ETV Bharat / city

Siliguri Corporation Election 2021 : শিলিগুড়িতে দ্রুত ভোট করানোর দাবিতে সরব অশোক ভট্টাচার্য - শিলিগুড়ি পৌর নির্বাচন 2021

অবিলম্বে শিলিগুড়িতে পৌরভোট করানোর দাবিতে এবং বর্তমান পৌর প্রশাসনিক বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya on Siliguri Corporation Election 2021) ৷ এমনকী, এই বিষয়ে তিনি প্রকাশ্য বিতর্কে অংশ নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন অশোক ৷ পাল্টা তাঁকে মানুষের মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছেন বর্তমান পৌর প্রশাসনিক বোর্ডের সদস্য অলোক চক্রবর্তী ৷

ashok bhattacharya demands immediate election in siliguri municipal corporation
Ashok Bhattacharya : শিলিগুড়িতে দ্রুত ভোট করানোর দাবিতে সরব অশোক ভট্টাচার্য
author img

By

Published : Nov 29, 2021, 9:22 PM IST

শিলিগুড়ি, 29 নভেম্বর : গতবার শিলিগুড়ি এবং কলকাতায় একসঙ্গে পৌরনিগমের ভোট করানো হয়েছিল ৷ তাহলে এবার কলকাতায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরও কেন শিলিগুড়িতে ভোট প্রক্রিয়া শুরু করা হচ্ছে না ? সোমবার এই প্রশ্ন তুলে সরব হলেন শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya on Siliguri Corporation Election 2021) ৷ একইসঙ্গে, শিলিগুড়ির বর্তমান প্রশাসনিক বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি ৷ যা এক বাক্যে খারিজ করে দিয়েছে শাসক শিবির ৷

আরও পড়ুন : Surjya Kanta on KMC Election 2021 : পৌরভোটে বিজেপি-তৃণমূল বিরোধীদের পাশে থাকার বার্তা সূর্যকান্তের

সিপিএম সূত্রে খবর, শিলিগুড়িতে দ্রুত ভোট করানোর দাবিতে আগামী 7 ডিসেম্বর পথে নামবেন দলের নেতা ও কর্মীরা ৷ শিলিগুড়ির রাস্তায় আয়োজিত সেই মহামিছিলে অশোক ভট্টাচার্য-সহ জেলা নেতারা উপস্থিত থাকবেন ৷ হাঁটবেন হান্নান মোল্লাও ৷ অশোকের অভিযোগ, তাঁরা যখন পৌরবোর্ডের ক্ষমতায় ছিলেন, তখন প্রত্যেকটা কাজে বাধা দেওয়া হত ৷ একমাস কেউ ভাতা না পেলে পৌরনিগম চত্বরে আন্দোলনের নামে অশান্তি করা হত ৷ অথচ এখন মাসের পর মাস ভাতা পাচ্ছেন না উপভোক্তারা, গরিব মানুষ তাঁর প্রাপ্য চাল পাচ্ছে না ৷ কিন্তু, পৌরবোর্ডের তাতে কোনও হেলদোল নেই ৷

অবিলম্বে শিলিগুড়িতে পৌরভোট করানোর দাবিতে সরব শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷

শিলিগুড়ির নির্বাচিত পৌরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রাথমিকভাবে অশোক ভট্টাচার্যকে চেয়ারম্যান পদে বসিয়েই প্রশাসনিক বোর্ড গঠন করা হয়েছিল ৷ পরে আবার নতুন বোর্ড তৈরি করা হয় ৷ অশোকের বক্তব্য, তিনি যখন চেয়ারম্যান ছিলেন, তখন প্রাক্তন মেয়র পারিষদরাই সেই বোর্ডের সদস্য ছিলেন ৷ কিন্তু, এখন যাঁরা সেই সদস্যপদ পেয়েছেন, তাঁদের অনেকের কাউন্সিলর হওয়ারও অভিজ্ঞতা নেই ৷ এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছেন অশোক ৷ এমনকী, এই বিষয়ে প্রকাশ্য বিতর্কে যেতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : Siliguri Municipality Corporation : গাড়ির জ্বালানিতে কারচুপি রুখতে শিলিগুড়ি পৌরনিগমের নজরদারি

