ETV Bharat / city

হাতবদলের আগে ব্রাউন সুগার সহ নগদ টাকা উদ্ধার, ধৃত 2 - brown sugar

প্রায় 6 লাখ টাকা মূল্যের ব্রাউন সুগার সহ নগদ 2 লাখ 15 হাজার টাকা উদ্ধার শিলিগুড়িতে ৷

হাতবদলের আগে উদ্ধার ব্রাউন সুগার সহ নগদ টাকা, ধৃত 2
হাতবদলের আগে উদ্ধার ব্রাউন সুগার সহ নগদ টাকা, ধৃত 2
author img

By

Published : Jun 19, 2021, 5:03 PM IST

শিলিগুড়ি, 19 জুন : 290 গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার সহ 2 লাখ 15 হাজার নগদ টাকা উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ ৷ শিলিগুড়ি থানার পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ গত রাতে ফাঁসিদেওয়ায় অভিযান চালায় ৷ ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার ৷ ঘটনায় 2 জন ধৃত ৷

পুলিশের জালে 2 পাচারকারী, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : স্ত্রী’র বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেমিককে খুনে অভিযুক্ত স্বামী

ধৃতদের নাম মহম্মদ আজিজ ও শুভঙ্কর ঘোষ ৷ আজিজ ফাঁসিদেওয়ার লিউসিপাকরির বাসিন্দা, ঘোষপাড়ায় বাড়ি শুভঙ্করের ৷ গতরাতে কমিশনারেটের এসওজি ও বাগডোগরা থানার পুলিশ অভিযান চালায় । পুলিশ জানিয়েছে, রাঙাপানিতে হাতবদলের সময় ব্রাউন সুগার ও নগদ অর্থ উদ্ধার হয় আজিজ ও শুভঙ্করের কাছ থেকে ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে ৷

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় 6 লাখ টাকা ৷ ধৃতদের কাছ থেকে 5 টি মোবাইল ফোন উদ্ধার হয় ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ ধৃতদের কাছে এই ব্রাউন সুগার কোথা থেকে এল, আর কার কাছেই হাতবদল হচ্ছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) কুনওয়ান ভূষণ সিং ৷ শিলিগুড়ি মহকুমা আদালতে ধৃতদের তোলা হয়েছে ৷ তাদের তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

শিলিগুড়ি, 19 জুন : 290 গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার সহ 2 লাখ 15 হাজার নগদ টাকা উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ ৷ শিলিগুড়ি থানার পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ গত রাতে ফাঁসিদেওয়ায় অভিযান চালায় ৷ ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার ৷ ঘটনায় 2 জন ধৃত ৷

পুলিশের জালে 2 পাচারকারী, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : স্ত্রী’র বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেমিককে খুনে অভিযুক্ত স্বামী

ধৃতদের নাম মহম্মদ আজিজ ও শুভঙ্কর ঘোষ ৷ আজিজ ফাঁসিদেওয়ার লিউসিপাকরির বাসিন্দা, ঘোষপাড়ায় বাড়ি শুভঙ্করের ৷ গতরাতে কমিশনারেটের এসওজি ও বাগডোগরা থানার পুলিশ অভিযান চালায় । পুলিশ জানিয়েছে, রাঙাপানিতে হাতবদলের সময় ব্রাউন সুগার ও নগদ অর্থ উদ্ধার হয় আজিজ ও শুভঙ্করের কাছ থেকে ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে ৷

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় 6 লাখ টাকা ৷ ধৃতদের কাছ থেকে 5 টি মোবাইল ফোন উদ্ধার হয় ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ ধৃতদের কাছে এই ব্রাউন সুগার কোথা থেকে এল, আর কার কাছেই হাতবদল হচ্ছিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) কুনওয়ান ভূষণ সিং ৷ শিলিগুড়ি মহকুমা আদালতে ধৃতদের তোলা হয়েছে ৷ তাদের তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.