ETV Bharat / city

SSB-র জালে 3 সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র - Bagdogra

আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে ৷ গোপনে এই খবর পেয়ে আজ সন্ধ্যায় SSB-র জওয়ানরা ক্রেতা সেজে ফাঁদ পেতে গ্রেপ্তার করল তিন সন্দেহভাজন জঙ্গিকে ৷ তিনজনই অসমের জঙ্গিগোষ্ঠী ULFA-র সঙ্গে জড়িত বলে জানা গেছে ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 19, 2019, 11:42 PM IST

শিলিগুড়ি, ১৯ জুলাই : আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল SSB । তিনজনই অসমের জঙ্গিগোষ্ঠী ULFA-র সঙ্গে জড়িত বলে জানা গেছে ৷ আজ বাগডোগরার থানা এলাকার বিহার মোড়ের কাছ থেকে তাদের আটক করা হয় ৷

আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে ৷ গোপনে এই খবর পেয়ে আজ সন্ধ্যায় SSB-র জওয়ানরা ক্রেতা সেজে বাগডোগরা থানা এলাকায় হাজির হন ৷ বিহার মোড়ের কাছে একটি হোটেলের সামনে এসে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ৷ এরপর একটি ফ্লাইওভারের নিচ থেকে তাদের হাতেনাতে ধরে SSB-র জওয়ানরা । উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ।

আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসছিল বা কোথায় পৌঁছানো হত তা এখনও জানা যায়নি । শুরু হয়েছে তদন্ত । তারা নাশকতার ছক কষেছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

শিলিগুড়ি, ১৯ জুলাই : আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল SSB । তিনজনই অসমের জঙ্গিগোষ্ঠী ULFA-র সঙ্গে জড়িত বলে জানা গেছে ৷ আজ বাগডোগরার থানা এলাকার বিহার মোড়ের কাছ থেকে তাদের আটক করা হয় ৷

আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে ৷ গোপনে এই খবর পেয়ে আজ সন্ধ্যায় SSB-র জওয়ানরা ক্রেতা সেজে বাগডোগরা থানা এলাকায় হাজির হন ৷ বিহার মোড়ের কাছে একটি হোটেলের সামনে এসে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ৷ এরপর একটি ফ্লাইওভারের নিচ থেকে তাদের হাতেনাতে ধরে SSB-র জওয়ানরা । উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ।

আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসছিল বা কোথায় পৌঁছানো হত তা এখনও জানা যায়নি । শুরু হয়েছে তদন্ত । তারা নাশকতার ছক কষেছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার তিন জঙ্গী সংগঠনের সদস্য!

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল এসএসবি। প্রাথমিকভাবে জানা গিয়েছে অভিযুক্ত তিনজনই অসমের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী উলফার সঙ্গে সরাসরি যুক্ত। জিঞ্জাসাবাদের পর ধৃতদের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

Body:সূত্র মোতাবেক খবর পেয়ে আজ সন্ধ্যায় এসএসবির জওয়ানেরা ছদ্মবেশে বাগডোগরা থানা এলাকার বিহার মোড়ে কাছে একটি মোটেলের সামনে ক্রেতা হিসাবে হাজির হন। অন্যদিকে কাছেই একটি ফ্লাই ওভারের নীচেই ছদ্মবেশী গামছা পড়া জওয়ানরা ওত পেতে থাকেন। খবর অনুসারে তিনজন ব্যক্তি একত্রে জমা হলে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

Conclusion:ছদ্মবেশী জওয়ানদের উপস্থিতি টের পেতেই গ্রেফতারের আগ্নেয়াস্ত্র কারবারীরা পালিয়ে যাবার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তবে ধৃতরা ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় পৌঁছানো হত তা এখনও জানাযায়নি। সেক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের কোন নাশকতার ছক ছিল কি না।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.