ETV Bharat / city

Tourist seriously injured in North Bengal : ছবি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম পর্যটক - ট্রেন থেকে পড়ে গুরুতর জখম পর্যটক

সেভকে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক পর্যটক ৷ শিলিগুড়ির নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত শোভন বিশ্বাস ৷ ট্রেন থেকে জঙ্গলের ছবি তুলতে গিয়েই দুর্ঘটনার শিকার তিনি ৷ দুর্ঘটনার পরেই বাগুইআটির ওই পর্যটক দলের আনন্দ বিষাদে পরিণত হয় (Tourist seriously injured in North Bengal) ৷

Tourist seriously injured in North Bengal
ছবি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম পর্যটক
author img

By

Published : May 6, 2022, 10:22 PM IST

শিলিগুড়ি, 6 মে : উত্তরবঙ্গ মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ৷ সেই সৌন্দর্য্যকে ক্যামেরা বন্দি করতে গিয়ে মারাত্মক পরিণতি পর্যটকের ৷ ট্রেনের দরজা থেকে বাইরে ঝুলে ছবি তুলতে গিয়েই রেল লাইনের ধারে থাকা সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে গুরুতর জখম হন ওই যুবক ৷ জখম ওই পর্যটকের নাম শোভন বিশ্বাস ৷ উত্তর 24 পরগনার বাগুইআটির বাসিন্দা ৷ বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনার পরেই আনন্দ বিষাদে বদলে যায় ওই পর্যটক দলের (Tourist seriously injured in North Bengal) ৷

জানা গিয়েছে , বৃহস্পতিবার রাতে শোভন, তাঁর দাদা, বৌদি ও বন্ধু মিলিয়ে 25 জনের সঙ্গে ডুয়ার্সে ঘুরতে যায়। সেখান থেকে ফের ট্রেনে মালবাজার যাওয়ার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রওনা দেন । সেভকের রেল স্টেশন পার করে ট্রেনটি যখন ঘন পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সময়েই এক বন্ধুকে সঙ্গে নিয়ে শোভন দরজার কাছে যায় জঙ্গলের ছবি তুলতে । দরজার বাইরে ঝুলে ছবি তুলতে গেলে সিগন্যালের পোস্টে ধাক্কা লাগে ট্রেন থেকে লাইনে পড়ে গুরুতর জখম হন ওই পর্যটক । দুর্ঘটনা বুঝতে পেরেই যাত্রীরা চিৎকার করে ও চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেয় ।

আরও পড়ুন : ভিড় ট্রেন থেকে পড়ে আহত যাত্রী, চম্পাহাটিতে রেল অবরোধ

গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে শিলিগুড়ির সেভক রোডের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। নার্সিংহোম সূত্রে খবর, শোভনের অবস্থা আশঙ্কাজনক । কোমায় রয়েছে ওই যুবক। বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা রয়েছে । আহত যুবকের বন্ধু কল্যাণ বিশ্বাস বলেন, "আমরা কামরায় নিজেদের সিটে বসেছিলাম । ওই একা দরজার কাছে যায় । দরজার বাইরে থেকে দেখছিল । সেই সময় লাইনের পাশে থাকা পিলারে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যায় । আমরা ট্রেন থামিয়ে ওকে উদ্ধার করে নার্সিংহোমে ভর্তি করি।"

আরেক বন্ধু বাবলু লায়েক বলেন, "সেভক পার করে জঙ্গল শুরু হতেই ছবি তুলতে যায়। দরজা থেকে বাইরে ঝুলে ছবি তুলতে গেলে পিলারে ধাক্কা খায়। এরপর আমরা ওকে নার্সিংহোমে ভর্তি করি। চিকিৎসকরা পরিস্থিতি খারাপ বলে জানিয়েছে। কোমায় রয়েছে।"

শিলিগুড়ি, 6 মে : উত্তরবঙ্গ মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ৷ সেই সৌন্দর্য্যকে ক্যামেরা বন্দি করতে গিয়ে মারাত্মক পরিণতি পর্যটকের ৷ ট্রেনের দরজা থেকে বাইরে ঝুলে ছবি তুলতে গিয়েই রেল লাইনের ধারে থাকা সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে গুরুতর জখম হন ওই যুবক ৷ জখম ওই পর্যটকের নাম শোভন বিশ্বাস ৷ উত্তর 24 পরগনার বাগুইআটির বাসিন্দা ৷ বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনার পরেই আনন্দ বিষাদে বদলে যায় ওই পর্যটক দলের (Tourist seriously injured in North Bengal) ৷

জানা গিয়েছে , বৃহস্পতিবার রাতে শোভন, তাঁর দাদা, বৌদি ও বন্ধু মিলিয়ে 25 জনের সঙ্গে ডুয়ার্সে ঘুরতে যায়। সেখান থেকে ফের ট্রেনে মালবাজার যাওয়ার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রওনা দেন । সেভকের রেল স্টেশন পার করে ট্রেনটি যখন ঘন পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সময়েই এক বন্ধুকে সঙ্গে নিয়ে শোভন দরজার কাছে যায় জঙ্গলের ছবি তুলতে । দরজার বাইরে ঝুলে ছবি তুলতে গেলে সিগন্যালের পোস্টে ধাক্কা লাগে ট্রেন থেকে লাইনে পড়ে গুরুতর জখম হন ওই পর্যটক । দুর্ঘটনা বুঝতে পেরেই যাত্রীরা চিৎকার করে ও চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেয় ।

আরও পড়ুন : ভিড় ট্রেন থেকে পড়ে আহত যাত্রী, চম্পাহাটিতে রেল অবরোধ

গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে শিলিগুড়ির সেভক রোডের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। নার্সিংহোম সূত্রে খবর, শোভনের অবস্থা আশঙ্কাজনক । কোমায় রয়েছে ওই যুবক। বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা রয়েছে । আহত যুবকের বন্ধু কল্যাণ বিশ্বাস বলেন, "আমরা কামরায় নিজেদের সিটে বসেছিলাম । ওই একা দরজার কাছে যায় । দরজার বাইরে থেকে দেখছিল । সেই সময় লাইনের পাশে থাকা পিলারে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যায় । আমরা ট্রেন থামিয়ে ওকে উদ্ধার করে নার্সিংহোমে ভর্তি করি।"

আরেক বন্ধু বাবলু লায়েক বলেন, "সেভক পার করে জঙ্গল শুরু হতেই ছবি তুলতে যায়। দরজা থেকে বাইরে ঝুলে ছবি তুলতে গেলে পিলারে ধাক্কা খায়। এরপর আমরা ওকে নার্সিংহোমে ভর্তি করি। চিকিৎসকরা পরিস্থিতি খারাপ বলে জানিয়েছে। কোমায় রয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.