অশোক ভট্টাচার্যকে কড়া জবাব দিয়েছেন বর্তমান পৌরবোর্ডের সদস্য অলোক চক্রবর্তী ৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘নয়া বোর্ডে দায়িত্ব নিয়েছে মাত্র পাঁচ-ছয় মাস হয়েছে ৷ তার আগে পর্যন্ত তো অশোকবাবুরাই তো পদে ছিলেন ৷ তাহলে সেই সময়কার বকেয়া কাজ এখনকার বোর্ডকে কেন মেটাতে হচ্ছে ?’’ অশোক প্রকাশ্য বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জ জানানোয়, পাল্টা তাঁকে শহরের আমজনতার মুখোমুখি হওয়ারও পরামর্শ দিয়েছেন অলোক ৷

শিলিগুড়ি, 29 নভেম্বর : গতবার শিলিগুড়ি এবং কলকাতায় একসঙ্গে পৌরনিগমের ভোট করানো হয়েছিল ৷ তাহলে এবার কলকাতায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরও কেন শিলিগুড়িতে ভোট প্রক্রিয়া শুরু করা হচ্ছে না ? সোমবার এই প্রশ্ন তুলে সরব হলেন শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya on Siliguri Corporation Election 2021) ৷ একইসঙ্গে, শিলিগুড়ির বর্তমান প্রশাসনিক বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি ৷ যা এক বাক্যে খারিজ করে দিয়েছে শাসক শিবির ৷

আরও পড়ুন : Surjya Kanta on KMC Election 2021 : পৌরভোটে বিজেপি-তৃণমূল বিরোধীদের পাশে থাকার বার্তা সূর্যকান্তের

সিপিএম সূত্রে খবর, শিলিগুড়িতে দ্রুত ভোট করানোর দাবিতে আগামী 7 ডিসেম্বর পথে নামবেন দলের নেতা ও কর্মীরা ৷ শিলিগুড়ির রাস্তায় আয়োজিত সেই মহামিছিলে অশোক ভট্টাচার্য-সহ জেলা নেতারা উপস্থিত থাকবেন ৷ হাঁটবেন হান্নান মোল্লাও ৷ অশোকের অভিযোগ, তাঁরা যখন পৌরবোর্ডের ক্ষমতায় ছিলেন, তখন প্রত্যেকটা কাজে বাধা দেওয়া হত ৷ একমাস কেউ ভাতা না পেলে পৌরনিগম চত্বরে আন্দোলনের নামে অশান্তি করা হত ৷ অথচ এখন মাসের পর মাস ভাতা পাচ্ছেন না উপভোক্তারা, গরিব মানুষ তাঁর প্রাপ্য চাল পাচ্ছে না ৷ কিন্তু, পৌরবোর্ডের তাতে কোনও হেলদোল নেই ৷

অবিলম্বে শিলিগুড়িতে পৌরভোট করানোর দাবিতে সরব শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷

শিলিগুড়ির নির্বাচিত পৌরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রাথমিকভাবে অশোক ভট্টাচার্যকে চেয়ারম্যান পদে বসিয়েই প্রশাসনিক বোর্ড গঠন করা হয়েছিল ৷ পরে আবার নতুন বোর্ড তৈরি করা হয় ৷ অশোকের বক্তব্য, তিনি যখন চেয়ারম্যান ছিলেন, তখন প্রাক্তন মেয়র পারিষদরাই সেই বোর্ডের সদস্য ছিলেন ৷ কিন্তু, এখন যাঁরা সেই সদস্যপদ পেয়েছেন, তাঁদের অনেকের কাউন্সিলর হওয়ারও অভিজ্ঞতা নেই ৷ এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছেন অশোক ৷ এমনকী, এই বিষয়ে প্রকাশ্য বিতর্কে যেতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : Siliguri Municipality Corporation : গাড়ির জ্বালানিতে কারচুপি রুখতে শিলিগুড়ি পৌরনিগমের নজরদারি

অশোক ভট্টাচার্যকে কড়া জবাব দিয়েছেন বর্তমান পৌরবোর্ডের সদস্য অলোক চক্রবর্তী ৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘নয়া বোর্ডে দায়িত্ব নিয়েছে মাত্র পাঁচ-ছয় মাস হয়েছে ৷ তার আগে পর্যন্ত তো অশোকবাবুরাই তো পদে ছিলেন ৷ তাহলে সেই সময়কার বকেয়া কাজ এখনকার বোর্ডকে কেন মেটাতে হচ্ছে ?’’ অশোক প্রকাশ্য বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জ জানানোয়, পাল্টা তাঁকে শহরের আমজনতার মুখোমুখি হওয়ারও পরামর্শ দিয়েছেন অলোক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.