ETV Bharat / city

GTA Election 2022 : জয় পেলে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গঠনের আশ্বাস অনিত থাপার - জিটিএ নির্বাচন নিয়ে অনিত থাপার বক্তব্য

মনোনয়ন জমা দিতে এসে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গড়ার ডাক অনিত থাপা ৷ জিটিএ নির্বাচনে (GTA Election 2022) জিতলে প্রথম কাজই হবে এটা, বললেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা ৷

GTA ELECTION 2022
অনিত থাপা
author img

By

Published : Jun 2, 2022, 5:50 PM IST

কার্শিয়াং, 2 জুন : জিটিএ নির্বাচনের পর ক্ষমতায় এলে প্রথম কাজ হবে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গড়া (Anit Thapa assures to make Gorkhaland Construction Committee if wins)। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে গিয়ে এ কথা জানালেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ।

আসন্ন জিটিএ নির্বাচনে কিছুটা অপ্রত্যাশিত হলেও অবশেষে প্রার্থী হয়েছেন তিনি । তবে একটা আসনে নয়, দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান । কার্শিয়াং মহকুমার গিদ্ধাপাহাড় ও লাতপাঞ্চার-সিটং আসনে বিজিপিএমের(ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার)প্রার্থী হয়েছেন তিনি । তবে দুটি আসনে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন অনিত থাপা ? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ।

তবে একাংশের মতে, জিটিএ নির্বাচনে নিজের জয় নিশ্চিত করতেই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি । কারণ হামরো পার্টি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ায় পাহাড়ে জিটিএ নির্বাচন নিয়ে প্রতিযোগিতা বেড়েছে । এমতাবস্থায় কোনওভাবেই পরাজয়ের ঝুঁকি নিতে চাইছেন না অনিত থাপা । কার্শিয়াং মহকুমায় অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একটা বড় অংশের সমর্থক ও অনুগামী থাকলেও সম্প্রতি সেখানে দাঁত ফুটিয়েছে তৃণমূল কংগ্রেস ও হামরো পার্টি ।

আরও পড়ুন : GTA Audit : জিটিএ-র অডিটের দাবিতে ফের সরব রাজ্যপাল, সমর্থন অনিত থাপার

আর রাজনৈতিকমহলের আরেক অংশের মতে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি জোট বা আসন সমঝোতায় না গেলেও জিটিএ নির্বাচনে জয় পেলে শাসকদলের সঙ্গে হাত মিলিয়েই কাজ করবে অনিত থাপা তা একপ্রকার পরিষ্কার ।

জিটিএ নির্বাচন নিয়ে অনিত থাপার বক্তব্য

অন্যদিকে, পাহাড়বাসীর মন জয় করতে জিটিএ নির্বাচনে জয় হওয়ার পরই গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন তিনি । কারণ গোর্খাল্যান্ড ইস্যু ব্যাতিত পাহাড়ে কোনও নির্বাচনেই জয় নিশ্চিত করা সম্ভব নয় কোনও রাজনৈতিক দলের পক্ষে । সে কারণে গোর্খাল্যান্ডের একটি প্রচ্ছন্ন আশ্বাস জিইয়ে রাখলেন অনিত থাপা । তবে বর্তমানে পাহাড়ের উন্নয়নকেই গুরুত্ব দিয়ে অনিত থাপা বলেন, "আমরা ক্ষমতায় আসলে সবার আগে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গঠন করব । যে কমিটি পাহাড়ের বিভিন্ন প্রান্তের বুদ্ধিজীবীদের নিয়ে গঠন করা হবে । তাঁরা রাজ্য ও কেন্দ্রের সঙ্গে গোর্খাল্যান্ড ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক-সহ যাবতীয় প্রক্রিয়ার কাজ করবে । তবে এখন আমাদের গুরুত্ব জিটিএ নির্বাচন । পাহাড়ে এখন শান্তি রয়েছে । এখন পাহাড়ে সমৃদ্ধির প্রয়োজন । আমরা সেই কাজই করব ।"

এদিন মনোনয়নের পর কার্শিয়াংয়ে কর্মিসভাও করেন অনিত থাপা । কর্মী-সমর্থকদের পাশাপাশি পাহাড়বাসীর উদ্দেশ্যে জিটিএ নির্বাচনে নিজেদের লক্ষ্য খোলা মঞ্চ থেকে জানান তিনি ।

