যোগ দিয়েছেন তিনি বেশ কিছুদিন দলের সঙ্গে যোগাযোগ রাখেননি।"

2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলকে শক্তিশালী করার ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দল থেকে ছেড়ে চলে যাওয়া নেতা-কর্মীদের দলে ফিরে আসার আহ্বান জানান ৷ তারপরই জেলায় জেলায় দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে জেলা সংগঠনগুলি ৷ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় পুরোনো নেতা-কর্মীদের যোগদান শুরু করাচ্ছে তৃণমূল ৷ গত পরশু BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন BJP নেতা কৃশানু মিত্র ৷ গত বিধানসভা নির্বাচনে কামারহাটিতে BJP প্রার্থী ছিলেন তিনি । এর আগে দীর্ঘদিন RSS-এর সংগঠক ছিলেন । সোমবার তাঁর হাতে দলীয় পতাকা তুলেদেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.