ETV Bharat / city

ED raid in Tripura: ত্রিপুরায় তিনটি মাদক পাচারের মামলায় ইডি তল্লাশি অভিযান - প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট

তিনটি মাদক পাচারের (Drug Smuggling) মামলায় মঙ্গলবার ত্রিপুরায় তল্লাশি অভিযান চালালো এফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ দু’টি জায়গায় এই তল্লাশি অভিযান চলে (ED conducts raid in Tripura) ৷

Enforcement Directorate
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
author img

By

Published : Dec 20, 2022, 1:34 PM IST

আগরতলা (ত্রিপুরা), 20 ডিসেম্বর: মাস দুয়েকের মধ্যেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে ওই রাজ্যে মঙ্গলবার তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ (PMLA)-এর অধীনে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চলে ৷ ওই রাজ্যের দু’টি জায়গায় ইডি (ED) তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর ।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইডির তরফে জানানো হয়েছে, তারা তিনটি মাদক পাচারের মামলার তদন্তের ক্ষেত্রে ত্রিপুরার আগরতলা এবং সিপাহিজলা জেলায় এই তল্লাশি অভিযান চালিয়েছে । ত্রিপুরা পুলিশের তরফে এনডিপিএস আইন (NDPS Act), 1985-এর 20/29 ধারার অধীনে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেয় ৷ ওই তিনজন হলেন সুজিত সরকার, বিজয় পাল ও পরেশচন্দ্র রায়৷ তাঁদের বিরুদ্ধে মাদক পাচারে (Drug Smuggling) সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ সেই মামলাতেই এদিনের তল্লাশি অভিযান বলে ইডির তরফে জানানো হয়েছে ৷

ইডির তরফে আরও জানানো হয়েছে, ওই তিনজনের ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ নগদ জমা হয়েছিল । তদন্তে এই তথ্য উঠে এসেছে৷ তল্লাশি অভিযানের সময় ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 2 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ এছাড়া ফিক্সড ডিপোজিট, বিমা পলিসি ও স্থাবর সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই বিষয়ে আরও তথ্য জানতে তদন্ত চলছে বলে ইডি জানিয়েছে ৷

আরও পড়ুন: মই দিয়ে সীমান্ত পারের চেষ্টা, ত্রিপুরা থেকে গ্রেফতার 7 বাংলাদেশি

আগরতলা (ত্রিপুরা), 20 ডিসেম্বর: মাস দুয়েকের মধ্যেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে ওই রাজ্যে মঙ্গলবার তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ (PMLA)-এর অধীনে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চলে ৷ ওই রাজ্যের দু’টি জায়গায় ইডি (ED) তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর ।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইডির তরফে জানানো হয়েছে, তারা তিনটি মাদক পাচারের মামলার তদন্তের ক্ষেত্রে ত্রিপুরার আগরতলা এবং সিপাহিজলা জেলায় এই তল্লাশি অভিযান চালিয়েছে । ত্রিপুরা পুলিশের তরফে এনডিপিএস আইন (NDPS Act), 1985-এর 20/29 ধারার অধীনে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেয় ৷ ওই তিনজন হলেন সুজিত সরকার, বিজয় পাল ও পরেশচন্দ্র রায়৷ তাঁদের বিরুদ্ধে মাদক পাচারে (Drug Smuggling) সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ সেই মামলাতেই এদিনের তল্লাশি অভিযান বলে ইডির তরফে জানানো হয়েছে ৷

ইডির তরফে আরও জানানো হয়েছে, ওই তিনজনের ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ নগদ জমা হয়েছিল । তদন্তে এই তথ্য উঠে এসেছে৷ তল্লাশি অভিযানের সময় ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 2 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ এছাড়া ফিক্সড ডিপোজিট, বিমা পলিসি ও স্থাবর সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই বিষয়ে আরও তথ্য জানতে তদন্ত চলছে বলে ইডি জানিয়েছে ৷

আরও পড়ুন: মই দিয়ে সীমান্ত পারের চেষ্টা, ত্রিপুরা থেকে গ্রেফতার 7 বাংলাদেশি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.