ETV Bharat / city

'সাবধান ! আমি হাসান' ; মালদার জয়েন্ট BDO-কে হুমকি ফোন

মালদায় জয়েন্ট BDO-কে হুমকি ফোন ৷ দুর্নীতিরোধে পদক্ষেপ করায় হুমকি ফোন বলে অনুমান করছেন জয়েন্ট BDO রানাদিত্য বিশ্বাস ৷

জয়েন্ট BDO
author img

By

Published : Sep 7, 2019, 4:49 AM IST

মালদা, 7 সেপ্টেম্বর : "সাবধান ! আমার নাম হাসান ৷" না, কোনও ফিল্মের ডায়ালগ নয় ৷ এক সরকারি আধিকারিককে ফোন করে এভাবেই হুমকি দেওয়া হয়েছে ৷ গতকাল বিকেলে BDO দপ্তরে থাকাকালীন অচেনা নম্বর থেকে ফোন আসে পুরাতন মালদার জয়েন্ট BDO রানাদিত্য বিশ্বাসের কাছে ৷ ফোনের ওপার থেকে দেওয়া হয় হুমকি ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ব্লক প্রশাসনিক দপ্তরে ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি কোনও দালালচক্রের বাধা হয়ে দাঁড়িয়েছেন জয়েন্ট BDO?

এবিষয়ে রানাদিত্যবাবু বলেন, "কাল সন্ধ্যায় আমি BDO সাহেবের দপ্তরে বসেছিলাম ৷ হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন আসে ৷ আমি জানতে চাইলাম, কে বলছেন ৷ ক্ষণিকের জন্য কোনও আওয়াজ আসেনি ৷ কিছু সময় পরে ফোনের ওপার থেকে এক ব্যক্তি বলে ওঠেন সাবধান ! আমার নাম হাসান ৷ এরপরেই আমি জানতে চাই কে বলছেন? কোথায় বাড়ি? ওই ব্যক্তি কোনও উত্তর না দিয়ে ফোন কেটে দেন ৷ পরে অন্য এক নম্বর থেকে ফোন করা হলে ওই ব্যক্তি নিজের বাড়ি কখনও ইংরেজবাজার, কখনও পুরাতন মালদা বলছিলেন ৷ তারপরেই ফোন রেখে দেন ৷" তিনি আরও বলেন, "আমার মনে হচ্ছে, BDO সাহেব দপ্তরে যোগদানের পর সরকারি কাজ সুষ্ঠুভাবে রূপায়িত করার জন্য নানা উদ্যোগ নিয়েছেন ৷ তার ফলে হয়ত অনেকের স্বার্থের হানি হচ্ছে ৷ আমার এবং BDO সাহেব দু'জনেরই মনে হচ্ছে সেই কারণে আমাদের ভয় দেখাতে এই ফোন করা হয়েছে ৷ সাধারণ মানুষকে নিয়মমাফিক সরকারি পরিষেবা দিতে ব্লক প্রশাসন যে ধরনের সাহসী পদক্ষেপ গ্রহণ করছে, তা রুখতেই এই হুমকি ৷ কিন্তু আমি বা BDO সাহেব এই হুমকি ফোনে ভীত নই ৷ সাধারণ মানুষ যাতে ব্লক অফিস থেকে দেওয়া সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই গাইড লাইন অনুযায়ী আমরা চলব ৷" তিনি জানান, গত পরশু তিনি ও BDO সাহেব মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের NREGS প্রকল্পের অন্তর্ভুক্ত একটি ঢালাই রাস্তার কাজ পরিদর্শনে গিয়েছিলেন ৷ তাঁর অনুমান হয়তো সেকারণেই এই হুমকি ফোন করা হয় ৷ বিষয়টি মালদা থানার IC-কে মৌখিকভাবে জানানো হয়েছে ৷

মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

মালদা, 7 সেপ্টেম্বর : "সাবধান ! আমার নাম হাসান ৷" না, কোনও ফিল্মের ডায়ালগ নয় ৷ এক সরকারি আধিকারিককে ফোন করে এভাবেই হুমকি দেওয়া হয়েছে ৷ গতকাল বিকেলে BDO দপ্তরে থাকাকালীন অচেনা নম্বর থেকে ফোন আসে পুরাতন মালদার জয়েন্ট BDO রানাদিত্য বিশ্বাসের কাছে ৷ ফোনের ওপার থেকে দেওয়া হয় হুমকি ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ব্লক প্রশাসনিক দপ্তরে ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি কোনও দালালচক্রের বাধা হয়ে দাঁড়িয়েছেন জয়েন্ট BDO?

