মালদা, 22 জুন: বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে পাট খেতে ঢুকিয়ে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠেছে কাকার বিরুদ্ধে (uncle raped Niece in Malda)। ধর্ষণের পর পাট খেতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত । শেষ পর্যন্ত মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে ওই ব্যক্তিকে বিহার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার করা হয়েছে নির্যাতিতাকেও । ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ।
জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বয়স 12 বছর । নিতান্তই নিম্নবিত্ত পরিবারের মেয়ে । তার বাড়ির পাশেই থাকে সন্তোষ গোস্বামী ওরফে টিকিয়া নামে 38 বছরের ওই অভিযুক্ত । তাকে কাকা বলে সম্বোধন করত মেয়েটি । গতকাল দুপুরে সন্তোষ ওই মেয়েটিকে বেড়াতে যাওয়ার নাম করে সঙ্গে নিয়ে বেরোয় । কিন্তু বিকেল গড়াতে চললেও মেয়ে ঘরে না-ফেরায় চিন্তায় পড়েন তার মা । তখনই স্থানীয় কয়েকজনের কাছে তিনি শুনতে পান, তাঁর মেয়ে পাট খেতের মধ্যে পড়ে রয়েছে । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মা । পাট খেতের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করেন ।
খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় । পুলিশ নির্যাতিতাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে । এরপরেই অভিযুক্তের সন্ধানে শুরু হয় পুলিশি তল্লাশি। কিন্তু কোথাও অভিযুক্তের খোঁজ মিলছিল না । শেষ পর্যন্ত ফোন নম্বর ট্র্যাক করে বিহার সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । জেরায় স্বীকার করে নেয়, সে কয়েকবার ওই নাবালিকাকে ধর্ষণ করেছে (Minor Girl Raped in Malda)। তারপর বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ।
নাবালিকার মা বলেন, "অভিযুক্ত সম্পর্কে আমার দেওর হয় । প্রথমে আমি ওর সঙ্গে মেয়েকে বেড়াতে যেতে দিতে চাইনি । তখন সম্পর্কে আমার এক শাশুড়ি আমাকে বলে, কাকার সঙ্গে মেয়ে বেড়াতে গেলে কী হবে ? এরপর সে মেয়েকে নিয়ে বেরিয়ে যায় । বিকেল গড়িয়ে গেলেও মেয়ে ঘরে না-ফেরায় আমি ওই শাশুড়িকে জিজ্ঞেস করি । মেয়ের খোঁজ করতে থাকি । তখনই খবর পাই, মেয়ে পাট খেতে পড়ে রয়েছে । ওখান থেকে ওকে বেরোতেও দেখেছে কয়েকজন । আমি ওর কঠোর শাস্তি চাই । নইলে আগামীতে অন্যের মেয়ের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে ।"
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ নুর আজম বলেন, "অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে । এমন ঘটনা যাতে এলাকায় আর না-ঘটে তার জন্য পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করুক । তবে আমাদেরও সতর্ক থাকতে হবে । এমন ঘটনা যাতে এলাকায় না-ঘটে তার জন্য আমরা মানুষকে সতর্ক করে থাকি । তারপরেও এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে । এমনটা হওয়া কাম্য ছিল না ।"
আরও পড়ুন : Minor Girl Raped: ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক
হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজম বলেন, "ধৃতের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । আজই তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে ।"