ETV Bharat / city

Balason Bridge Damaged : বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির বালাসন সেতু, বন্ধ ভারী যান চলাচল - বালাসন সেতু

রাতভর টানা ভারী বৃষ্টির জেরে ফের ক্ষতিগ্রস্ত হল জাতীয় সড়কের উপর থাকা বালাসন সেতু (Balason Bridge)। বিপাকে পড়েছেন পর্যটক থেকে সাধারণ মানুষ ।

Balason Bridge of Siliguri damaged due to heavy rain
Balason Bridge Damaged
author img

By

Published : Jun 16, 2022, 5:40 PM IST

শিলিগুড়ি, 16 জুন : রাতভর টানা বৃষ্টি । যার জেরে ফুলেফেঁপে উঠেছে নদী । টানা বৃষ্টির জেরে ফের একবার ক্ষতিগ্রস্ত হল শিলিগুড়ির 31 জাতীয় সড়কের উপরে গুরুত্বপূর্ণ বালাসন সেতু । এমনকী ক্ষতিগ্রস্ত সেতুর কারণে যান চলাচলের ব্যবস্থার জন্য বিকল্প সেতুও বদীর তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এর ফলে আপাতত বালাসন সেতু দিয়ে বড় ও ভারী যান চলাচল বন্ধ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Balason Bridge damaged due to heavy rain)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে । ভারী বৃষ্টিপাতের কারণে জলস্তর বেড়েছে বালাসন নদীর ৷ স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত হল বালাসন সেতু ও তার পাশে তৈরি বিকল্প সেতুও । যার কারণে পুলিশ তড়িঘড়ি ওই সেতু দুটি দিয়ে সমস্তরকম বড় ও ভারী যান চলাচল বন্ধ করে দেয় । একদিকে বালাসন সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ থাকায় এমনিতে দুর্ভোগে মানুষ, তার ওপর বিকল্প রাস্তাও বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছে গাড়ি চালকেরা ।

গতবছর অক্টোবর মাসে লাগাতার বৃষ্টির কারণে শিলিগুড়ি মাটিগাড়া এলাকার বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল । সেতু ভেঙে যাওয়ার আশংকায় ওই সেতু দিয়ে সম্পূর্ণ যাতায়াত বন্ধ করে দেওয়া হয় । পরবর্তীতে বালাসন সেতুর উপর বেইলি ব্রিজ তৈরি করে আপাতত হালকা এবং ছোট গাড়ি চলাচল করছে । তবে যানজট পরিস্থিতি সামাল দিতে বালাসন সেতুর পাশেই হিউমপাইপ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হয় ।

গতকাল এক টানা ভারী বৃষ্টিপাতের ফলে এবার ওই বিকল্প সেতুও ক্ষতিগ্রস্ত হয় । সেতুর উপর দিয়ে জল বয়ে যাওয়ায় বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । যার ফলে বিপদ এড়াতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয় । এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিকের এডিসিপি পূর্ণিমা শেরপা । তিনি বলেন, "সেতুটি বন্ধ থাকায় যানবাহন চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে । বালাসন নদীর উপর তৈরি বেইলি ব্রিজের উপর দিয়ে আর্মি ট্রাক, পুলিশ গাড়ি, সিআরপিএফ-সহ সমস্ত সেনার ট্রাক, টোটো, মালবাহী ট্রাক, বড় ও ভারী গাড়ি চলাচল করবে না। তারা ঘোষপুকুর হয়ে ঘুরে যাবে । যদি কোনও গাড়ি শহরে প্রবেশ করে তাহলে তা কাওয়াখালি রাস্তা ধরে যাবে । দূরপাল্লার বাসের ক্ষেত্রে নৌকাঘাট হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হবে । সেতুর ওপর কেবল ছোট গাড়ি, স্কুল বাস ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যাতায়াত করবে । আবহাওয়া দফতরের পরবর্তী সূচনা না পাওয়া পর্যন্ত এই বিকল্প সেতুও বন্ধ থাকবে ।"

রাতভর টানা ভারী বৃষ্টির জেরে ফের ক্ষতিগ্রস্ত বালাসন সেতু

আরও পড়ুন : Landslide in Sevoke : টানা বৃষ্টির জেরে সেবকে ধস, পাথর পড়ে উলটে গেল গাড়ি

