ETV Bharat / city

QR কোড গ্রহণ করতেই প্রতারিত শিলিগুড়ির যুবক - paytm

QR কোড স্ক্যান করে গ্রহণ করতেই কেটে নিল 8 হাজার টাকা । ব্যবহৃত মোবাইল বিক্রি করতে গিয়ে প্রতারিত হলেন শিলিগুড়ির গোবিন্দ দাস ৷ প্রতারকের পাল্লায় পড়েছেন বুঝতে পেরে ব্যাঙ্ক ও অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থার কাছে অভিযোগ জানান ৷ অথচ কোনও সুরাহা মেলেনি ৷ শেষমেশ সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন ওই যুবক ৷

A young man from Siliguri cheated
প্রতারিত শিলিগুড়ির এক যুবক
author img

By

Published : Nov 26, 2019, 4:02 PM IST

Updated : Dec 1, 2019, 1:52 AM IST

শিলিগুড়ি, 26 নভেম্বর : QR কোড স্ক্যান করে গ্রহণ করতেই কেটে নিল টাকা । ব্যবহৃত মোবাইল বিক্রি করতে একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিল শিলিগুড়ির এক যুবক । সেই মোবাইল কেনার নামেই প্রতারণা করা হয় তাঁর সঙ্গে । এই ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। নাম গোবিন্দ দাস ৷ তিনি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকার বাসিন্দা । গোবিন্দবাবু নিজের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করতে একটি নামী সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন । ওই বিজ্ঞাপন দেখে মোবাইল কিনতে আগ্রহী হন এক ব্যক্তি । টেলিফোনে ওই ব্যক্তি গোবিন্দের সঙ্গে যোগাযোগ করেন ৷ ওই ব্যক্তি জানিয়েছিলেন, "আমিও শিলিগুড়ির বাসিন্দা । কর্মসূত্রে ভারতীয় সেনায় বর্তমানে কর্মরত । তাই আপাতত শিলিগুড়ির বাইরে আছি । আপাতত অগ্রিম হিসেবে 4 হাজার টাকা অনলাইনে UPI পেমেন্ট করে দেব । বাকি টাকাটা দিয়ে একদিনের মধ্যেই ওই মোবাইলটি নিয়ে যাবেন আমার এক পরিচিত ।"

গোবিন্দ তাতেই রাজি হয়ে যান ৷ দ্রুত তাঁর কাছে একটি QR কোড আসে । তা গ্রহণ করা মাত্রই অগ্রিম ওই 4 হাজার টাকা মিলবে বলে জানান ও প্রান্তের ব্যক্তি । কথামতো QR কোড গ্রহণ করতেই 4 হাজার টাকা মেলার বদলে উলটে গোবিন্দের অ্যাকাউন্ট থেকে 4 হাজার টাকা কেটে নেওয়া হয় । দ্রুত ওই ব্যক্তিকে গোবিন্দ তা জানালে ওই ব্যক্তি জানান ভুল করে অন্য QR কোড পাঠিয়ে ফেলেছিলেন তিনি । তাই ওই 4 হাজার টাকা ও অগ্রিম বাবদ আরও 4 হাজার অর্থাৎ 8 হাজার টাকা দিচ্ছেন বলে জানান তিনি । ফের আসে আর একটি QR কোড । ফের গ্রহণ করতেই কেটে নেওয়া হয় আরও 8 হাজার টাকা ।

প্রতারকের পাল্লায় পড়েছেন বুঝতে পেরে এরপর ব্যাঙ্ক ও অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থার কাছে অভিযোগ জানান ৷ কিন্তু কোনও সুরাহা না পাওয়ায় শেষমেশ সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন গোবিন্দ । সাইবার ক্রাইম বিশেষজ্ঞ রাজর্ষি রায় চৌধুরি এবিষয়ে বলেন, "ব্যাঙ্কিং ফ্রডের পাশাপাশি এবার UPI পেমেন্ট ব্যবস্থায় লোককে ভুল বুঝিয়ে QR কোড পাঠিয়ে বেশ কিছু প্রতারণার খবর পাওয়া গেছে । এক্ষেত্রে যেসব ব্যক্তি অনলাইনে টাকা লেনদেন করেন তাদের উচিত নিশ্চিত না হয়ে কোনও QR কোড স্ক্যান না করা । আমরা মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি ।"

দেখুন ভিডিয়ো

শিলিগুড়ি, 26 নভেম্বর : QR কোড স্ক্যান করে গ্রহণ করতেই কেটে নিল টাকা । ব্যবহৃত মোবাইল বিক্রি করতে একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিল শিলিগুড়ির এক যুবক । সেই মোবাইল কেনার নামেই প্রতারণা করা হয় তাঁর সঙ্গে । এই ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। নাম গোবিন্দ দাস ৷ তিনি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকার বাসিন্দা । গোবিন্দবাবু নিজের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করতে একটি নামী সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন । ওই বিজ্ঞাপন দেখে মোবাইল কিনতে আগ্রহী হন এক ব্যক্তি । টেলিফোনে ওই ব্যক্তি গোবিন্দের সঙ্গে যোগাযোগ করেন ৷ ওই ব্যক্তি জানিয়েছিলেন, "আমিও শিলিগুড়ির বাসিন্দা । কর্মসূত্রে ভারতীয় সেনায় বর্তমানে কর্মরত । তাই আপাতত শিলিগুড়ির বাইরে আছি । আপাতত অগ্রিম হিসেবে 4 হাজার টাকা অনলাইনে UPI পেমেন্ট করে দেব । বাকি টাকাটা দিয়ে একদিনের মধ্যেই ওই মোবাইলটি নিয়ে যাবেন আমার এক পরিচিত ।"

