ETV Bharat / city

ABVP Police Clash: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ, শিলিগুড়িতে গ্রেফতার আট এবিভিপি সদস্য

নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) প্রতিবাদে শিলিগুড়ির (Siliguri) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University) চত্বরে বিক্ষোভ আরএসএস (RSS)-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (Akhil Bharatiya Vidyarthi Parishad) বা এবিভিপি (ABVP)-এর ৷ পুলিশের সঙ্গে হাতাহাতি ৷ গ্রেফতার সংগঠনের জেলা সভাপতি-সহ আট ৷ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হামলার অভিযোগ ৷

ABVP Police Clash in Siliguri during a protest against SSC Recruitment Scam
ABVP Police Clash: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ, শিলিগুড়িতে গ্রেফতার আট এবিভিপি সদস্য
author img

By

Published : Aug 3, 2022, 4:21 PM IST

শিলিগুড়ি, 3 অগস্ট: আরএসএস (RSS)-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (Akhil Bharatiya Vidyarthi Parishad) বা এবিভিপি (ABVP)-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে আবারও উত্তেজনা ছড়াল শিলিগুড়ির (Siliguri) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University) চত্বরে ৷ রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (UBS) উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছে এবিভিপি ৷ বুধবার তাদের সেই কর্মসূচি দ্বিতীয় দিনে পড়ে ৷ আর তা ঘিরেই পুলিশের সঙ্গে বিবাদে জড়ান বিক্ষোভকারীরা ৷ গ্রেফতার করা হয় আটজন এবিভিপি সদস্যকে ৷ ঘটনা কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ ৷

এবিভিপি-এর তরফ থেকে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতারের দাবি উঠেছে ৷ দফায় দফায় চলছে ঘেরাও, বিক্ষোভ ৷ বুধবারও একই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নামেন এবিভিপি-এর সদস্যরা ৷ এদিন তাঁরা পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ডক্টরেট উপাধি বাতিলেরও দাবি তোলেন ৷ প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্য়ায় এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর পিএইচডি সম্পূর্ণ করেছিলেন ৷ যা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে ৷ এমনকী, কেন্দ্রীয় গোয়েন্দাদেরও বিষয়টি নজরে এসেছে ৷

আরও পড়ুন: TET Qualified-Police Clash: টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, 'রণক্ষেত্র' বিধাননগর

এদিন আন্দোলনে নেমে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন এবিভিপি কর্মীরা ৷ তাঁদের আটকাতে এগিয়ে আসে পুলিশ ৷ শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি (ABVP Police Clash) ৷ অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা ও কর্মীরা বিক্ষোভকারীদের উপর চড়াও হন ৷ পুলিশের সামনেই বিক্ষোভকারীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ এরপর এবিভিপি-এর জেলা সভাপতি-সহ মোট আটজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ৷

অভিজিৎ রায় নামে এক এবিভিপি কর্মী এই প্রসঙ্গে বলেন, "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন ৷ এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি ৷ আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম ৷ সেই সময় পুলিশ আমাদের উপর চড়াও হয় ৷ আমাদের আটজনকে গ্রেফতার করে ৷ পুলিশের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আমাদের উপর আক্রমণ করেন ৷ পুলিশ ওঁদের হয়েই কাজ করছে ৷"

যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ ৷ সংগঠনের নেতা মিঠুন বৈশ্য বলেন, "বিক্ষোভের নামে বিশ্ববিদ্যালয় চত্বরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে ৷ আমরা কারও উপর চড়াও হইনি ৷ কোনও হামলা করিনি ৷ শুধুমাত্র অশান্তি আটকাতে গিয়েছিলাম ৷"

শিলিগুড়ি, 3 অগস্ট: আরএসএস (RSS)-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (Akhil Bharatiya Vidyarthi Parishad) বা এবিভিপি (ABVP)-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে আবারও উত্তেজনা ছড়াল শিলিগুড়ির (Siliguri) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University) চত্বরে ৷ রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (UBS) উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছে এবিভিপি ৷ বুধবার তাদের সেই কর্মসূচি দ্বিতীয় দিনে পড়ে ৷ আর তা ঘিরেই পুলিশের সঙ্গে বিবাদে জড়ান বিক্ষোভকারীরা ৷ গ্রেফতার করা হয় আটজন এবিভিপি সদস্যকে ৷ ঘটনা কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ ৷

এবিভিপি-এর তরফ থেকে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতারের দাবি উঠেছে ৷ দফায় দফায় চলছে ঘেরাও, বিক্ষোভ ৷ বুধবারও একই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নামেন এবিভিপি-এর সদস্যরা ৷ এদিন তাঁরা পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ডক্টরেট উপাধি বাতিলেরও দাবি তোলেন ৷ প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্য়ায় এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর পিএইচডি সম্পূর্ণ করেছিলেন ৷ যা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে ৷ এমনকী, কেন্দ্রীয় গোয়েন্দাদেরও বিষয়টি নজরে এসেছে ৷

আরও পড়ুন: TET Qualified-Police Clash: টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, 'রণক্ষেত্র' বিধাননগর

এদিন আন্দোলনে নেমে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন এবিভিপি কর্মীরা ৷ তাঁদের আটকাতে এগিয়ে আসে পুলিশ ৷ শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি (ABVP Police Clash) ৷ অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা ও কর্মীরা বিক্ষোভকারীদের উপর চড়াও হন ৷ পুলিশের সামনেই বিক্ষোভকারীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ এরপর এবিভিপি-এর জেলা সভাপতি-সহ মোট আটজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ৷

অভিজিৎ রায় নামে এক এবিভিপি কর্মী এই প্রসঙ্গে বলেন, "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন ৷ এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি ৷ আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম ৷ সেই সময় পুলিশ আমাদের উপর চড়াও হয় ৷ আমাদের আটজনকে গ্রেফতার করে ৷ পুলিশের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আমাদের উপর আক্রমণ করেন ৷ পুলিশ ওঁদের হয়েই কাজ করছে ৷"

যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ ৷ সংগঠনের নেতা মিঠুন বৈশ্য বলেন, "বিক্ষোভের নামে বিশ্ববিদ্যালয় চত্বরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে ৷ আমরা কারও উপর চড়াও হইনি ৷ কোনও হামলা করিনি ৷ শুধুমাত্র অশান্তি আটকাতে গিয়েছিলাম ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.