ETV Bharat / city

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের বিক্ষোভ - oil price hike

জ্বালানির মূল্যবৃদ্ধিতে স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । সোমবার সকালে শিলিগুড়িতে প্রতিবাদে নামে সমস্ত রাজনৈতিক দল । শিলিগুড়ির হাসমি চকে তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক 1 ও 2 শাখা এবং যুব তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় । অন্যদিকে, একই দাবিতে কাছারি রোডে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় সিপিআই(এম) ।

SILI
SILI
author img

By

Published : Jul 5, 2021, 11:02 PM IST

শিলিগুড়ি, ৫ জুলাই : পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদের ঝড় । সোমবার দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ও সিপিআই(এম)- কংগ্রেস । ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় পেট্রলের দাম সেঞ্চুরি পার করেছে । রান্নার গ্যাসের দামেও বৃদ্ধি হয়েছে । দার্জিলিং জেলায় পেট্রলের মূল্য 102 টাকা 21 পয়সা । শিলিগুড়িতে পেট্রলের দাম সেঞ্চুরি থেকে মাত্র 22 পয়সা দূরে ।

স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । সোমবার সকালে শিলিগুড়িতে প্রতিবাদে নামে সমস্ত রাজনৈতিক দল । শিলিগুড়ির হাসমি চকে তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক 1 ও 2 শাখা এবং যুব তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতলও দাহ করা হয় । দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "গোটা বিশ্বে পেট্রল ও রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণে রয়েছে । কিন্তু ভারতে ক্রমাগত পেট্রল-ডিজ়েলের দাম বেড়েই চলেছে । প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে বসে আছেন । অবিলম্বে দাম না কমলে বৃহত্তর আন্দোলন হবে । "

এদিকে হাসমি চকে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা যুব কংগ্রেস । পেট্রল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা । দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিওয়ারি বলেন, "প্রধানমন্ত্রী খালি দাড়ি বাড়িয়ে চলছেন, আর পেট্রল, রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম লাগামহীনভাবে বেড়ে চলছে । অবিলম্বে দাম না কমলে সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধির নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস ।"

শিলিগুড়িতে তৃণমূল, সিপিআই(এম) এবং কংগ্রেসের বিক্ষোভ

আরও পড়ুন : শিলিগুড়িতে দেহ ব্যবসার কাজে নামানো ছয় মহিলা উদ্ধার, গ্রেফতার আট

অন্যদিকে, একই দাবিতে কাছারি রোডে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় সিপিআই(এম) । কেক কেটে ও ক্রিকেট খেলার সরঞ্জাম পরে ব্যাটসম্যান সেজে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় তারা । ডিওয়াইএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক উদয়ন দাসগুপ্ত বলেন, " পেট্রল ও রান্নার গ্যাস জিএসটির আওতায় আনলে এত দাম বৃদ্ধি হত না । এই মূল্যবৃদ্ধি জন্য কেন্দ্র ও রাজ্য উভয়েই দায়ী । ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শাসকদলের অনেকে জড়িত । এর যথাযথ তদন্ত প্রয়োজন । "

শিলিগুড়ি, ৫ জুলাই : পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদের ঝড় । সোমবার দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ও সিপিআই(এম)- কংগ্রেস । ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় পেট্রলের দাম সেঞ্চুরি পার করেছে । রান্নার গ্যাসের দামেও বৃদ্ধি হয়েছে । দার্জিলিং জেলায় পেট্রলের মূল্য 102 টাকা 21 পয়সা । শিলিগুড়িতে পেট্রলের দাম সেঞ্চুরি থেকে মাত্র 22 পয়সা দূরে ।

স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । সোমবার সকালে শিলিগুড়িতে প্রতিবাদে নামে সমস্ত রাজনৈতিক দল । শিলিগুড়ির হাসমি চকে তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক 1 ও 2 শাখা এবং যুব তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতলও দাহ করা হয় । দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "গোটা বিশ্বে পেট্রল ও রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণে রয়েছে । কিন্তু ভারতে ক্রমাগত পেট্রল-ডিজ়েলের দাম বেড়েই চলেছে । প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে বসে আছেন । অবিলম্বে দাম না কমলে বৃহত্তর আন্দোলন হবে । "

এদিকে হাসমি চকে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা যুব কংগ্রেস । পেট্রল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা । দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিওয়ারি বলেন, "প্রধানমন্ত্রী খালি দাড়ি বাড়িয়ে চলছেন, আর পেট্রল, রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম লাগামহীনভাবে বেড়ে চলছে । অবিলম্বে দাম না কমলে সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধির নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস ।"

শিলিগুড়িতে তৃণমূল, সিপিআই(এম) এবং কংগ্রেসের বিক্ষোভ

আরও পড়ুন : শিলিগুড়িতে দেহ ব্যবসার কাজে নামানো ছয় মহিলা উদ্ধার, গ্রেফতার আট

অন্যদিকে, একই দাবিতে কাছারি রোডে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় সিপিআই(এম) । কেক কেটে ও ক্রিকেট খেলার সরঞ্জাম পরে ব্যাটসম্যান সেজে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় তারা । ডিওয়াইএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক উদয়ন দাসগুপ্ত বলেন, " পেট্রল ও রান্নার গ্যাস জিএসটির আওতায় আনলে এত দাম বৃদ্ধি হত না । এই মূল্যবৃদ্ধি জন্য কেন্দ্র ও রাজ্য উভয়েই দায়ী । ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শাসকদলের অনেকে জড়িত । এর যথাযথ তদন্ত প্রয়োজন । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.