ETV Bharat / city

টি-টুরিজ়ম-টিম্বার, উত্তরবঙ্গে ট্রিপল 'টি'-এর স্বপ্ন ফেরি মোদির - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

শিলিগুড়ির সভা থেকে উত্তরবঙ্গের মানুষকে স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, বিজেপি ক্ষমতায় এসে নানা উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করবে চা শ্রমিকদের জন্য ৷

bengal election 2021: BJP will focus on triple T, tea, tourism and timber, PM Narendra Modi says at siliguri
টি-টুরিজ়ম-টিম্বার, উত্তরবঙ্গে ট্রিপল 'টি'-এর স্বপ্ন ফেরি মোদির
author img

By

Published : Apr 10, 2021, 3:10 PM IST

শিলিগুড়ি, 10 এপ্রিল: বিজেপি বঙ্গে ক্ষমতায় এলে তিনটি 'টি'-এর উপর বিশেষ গুরুত্ব দেবে ৷ টি, টুরিজ়ম ও টিম্বার ৷ অর্থাত্ চা, পর্যটন ও কাঠ ৷ শিলিগুড়িতে প্রচারে গিয়ে এমনই স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপির সরকারের আমলে চা শ্রমিকদের জীবনযাত্রা আমূল বদলে যাবে বলে আশার কথা শুনিয়েছেন তিনি ৷

উত্তরবঙ্গের চা শ্রমিকদের সঙ্গে তাঁর একাত্মতা তুলে ধরতে মোদি বলেন, "আমি চাওয়ালা ৷ উত্তরবঙ্গ আমায় অনেক আশীর্বাদ দিয়েছেন ৷ আপনাদের তপস্যা বৃথা যেতে দেব না ৷ চা শ্রমিকদের শৌচালয় নেই ৷ ঘর নেই হাসপাতালা নেই ৷ অসমে ডবল ইঞ্জিন সরকার চা শ্রমিকদের জন্য ঘর, হাসপাতাল, মজুরি সুনিশ্চিত করেছে ৷ শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সব গরিবদের বলছি, বাংলায় প্রথম ক্যাবিনেট বৈঠকেই উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া শুরু হবে ৷ যা আপনাদের সুবিধে দেবে ৷ পিএম কিষান সম্মান নিধির 18,000 টাকা অ্যাকাউন্টে জমা হবে ৷"

আরও পড়ুন: রিগিং করতে পারছে না বলেই কেন্দ্রীয় বাহিনীকে দুষছে তৃণমূল: শিলিগুড়িতে মোদি

উত্তরবঙ্গের চায়ের পাশাপাশি পর্যটন ও কাঠের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন মোদি ৷ তাঁর মুখে শোনা যায় দার্জিলিঙের টয় ট্রেনের কথা ৷ উত্তরবঙ্গের একটি ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এক বাবাকে নিজের ছেলের প্রাণ নিতে হয়েছিল ৷ কারণ ছেলেকে বাঁচানোর টাকা তাঁর কাছে ছিল না ৷ তিনি নিজেকেও মেরে ফেলেন ৷ দিদি আয়ুষ্মান ভারত চালু করলে এই দিন দেখতে হত না ৷ উত্তরবঙ্গে মেডিক্যাল পরিকাঠামো ঢেলে সাজানো হবে ৷ আয়ুষ্মান ভারত চালু করা হবে ৷"

তোলাবাজিমুক্ত, কাটমানিমুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন নমো ৷ আধুনিক উদ্যোগকে উত্সাহিত করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ৷ তাঁর প্রতিশ্রুতি, তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরিয়ে দেশের সুরক্ষায় জোর দেবে বিজেপির সরকার ৷

শিলিগুড়ি, 10 এপ্রিল: বিজেপি বঙ্গে ক্ষমতায় এলে তিনটি 'টি'-এর উপর বিশেষ গুরুত্ব দেবে ৷ টি, টুরিজ়ম ও টিম্বার ৷ অর্থাত্ চা, পর্যটন ও কাঠ ৷ শিলিগুড়িতে প্রচারে গিয়ে এমনই স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপির সরকারের আমলে চা শ্রমিকদের জীবনযাত্রা আমূল বদলে যাবে বলে আশার কথা শুনিয়েছেন তিনি ৷

উত্তরবঙ্গের চা শ্রমিকদের সঙ্গে তাঁর একাত্মতা তুলে ধরতে মোদি বলেন, "আমি চাওয়ালা ৷ উত্তরবঙ্গ আমায় অনেক আশীর্বাদ দিয়েছেন ৷ আপনাদের তপস্যা বৃথা যেতে দেব না ৷ চা শ্রমিকদের শৌচালয় নেই ৷ ঘর নেই হাসপাতালা নেই ৷ অসমে ডবল ইঞ্জিন সরকার চা শ্রমিকদের জন্য ঘর, হাসপাতাল, মজুরি সুনিশ্চিত করেছে ৷ শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সব গরিবদের বলছি, বাংলায় প্রথম ক্যাবিনেট বৈঠকেই উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া শুরু হবে ৷ যা আপনাদের সুবিধে দেবে ৷ পিএম কিষান সম্মান নিধির 18,000 টাকা অ্যাকাউন্টে জমা হবে ৷"

আরও পড়ুন: রিগিং করতে পারছে না বলেই কেন্দ্রীয় বাহিনীকে দুষছে তৃণমূল: শিলিগুড়িতে মোদি

উত্তরবঙ্গের চায়ের পাশাপাশি পর্যটন ও কাঠের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন মোদি ৷ তাঁর মুখে শোনা যায় দার্জিলিঙের টয় ট্রেনের কথা ৷ উত্তরবঙ্গের একটি ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এক বাবাকে নিজের ছেলের প্রাণ নিতে হয়েছিল ৷ কারণ ছেলেকে বাঁচানোর টাকা তাঁর কাছে ছিল না ৷ তিনি নিজেকেও মেরে ফেলেন ৷ দিদি আয়ুষ্মান ভারত চালু করলে এই দিন দেখতে হত না ৷ উত্তরবঙ্গে মেডিক্যাল পরিকাঠামো ঢেলে সাজানো হবে ৷ আয়ুষ্মান ভারত চালু করা হবে ৷"

তোলাবাজিমুক্ত, কাটমানিমুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন নমো ৷ আধুনিক উদ্যোগকে উত্সাহিত করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ৷ তাঁর প্রতিশ্রুতি, তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরিয়ে দেশের সুরক্ষায় জোর দেবে বিজেপির সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.