এবিষয়ে রানাদিত্যবাবু বলেন, "কাল সন্ধ্যায় আমি BDO সাহেবের দপ্তরে বসেছিলাম ৷ হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন আসে ৷ আমি জানতে চাইলাম, কে বলছেন ৷ ক্ষণিকের জন্য কোনও আওয়াজ আসেনি ৷ কিছু সময় পরে ফোনের ওপার থেকে এক ব্যক্তি বলে ওঠেন সাবধান ! আমার নাম হাসান ৷ এরপরেই আমি জানতে চাই কে বলছেন? কোথায় বাড়ি? ওই ব্যক্তি কোনও উত্তর না দিয়ে ফোন কেটে দেন ৷ পরে অন্য এক নম্বর থেকে ফোন করা হলে ওই ব্যক্তি নিজের বাড়ি কখনও ইংরেজবাজার, কখনও পুরাতন মালদা বলছিলেন ৷ তারপরেই ফোন রেখে দেন ৷" তিনি আরও বলেন, "আমার মনে হচ্ছে, BDO সাহেব দপ্তরে যোগদানের পর সরকারি কাজ সুষ্ঠুভাবে রূপায়িত করার জন্য নানা উদ্যোগ নিয়েছেন ৷ তার ফলে হয়ত অনেকের স্বার্থের হানি হচ্ছে ৷ আমার এবং BDO সাহেব দু'জনেরই মনে হচ্ছে সেই কারণে আমাদের ভয় দেখাতে এই ফোন করা হয়েছে ৷ সাধারণ মানুষকে নিয়মমাফিক সরকারি পরিষেবা দিতে ব্লক প্রশাসন যে ধরনের সাহসী পদক্ষেপ গ্রহণ করছে, তা রুখতেই এই হুমকি ৷ কিন্তু আমি বা BDO সাহেব এই হুমকি ফোনে ভীত নই ৷ সাধারণ মানুষ যাতে ব্লক অফিস থেকে দেওয়া সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই গাইড লাইন অনুযায়ী আমরা চলব ৷" তিনি জানান, গত পরশু তিনি ও BDO সাহেব মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের NREGS প্রকল্পের অন্তর্ভুক্ত একটি ঢালাই রাস্তার কাজ পরিদর্শনে গিয়েছিলেন ৷ তাঁর অনুমান হয়তো সেকারণেই এই হুমকি ফোন করা হয় ৷ বিষয়টি মালদা থানার IC-কে মৌখিকভাবে জানানো হয়েছে ৷

মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:মালদা, ৬ সেপ্টেম্বরঃ "সাবধান...আমি হাসান৷" না, কোনও ফিল্মের ডায়ালগ নয়৷ এক সরকারি আধিকারিককে ফোন করে এভাবেই হুমকি দেওয়া হয়েছে৷ গতকাল বিকেলে বিডিওর দপ্তরে বসে থাকাকালীন অচেনা নম্বর থেকে ফোনে এই হুমকি পেয়েছেন পুরাতন মালদার জয়েন্ট বিডিও রানাদিত্য বিশ্বাস৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ব্লক প্রশাসনিক দপ্তরে৷ তবে কি কোনও দালালচক্রের বাধা হয়ে দাঁড়িয়েছেন জয়েন্ট বিডিও? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে পুরাতন মালদায়৷Body:আজ জয়েন্ট বিডিও বলেন, "কাল সন্ধেয় আমি বিডিও সাহেবের দপ্তরে বসেছিলাম৷ হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন আসে৷ আমি জানতে চাইলাম, কে বলছেন৷ ক্ষণিকের জন্য কোনও আওয়াজ আসেনি৷ কিছু সময় পরে ওই ব্যক্তি বলে ওঠে সাবধান... সাবধান... আমি হাসান৷ এরপরেই আমি জানতে চাই কে বলছেন? কোথায় বাড়ি? ওই ব্যক্তি কোনও উত্তর না দিয়ে ফোন কেটে দেয়৷ পরে অন্য এক নম্বর থেকে ফোন করা হলে ওই ব্যক্তি নিজের বাড়ি কখনও ইংরেজবাজার, কখনও পুরাতন মালদা বলছিলেন৷ তারপরেই ওই ব্যক্তি ফোন রেখে দেয়৷ আমার মনে হচ্ছে, বিডিও সাহেব দপ্তরে যোগদানের পর সরকারি কাজ সুষ্ঠুভাবে রূপায়িত হওয়ার জন্য নানান উদ্যোগ নিয়েছেন৷ তার ফলে হয়ত অনেকের স্বার্থের হানি হচ্ছে বা স্বার্থের সংঘাত ঘটছে৷ আমার এবং বিডিও সাহেব, দুজনেরই মনে হচ্ছে, সেই কারণে আমাদের ভয় দেখাতে এই ফোন করা হয়েছে৷ সাধারণ মানুষকে নিয়মমাফিক সরকারি পরিষেবা দিতে ব্লক প্রশাসন যে ধরণের সাহসী পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপ থেকে পিছিয়ে আনতে এই হুমকি৷ কিন্তু আমি কিংবা বিডিও সাহেব এই হুমকি ফোনে ভীত নই৷ সাধারণ মানুষ যাতে ব্লক অফিস থেকে দেওয়া সরকারি পরিসেবা থেকে বঞ্চিত না হয় সেই গাইড লাইন অনুযায়ী আমি এবং বিডিও সাহেব চলব৷ গতকাল বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমি মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের এনআরইজিএস প্রকল্পের অন্তর্ভুক্ত একটি ঢালাই রাস্তার কাজ পরিদর্শনে গিয়েছিলাম৷ তার ফলস্বরূপও এই ফোন হতে পারে৷ বিডিও সাহেব মালদা থানার আইসিকে মৌখিকভাবে সমস্ত বিষয় জানিয়েছেন৷ পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে৷"Conclusion:এর আগে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এমন হুমকি ফোন পেয়েছেন৷ এবার সেই ফোন পেলেন একজন প্রশাসনিক কর্তা৷ মালদা থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় পুলিশি তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে৷ মূলত মোবাইল ফোনের সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ কিন্তু হুমকিদাতা কবে ধরা পড়ে, এখন সেটাই দেখার৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.