ETV Bharat / city

Tripura Violence : সিপিএম অফিসে হামলায় অভিযুক্ত বিজেপি, পালটা দাবি গেরুয়া শিবিরের - CPIM

বুধবার ত্রিপুরা বিজেপির তরফে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ সেই মিছিল থেকেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ৷

bjp-allegedly-attack-cpim-party-office-in-tripura
Tripura Violence : সিপিএম অফিসে হামলায় অভিযুক্ত বিজেপি, পালটা দাবি গেরুয়া শিবিরের
author img

By

Published : Sep 9, 2021, 3:55 PM IST

আগরতলা, 9 সেপ্টেম্বর : ত্রিপুরায় সিপিএমের সদর দফতরে বুধবার হামলার ঘটনা ঘটে ৷ এই ঘটনায় অভিযুক্ত বিজেপি ৷ অভিযোগ, সিপিএমের সদর দফতরের সামনে রাখা দু’টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Boats collided on Brahmaputra : ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত 1, নিখোঁজ অসংখ্য

বুধবার ত্রিপুরা বিজেপির তরফে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ সেই মিছিল থেকেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ সিপিএমের স্থানীয় নেতৃত্বের দাবি, মিছিল স্থানীয় মেলার মাঠে পৌঁছানোর পর দলের সদর দফতরে হামলা চালায় বিজেপি সমর্থকরা ৷ ভাঙচুর করা হয় ৷ কিছু গাড়ি ও মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

এদিকে ত্রিপুরার ধনপুরে সিপিএমের হামলার প্রতিবাদে বিজেপির তরফে যে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়, সেই মিছিলে বিজেপির পাপিয়া দত্ত, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের মতো অভিজ্ঞ নেতারাও ছিলেন ৷ সেই মিছিল থেকে পালটা হামলা হওয়ায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : Uttar Pradesh BJP : নজরে উত্তরপ্রদেশ, ভোটের আগে যোগী রাজ্যের সংগঠনে ব্যাপক রদবদল বিজেপির

যদিও এই নিয়ে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, সিপিএম বিজেপির রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করে মানুষের মনে আবার জায়গা করে নিতে চাইছে ৷ সাম্প্রদায়িক বিতর্ক তৈরি করতে চাইছে ৷ কিন্তু বিজেপি তা কখনওই হতে দেবে না ৷

সিপিএমের পার্টি অফিসের পাশেই প্রতিবাদী কলম নামে একটি সংবাদমাধ্যমের অফিস রয়েছে ৷ সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় ত্রিপুরার সংবাদমাধ্যমে ক্ষোভ ছড়িয়েছে ৷ তবে ওই অফিসে পরে যান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷ তাঁরা সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ প্রতিমা ভৌমিক এই ঘটনায় সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়েছেন ৷

আরও পড়ুন : Afghanistan Situation : আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন ও রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের

অন্যদিকে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার জানান, তাঁদের দলকে এভাবে আটকানো যাবে না ৷ সাফল্য পাওয়ার জন্য শাসকদল অনেক চেষ্টা করছে ৷ কিন্তু সাফল্য পাবে না ৷

আগরতলা, 9 সেপ্টেম্বর : ত্রিপুরায় সিপিএমের সদর দফতরে বুধবার হামলার ঘটনা ঘটে ৷ এই ঘটনায় অভিযুক্ত বিজেপি ৷ অভিযোগ, সিপিএমের সদর দফতরের সামনে রাখা দু’টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Boats collided on Brahmaputra : ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত 1, নিখোঁজ অসংখ্য

বুধবার ত্রিপুরা বিজেপির তরফে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ সেই মিছিল থেকেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ সিপিএমের স্থানীয় নেতৃত্বের দাবি, মিছিল স্থানীয় মেলার মাঠে পৌঁছানোর পর দলের সদর দফতরে হামলা চালায় বিজেপি সমর্থকরা ৷ ভাঙচুর করা হয় ৷ কিছু গাড়ি ও মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

এদিকে ত্রিপুরার ধনপুরে সিপিএমের হামলার প্রতিবাদে বিজেপির তরফে যে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়, সেই মিছিলে বিজেপির পাপিয়া দত্ত, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের মতো অভিজ্ঞ নেতারাও ছিলেন ৷ সেই মিছিল থেকে পালটা হামলা হওয়ায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : Uttar Pradesh BJP : নজরে উত্তরপ্রদেশ, ভোটের আগে যোগী রাজ্যের সংগঠনে ব্যাপক রদবদল বিজেপির

যদিও এই নিয়ে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, সিপিএম বিজেপির রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করে মানুষের মনে আবার জায়গা করে নিতে চাইছে ৷ সাম্প্রদায়িক বিতর্ক তৈরি করতে চাইছে ৷ কিন্তু বিজেপি তা কখনওই হতে দেবে না ৷

সিপিএমের পার্টি অফিসের পাশেই প্রতিবাদী কলম নামে একটি সংবাদমাধ্যমের অফিস রয়েছে ৷ সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় ত্রিপুরার সংবাদমাধ্যমে ক্ষোভ ছড়িয়েছে ৷ তবে ওই অফিসে পরে যান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷ তাঁরা সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ প্রতিমা ভৌমিক এই ঘটনায় সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়েছেন ৷

আরও পড়ুন : Afghanistan Situation : আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন ও রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের

অন্যদিকে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার জানান, তাঁদের দলকে এভাবে আটকানো যাবে না ৷ সাফল্য পাওয়ার জন্য শাসকদল অনেক চেষ্টা করছে ৷ কিন্তু সাফল্য পাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.