ETV Bharat / city

তিনধরিয়ায় খাদে গাড়ি পড়ে মৃত 2 - accident at siliguri

তিনধরিয়ায় খাদে গাড়ি পড়ে মৃত 2 ৷ আহত 16 ৷

তিনধারিয়াতে খাদে গাড়ি পড়ে মৃত 2
তিনধারিয়াতে খাদে গাড়ি পড়ে মৃত 2
author img

By

Published : Oct 18, 2020, 10:14 PM IST

শিলিগুড়ি, 18 অক্টোবর : শিলিগুড়ির তিনধরিয়ায় খাদে গাড়ি পড়ে মৃত্যু হল দু'জনের ৷ পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে গাড়িটি ৷ আহত হয়েছে 16 জন ৷

মৃতদের নাম সুরজ থাপা (26) ও দীপল থাপা (22) ৷ মৃতরা তিনধরিয়ার নরবুং চাবাগান এলাকার বাসিন্দা ৷ তাঁদের উদ্ধার করে সুকনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

পুলিশ আরও জানায়, প্রাথমিক চিকিৎসার পর আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ৷

শিলিগুড়ি, 18 অক্টোবর : শিলিগুড়ির তিনধরিয়ায় খাদে গাড়ি পড়ে মৃত্যু হল দু'জনের ৷ পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে গাড়িটি ৷ আহত হয়েছে 16 জন ৷

মৃতদের নাম সুরজ থাপা (26) ও দীপল থাপা (22) ৷ মৃতরা তিনধরিয়ার নরবুং চাবাগান এলাকার বাসিন্দা ৷ তাঁদের উদ্ধার করে সুকনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

পুলিশ আরও জানায়, প্রাথমিক চিকিৎসার পর আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.