মালদা, 3 এপ্রিল : কালিয়াচক থানার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি গ্রামের আমবাগান থেকে উদ্ধার হল যুবতির ঝুলন্ত দেহ ৷ মৃতার পরিবারের অভিযোগ, ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ ওই যুবতির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷
মৃত যুবতির আব্বা পেশায় চাষি ৷ গতকাল রাত আটটা নাগাদ যুবতি বাড়ির বাইরে বেরোয় ৷ তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ পরিবারের লোকেরা প্রথমে খুঁজতে যায় ৷ কিন্তু, খুঁজে না পেয়ে বিষয়টি গ্রামের সবাইকে জানায় ৷ তাঁরাও যুবতির খোঁজ শুরু করে ৷ কিন্তু আজ সকালে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আমবাগানে যুবতির ঝুলন্ত দেখতে পান এলাকারই কয়েকজন৷ তাঁরা যুবতিকে চিনতে পেরে তাঁর পরিবারকে বিষয়টি জানায় ৷
তবে যুবতির গলার হার, হাতের চুড়ি ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি ৷ শরীরের বিভিন্ন জায়গায় মারধরের দাগও স্পষ্ট ৷ তাঁর পরিবারের দাবি, কেউ বা কারা ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে তাঁকে খুন করেছে ৷ পরিবারের তরফে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ গাছ থেকে নামিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ কালিয়াচক থানার IC আশিস দাস জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত ওই যুবতির মোবাইল ফোনটির কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷"