ETV Bharat / city

মালদায় চোর সন্দেহে 2 যুবককে মারধর

চোর সন্দেহে মালদার ইংরেজবাজারে দুই যুবককে মারধর ৷ আক্রান্তদের নাম হাইয়ুল শেখ ও সালাম শেখ ৷ ঘটনায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে ৷

আক্রান্ত যুবক
author img

By

Published : Oct 13, 2019, 2:56 PM IST

মালদা, 13 অক্টোবর : চোর সন্দেহে দুই যুবককে মারধর ৷ মালদার ইংরেজবাজারের 3 নম্বর গভর্নমেন্ট কলোনির ঘটনা ৷ আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আক্রান্তদের নাম হাইয়ুল শেখ ও সালাম শেখ ৷ হাইয়ুলের বাড়ি সুজাপুরের স্কুল পাড়ায় ও সালামের বাড়ি সুজাপুরের ডাঙা এলাকায় ৷ গতরাতে তাঁদের কলোনির একটি বাড়ির ছাদে দেখতে পায় স্থানীয়রা ৷ চোর সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ ৷ মারের চোটে সংজ্ঞা হারান দু'জনেই ৷

হাইয়ুল বলেন, গতরাতে তাঁরা ওই এলাকায় গিয়েছিলেন ৷ স্থানীয় কয়েকজন লাইট নিয়ে ঘোরাঘুরি করছিল ৷ তাঁদের দেখতে পেয়েই তারা (স্থানীয়রা) চোর চোর বলে চিৎকার করে ওঠে ৷ পালাতে গেলে পিছু ধাওয়া করে ৷ বাঁশ, লাঠি দিয়ে মারধর করে ৷ চোর সন্দেহে মারধর করা হয় ৷

এই ঘটনায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে ৷

মালদা, 13 অক্টোবর : চোর সন্দেহে দুই যুবককে মারধর ৷ মালদার ইংরেজবাজারের 3 নম্বর গভর্নমেন্ট কলোনির ঘটনা ৷ আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আক্রান্তদের নাম হাইয়ুল শেখ ও সালাম শেখ ৷ হাইয়ুলের বাড়ি সুজাপুরের স্কুল পাড়ায় ও সালামের বাড়ি সুজাপুরের ডাঙা এলাকায় ৷ গতরাতে তাঁদের কলোনির একটি বাড়ির ছাদে দেখতে পায় স্থানীয়রা ৷ চোর সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ ৷ মারের চোটে সংজ্ঞা হারান দু'জনেই ৷

হাইয়ুল বলেন, গতরাতে তাঁরা ওই এলাকায় গিয়েছিলেন ৷ স্থানীয় কয়েকজন লাইট নিয়ে ঘোরাঘুরি করছিল ৷ তাঁদের দেখতে পেয়েই তারা (স্থানীয়রা) চোর চোর বলে চিৎকার করে ওঠে ৷ পালাতে গেলে পিছু ধাওয়া করে ৷ বাঁশ, লাঠি দিয়ে মারধর করে ৷ চোর সন্দেহে মারধর করা হয় ৷

এই ঘটনায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে ৷

Intro:মালদা, ১৩ অক্টোবরঃ সরকারি প্রচার আছে৷ সচেতনতা বৃদ্ধিতে চেষ্টাও আছে৷ তবু হুঁশ ফেরেনি মানুষের৷ ফের গণপ্রহারের শিকার দুই যুবক৷ এবার খোদ মালদা শহরে৷ আক্রান্ত দুই যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ গতকাল বেশি রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের ৩ নম্বর গভঃ কলোনি এলাকায়৷Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মালদা শহরের ৩ নম্বর গভঃ কলোনি এলাকার একটি বাড়ির ছাদে দুই যুবককে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা৷ চোর সন্দেহে দুই যুবককে ধরে চলতে থাকে গণপ্রহার৷ গণপ্রহারে জ্ঞান হারিয়ে ফেললে দুই যুবককে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা৷ আক্রান্ত দুই যুবকের নাম হাইয়ুল শেখ (২২) ও সালাম শেখ (২০)৷ হাইয়ুলের বাড়ি সুজাপুরের স্কুল পাড়ায় ও সালাম সুজাপুরের ডাঙ্গা এলাকার বাসিন্দা৷Conclusion:হাইয়ুল জানান, “গতকাল রাতে ৩ নম্বর গভঃ কলোনি এলাকায় আমরা গিয়েছিলাম৷ স্থানীয় কয়েকজন লাইন নিয়ে ঘোরাঘুরি করছিল৷ আমাদের দেখতে পেয়ে স্থানীয়রা চোর চোর বলে চিৎকার করে আমাদের পিছু ধাওয়া করতে থাকে৷ আমরাও ভয়ে পালানোর চেষ্টা করি৷ এরপরেই আমাদের ধরে বাঁশ দিয়ে মারধর করতে থাকে৷ চোর সন্দেহ করেই আমাদের মারধর করা হয়েছে৷” একই বক্তব্য সালামের৷ সে জানায়, “আমরা গতকাল রাতে হাসপাতালের পেছনের পাড়ায় গিয়েছিলাম৷ সেখানে লোকজন চোর সন্দেহে আমাদের মারধর করে৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.