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : দার্জিলিং পৌরসভায় অনিত থাপার দলের প্রার্থী তালিকা ঘোষণা

কার্শিয়াং, 2 জুন : জিটিএ নির্বাচনের পর ক্ষমতায় এলে প্রথম কাজ হবে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গড়া (Anit Thapa assures to make Gorkhaland Construction Committee if wins)। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে গিয়ে এ কথা জানালেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ।

আসন্ন জিটিএ নির্বাচনে কিছুটা অপ্রত্যাশিত হলেও অবশেষে প্রার্থী হয়েছেন তিনি । তবে একটা আসনে নয়, দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান । কার্শিয়াং মহকুমার গিদ্ধাপাহাড় ও লাতপাঞ্চার-সিটং আসনে বিজিপিএমের(ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার)প্রার্থী হয়েছেন তিনি । তবে দুটি আসনে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন অনিত থাপা ? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ।

তবে একাংশের মতে, জিটিএ নির্বাচনে নিজের জয় নিশ্চিত করতেই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি । কারণ হামরো পার্টি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ায় পাহাড়ে জিটিএ নির্বাচন নিয়ে প্রতিযোগিতা বেড়েছে । এমতাবস্থায় কোনওভাবেই পরাজয়ের ঝুঁকি নিতে চাইছেন না অনিত থাপা । কার্শিয়াং মহকুমায় অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একটা বড় অংশের সমর্থক ও অনুগামী থাকলেও সম্প্রতি সেখানে দাঁত ফুটিয়েছে তৃণমূল কংগ্রেস ও হামরো পার্টি ।

আরও পড়ুন : GTA Audit : জিটিএ-র অডিটের দাবিতে ফের সরব রাজ্যপাল, সমর্থন অনিত থাপার

আর রাজনৈতিকমহলের আরেক অংশের মতে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি জোট বা আসন সমঝোতায় না গেলেও জিটিএ নির্বাচনে জয় পেলে শাসকদলের সঙ্গে হাত মিলিয়েই কাজ করবে অনিত থাপা তা একপ্রকার পরিষ্কার ।

জিটিএ নির্বাচন নিয়ে অনিত থাপার বক্তব্য

অন্যদিকে, পাহাড়বাসীর মন জয় করতে জিটিএ নির্বাচনে জয় হওয়ার পরই গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন তিনি । কারণ গোর্খাল্যান্ড ইস্যু ব্যাতিত পাহাড়ে কোনও নির্বাচনেই জয় নিশ্চিত করা সম্ভব নয় কোনও রাজনৈতিক দলের পক্ষে । সে কারণে গোর্খাল্যান্ডের একটি প্রচ্ছন্ন আশ্বাস জিইয়ে রাখলেন অনিত থাপা । তবে বর্তমানে পাহাড়ের উন্নয়নকেই গুরুত্ব দিয়ে অনিত থাপা বলেন, "আমরা ক্ষমতায় আসলে সবার আগে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গঠন করব । যে কমিটি পাহাড়ের বিভিন্ন প্রান্তের বুদ্ধিজীবীদের নিয়ে গঠন করা হবে । তাঁরা রাজ্য ও কেন্দ্রের সঙ্গে গোর্খাল্যান্ড ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক-সহ যাবতীয় প্রক্রিয়ার কাজ করবে । তবে এখন আমাদের গুরুত্ব জিটিএ নির্বাচন । পাহাড়ে এখন শান্তি রয়েছে । এখন পাহাড়ে সমৃদ্ধির প্রয়োজন । আমরা সেই কাজই করব ।"

এদিন মনোনয়নের পর কার্শিয়াংয়ে কর্মিসভাও করেন অনিত থাপা । কর্মী-সমর্থকদের পাশাপাশি পাহাড়বাসীর উদ্দেশ্যে জিটিএ নির্বাচনে নিজেদের লক্ষ্য খোলা মঞ্চ থেকে জানান তিনি ।

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : দার্জিলিং পৌরসভায় অনিত থাপার দলের প্রার্থী তালিকা ঘোষণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.