শিলিগুড়ি, 29 নভেম্বর : গতবার শিলিগুড়ি এবং কলকাতায় একসঙ্গে পৌরনিগমের ভোট করানো হয়েছিল ৷ তাহলে এবার কলকাতায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরও কেন শিলিগুড়িতে ভোট প্রক্রিয়া শুরু করা হচ্ছে না ? সোমবার এই প্রশ্ন তুলে সরব হলেন শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya on Siliguri Corporation Election 2021) ৷ একইসঙ্গে, শিলিগুড়ির বর্তমান প্রশাসনিক বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি ৷ যা এক বাক্যে খারিজ করে দিয়েছে শাসক শিবির ৷
আরও পড়ুন : Surjya Kanta on KMC Election 2021 : পৌরভোটে বিজেপি-তৃণমূল বিরোধীদের পাশে থাকার বার্তা সূর্যকান্তের
সিপিএম সূত্রে খবর, শিলিগুড়িতে দ্রুত ভোট করানোর দাবিতে আগামী 7 ডিসেম্বর পথে নামবেন দলের নেতা ও কর্মীরা ৷ শিলিগুড়ির রাস্তায় আয়োজিত সেই মহামিছিলে অশোক ভট্টাচার্য-সহ জেলা নেতারা উপস্থিত থাকবেন ৷ হাঁটবেন হান্নান মোল্লাও ৷ অশোকের অভিযোগ, তাঁরা যখন পৌরবোর্ডের ক্ষমতায় ছিলেন, তখন প্রত্যেকটা কাজে বাধা দেওয়া হত ৷ একমাস কেউ ভাতা না পেলে পৌরনিগম চত্বরে আন্দোলনের নামে অশান্তি করা হত ৷ অথচ এখন মাসের পর মাস ভাতা পাচ্ছেন না উপভোক্তারা, গরিব মানুষ তাঁর প্রাপ্য চাল পাচ্ছে না ৷ কিন্তু, পৌরবোর্ডের তাতে কোনও হেলদোল নেই ৷
শিলিগুড়ির নির্বাচিত পৌরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রাথমিকভাবে অশোক ভট্টাচার্যকে চেয়ারম্যান পদে বসিয়েই প্রশাসনিক বোর্ড গঠন করা হয়েছিল ৷ পরে আবার নতুন বোর্ড তৈরি করা হয় ৷ অশোকের বক্তব্য, তিনি যখন চেয়ারম্যান ছিলেন, তখন প্রাক্তন মেয়র পারিষদরাই সেই বোর্ডের সদস্য ছিলেন ৷ কিন্তু, এখন যাঁরা সেই সদস্যপদ পেয়েছেন, তাঁদের অনেকের কাউন্সিলর হওয়ারও অভিজ্ঞতা নেই ৷ এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছেন অশোক ৷ এমনকী, এই বিষয়ে প্রকাশ্য বিতর্কে যেতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ৷
আরও পড়ুন : Siliguri Municipality Corporation : গাড়ির জ্বালানিতে কারচুপি রুখতে শিলিগুড়ি পৌরনিগমের নজরদারি
অশোক ভট্টাচার্যকে কড়া জবাব দিয়েছেন বর্তমান পৌরবোর্ডের সদস্য অলোক চক্রবর্তী ৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘নয়া বোর্ডে দায়িত্ব নিয়েছে মাত্র পাঁচ-ছয় মাস হয়েছে ৷ তার আগে পর্যন্ত তো অশোকবাবুরাই তো পদে ছিলেন ৷ তাহলে সেই সময়কার বকেয়া কাজ এখনকার বোর্ডকে কেন মেটাতে হচ্ছে ?’’ অশোক প্রকাশ্য বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জ জানানোয়, পাল্টা তাঁকে শহরের আমজনতার মুখোমুখি হওয়ারও পরামর্শ দিয়েছেন অলোক ৷