প্রসঙ্গত, বাগডোগরা বিমানবন্দরে পর্যটকরা নেমে মাটিগাড়া বালাসনের ওই সেতু দিয়ে সহজেই শিলিগুড়ি হয়ে দার্জিলিং, ডুয়ার্স কিংবা উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে পারে । কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বড় পর্যটকদের গাড়িগুলিকে বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে প্রায় 10 কিলোমিটার ঘুরপথে শিলিগুড়িতে পৌঁছতে হবে ।

শিলিগুড়ি, 16 জুন : রাতভর টানা বৃষ্টি । যার জেরে ফুলেফেঁপে উঠেছে নদী । টানা বৃষ্টির জেরে ফের একবার ক্ষতিগ্রস্ত হল শিলিগুড়ির 31 জাতীয় সড়কের উপরে গুরুত্বপূর্ণ বালাসন সেতু । এমনকী ক্ষতিগ্রস্ত সেতুর কারণে যান চলাচলের ব্যবস্থার জন্য বিকল্প সেতুও বদীর তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এর ফলে আপাতত বালাসন সেতু দিয়ে বড় ও ভারী যান চলাচল বন্ধ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Balason Bridge damaged due to heavy rain)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে । ভারী বৃষ্টিপাতের কারণে জলস্তর বেড়েছে বালাসন নদীর ৷ স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত হল বালাসন সেতু ও তার পাশে তৈরি বিকল্প সেতুও । যার কারণে পুলিশ তড়িঘড়ি ওই সেতু দুটি দিয়ে সমস্তরকম বড় ও ভারী যান চলাচল বন্ধ করে দেয় । একদিকে বালাসন সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ থাকায় এমনিতে দুর্ভোগে মানুষ, তার ওপর বিকল্প রাস্তাও বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছে গাড়ি চালকেরা ।

গতবছর অক্টোবর মাসে লাগাতার বৃষ্টির কারণে শিলিগুড়ি মাটিগাড়া এলাকার বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল । সেতু ভেঙে যাওয়ার আশংকায় ওই সেতু দিয়ে সম্পূর্ণ যাতায়াত বন্ধ করে দেওয়া হয় । পরবর্তীতে বালাসন সেতুর উপর বেইলি ব্রিজ তৈরি করে আপাতত হালকা এবং ছোট গাড়ি চলাচল করছে । তবে যানজট পরিস্থিতি সামাল দিতে বালাসন সেতুর পাশেই হিউমপাইপ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হয় ।

গতকাল এক টানা ভারী বৃষ্টিপাতের ফলে এবার ওই বিকল্প সেতুও ক্ষতিগ্রস্ত হয় । সেতুর উপর দিয়ে জল বয়ে যাওয়ায় বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । যার ফলে বিপদ এড়াতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয় । এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিকের এডিসিপি পূর্ণিমা শেরপা । তিনি বলেন, "সেতুটি বন্ধ থাকায় যানবাহন চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে । বালাসন নদীর উপর তৈরি বেইলি ব্রিজের উপর দিয়ে আর্মি ট্রাক, পুলিশ গাড়ি, সিআরপিএফ-সহ সমস্ত সেনার ট্রাক, টোটো, মালবাহী ট্রাক, বড় ও ভারী গাড়ি চলাচল করবে না। তারা ঘোষপুকুর হয়ে ঘুরে যাবে । যদি কোনও গাড়ি শহরে প্রবেশ করে তাহলে তা কাওয়াখালি রাস্তা ধরে যাবে । দূরপাল্লার বাসের ক্ষেত্রে নৌকাঘাট হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হবে । সেতুর ওপর কেবল ছোট গাড়ি, স্কুল বাস ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যাতায়াত করবে । আবহাওয়া দফতরের পরবর্তী সূচনা না পাওয়া পর্যন্ত এই বিকল্প সেতুও বন্ধ থাকবে ।"

রাতভর টানা ভারী বৃষ্টির জেরে ফের ক্ষতিগ্রস্ত বালাসন সেতু

আরও পড়ুন : Landslide in Sevoke : টানা বৃষ্টির জেরে সেবকে ধস, পাথর পড়ে উলটে গেল গাড়ি

প্রসঙ্গত, বাগডোগরা বিমানবন্দরে পর্যটকরা নেমে মাটিগাড়া বালাসনের ওই সেতু দিয়ে সহজেই শিলিগুড়ি হয়ে দার্জিলিং, ডুয়ার্স কিংবা উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে পারে । কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বড় পর্যটকদের গাড়িগুলিকে বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে প্রায় 10 কিলোমিটার ঘুরপথে শিলিগুড়িতে পৌঁছতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.