ETV Bharat / city

Child Fever Death : উত্তরবঙ্গ মেডিক্যালে শিশুমৃত্যু অব্যাহত, একদিনে জ্বরে মৃত 3 - উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে শিশুমৃত্যু

জ্বরে ফের শিশুমৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) ৷ একদিনে মৃত্যু হল তিন শিশুর ৷ এই নিয়ে এখানে মোট 11 জন শিশুর মৃত্যু হল ৷

উত্তরবঙ্গ মেডিক্যালে আবার শিশুমৃত্যু, একদিনে জ্বরে মৃত 3
উত্তরবঙ্গ মেডিক্যালে আবার শিশুমৃত্যু, একদিনে জ্বরে মৃত 3
author img

By

Published : Sep 28, 2021, 7:24 PM IST

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর : ফের একদিনে তিনটি শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College) ৷ এই নিয়ে হাসপাতালেই শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে হল 11 জন । বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে ৷ শিশুমৃত্যুর পরই তড়িঘড়ি শিশু বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে হাসপাতালের কর্তৃপক্ষ ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার 9 মাসের শিবাংশ শা, জলপাইগুড়ি জেলার কাঠামবাড়ির 34 দিনের সুদীপ সরকার এবং নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার 1 মাস 15 দিনের প্রাচী তিরকের ৷ প্রাচী এবং শিবাংশের নিউমোনিয়া এবং সুদীপের সেপসিস ছিল বলে জানা গিয়েছে । প্রত্যেকেই পিকুতে (Paediatric Intensive Care Unit- PICU) চিকিৎসাধীন ছিল । এদিন সকালে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় ওই তিন শিশুর । হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "শিশুদের জ্বর ও শ্বাসকষ্টের পাশাপাশি তারা প্রত্যেকে আনুসাঙ্গিক রোগে আক্রান্ত ছিল । চিকিৎসার জন্য চিকিৎসকরা পর্যাপ্ত সময় পাননি ।"

এদিকে এদিনের বৈঠকের পর হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "এদিন বিভাগীয় প্রধান এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হয়েছে । কিছু চিকিৎসা প্রণালী নিয়ে আলোচনা হয়েছে । শিশুমৃত্যু কমানোর যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে ।"

অন্যদিকে, জানা গিয়েছে, হাসপাতালে বর্তমানে 69 জন শিশু চিকিৎসাধীন রয়েছে । গত চব্বিশ ঘণ্টায় 25 জন শিশু নতুন করে ভর্তি হয়েছে । তার মধ্যে 16 জনের জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে । বীরপাড়া থেকে দু'টো শিশু এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার হয়েছে ।

আরও পড়ুন : Child Fever : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ফের জ্বরে তিন শিশুর মৃত্যু

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর : ফের একদিনে তিনটি শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College) ৷ এই নিয়ে হাসপাতালেই শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে হল 11 জন । বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে ৷ শিশুমৃত্যুর পরই তড়িঘড়ি শিশু বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে হাসপাতালের কর্তৃপক্ষ ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার 9 মাসের শিবাংশ শা, জলপাইগুড়ি জেলার কাঠামবাড়ির 34 দিনের সুদীপ সরকার এবং নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার 1 মাস 15 দিনের প্রাচী তিরকের ৷ প্রাচী এবং শিবাংশের নিউমোনিয়া এবং সুদীপের সেপসিস ছিল বলে জানা গিয়েছে । প্রত্যেকেই পিকুতে (Paediatric Intensive Care Unit- PICU) চিকিৎসাধীন ছিল । এদিন সকালে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় ওই তিন শিশুর । হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "শিশুদের জ্বর ও শ্বাসকষ্টের পাশাপাশি তারা প্রত্যেকে আনুসাঙ্গিক রোগে আক্রান্ত ছিল । চিকিৎসার জন্য চিকিৎসকরা পর্যাপ্ত সময় পাননি ।"

এদিকে এদিনের বৈঠকের পর হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "এদিন বিভাগীয় প্রধান এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হয়েছে । কিছু চিকিৎসা প্রণালী নিয়ে আলোচনা হয়েছে । শিশুমৃত্যু কমানোর যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে ।"

অন্যদিকে, জানা গিয়েছে, হাসপাতালে বর্তমানে 69 জন শিশু চিকিৎসাধীন রয়েছে । গত চব্বিশ ঘণ্টায় 25 জন শিশু নতুন করে ভর্তি হয়েছে । তার মধ্যে 16 জনের জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে । বীরপাড়া থেকে দু'টো শিশু এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার হয়েছে ।

আরও পড়ুন : Child Fever : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ফের জ্বরে তিন শিশুর মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.