গোবিন্দ তাতেই রাজি হয়ে যান ৷ দ্রুত তাঁর কাছে একটি QR কোড আসে । তা গ্রহণ করা মাত্রই অগ্রিম ওই 4 হাজার টাকা মিলবে বলে জানান ও প্রান্তের ব্যক্তি । কথামতো QR কোড গ্রহণ করতেই 4 হাজার টাকা মেলার বদলে উলটে গোবিন্দের অ্যাকাউন্ট থেকে 4 হাজার টাকা কেটে নেওয়া হয় । দ্রুত ওই ব্যক্তিকে গোবিন্দ তা জানালে ওই ব্যক্তি জানান ভুল করে অন্য QR কোড পাঠিয়ে ফেলেছিলেন তিনি । তাই ওই 4 হাজার টাকা ও অগ্রিম বাবদ আরও 4 হাজার অর্থাৎ 8 হাজার টাকা দিচ্ছেন বলে জানান তিনি । ফের আসে আর একটি QR কোড । ফের গ্রহণ করতেই কেটে নেওয়া হয় আরও 8 হাজার টাকা ।

প্রতারকের পাল্লায় পড়েছেন বুঝতে পেরে এরপর ব্যাঙ্ক ও অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থার কাছে অভিযোগ জানান ৷ কিন্তু কোনও সুরাহা না পাওয়ায় শেষমেশ সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন গোবিন্দ । সাইবার ক্রাইম বিশেষজ্ঞ রাজর্ষি রায় চৌধুরি এবিষয়ে বলেন, "ব্যাঙ্কিং ফ্রডের পাশাপাশি এবার UPI পেমেন্ট ব্যবস্থায় লোককে ভুল বুঝিয়ে QR কোড পাঠিয়ে বেশ কিছু প্রতারণার খবর পাওয়া গেছে । এক্ষেত্রে যেসব ব্যক্তি অনলাইনে টাকা লেনদেন করেন তাদের উচিত নিশ্চিত না হয়ে কোনও QR কোড স্ক্যান না করা । আমরা মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি ।"

দেখুন ভিডিয়ো
Intro:QR কোড স্ক্যান করতেই কেটে নিল টাকা। ব্যবহৃত মোবাইল বিক্রি করতে একটি ওয়েবসাইটে বিঞ্জাপন দিয়েছিল শিলিগুড়ির যুবক। সেই মোবাইল কেনার নামেই কার্যত প্রতারণা করা হয়। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক।


Body:শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় থাকেন গোবিন্দ রায়। নিজের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করতে একটি নামি সংস্থার ওয়েবসাইটে বিঞ্জাপন দেন তিনি। বিঞ্জাপন দেখে মোবাইল কিনতে আগ্রহী হন এক ব্যক্তি। টেলিফোনে ওই ব্যক্তি জানান,তিনিও শিলিগুড়ির বাসিন্দা। কর্মসূত্রে ভারতীয় সেনায় কর্মরত। আপাতত শিলিগুড়ির বাইরে আছেন। তিনি প্রস্তাব দেব আপাতত অগ্রিম হিসেবে 4 হাজার টাকা অনলাইনে UPI পেমেন্ট ব্যবস্থায় তিনি দিয়ে দেবেন। বাকি টাকা দিয়ে একদিনের মধ্যেই ওই মোবাইলটি নিয়ে যাবেন তার পরিচিত কেউ।
গোবিন্দ রাজি হতেই তার কাছে পাঠানো হয় QR কোড। তা আকসেপ্ট করলেই অগ্রিম 4 হাজার টাকা মিলবে বলে জানান ও প্রান্তের ব্যক্তি। এরপর তা আকসেপ্ট করতেই 4 হাজার টাকা মেলার বদলে উল্টো গোবিন্দের আকাউন্ট থেকে 4 হাজার টাকা কেটে নেওয়া হয়। দ্রুত ওই ব্যক্তিকে গোবিন্দ তা জানালে ওই ব্যক্তি বলেন ভুল করে অন্য QR কোড দিয়ে ফেলেছিলেন তিনি। তাই ওই 4 হাজার টাকা ও অগ্রিম বাবদ আরো 4 হাজার অর্থাৎ 8 হাজার টাকা দিচ্ছেন তিনি। ফের আসে QR কোড। তা আকসেপ্ট করতেই ফের কেটে নেওয়া হয় আর 8 হাজার টাকা।

প্রতারকের পাল্লায় পড়েছেন বুঝতে পেরে এরপর ব্যাংক ও পেটিএমের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা না হওয়ায় পুলিশের দ্বারস্থ হন ওই যুবক।
সাইবার ক্রাইম বিশষজ্ঞ রাজর্ষি রায় চৌধুরী বলেন ব্যাংক ফ্রডের পাশাপাশি এবার UPI পেমেন্ট ব্যবস্থায় লোককে ভুল বুঝিয়ে QR কোড পাঠিয়ে বেশ কিছু প্রতারনার খবর মিলছে। এক্ষেতে যেসব ব্যক্তি অনলাইনে টাকা লেনদেন করেন তাদের উচিত নিশ্চিত না হয়ে কোনও QR কোড স্ক্যান না করা। আমরা মানুষকে সচেতন করার কাজ চালাচ্ছি।


Conclusion:
Last Updated : Dec 1, 2019, 1:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.