মালদা, 17 এপ্রিল : "আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পাঞ্চজন্য পত্রিকার অনুষ্ঠানে RSS-র ক্যাম্পে বলেছিলেন, আমি না আসলে RSS যে কত ভালো কাজ করে তা জানতে পারতাম না। তার রেকর্ড রয়েছে।" প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সুরেই আজ তৃণমূল নেত্রীর সঙ্গে RSS-র সম্পর্ক নিয়ে মন্তব্য করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। গতকাল উত্তর মালদা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে হরিশ্চন্দ্রপুরে আয়োজিত এক জনসভায় উপস্থিত সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন তিনি।
উত্তর মালদা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী CPI(M)-র বিশ্বনাথ ঘোষ। তাঁর সমর্থনে নির্বাচনী প্রচারে গতকাল মালদায় আসেন বিমান বসু। বিকেলে হরিশ্চন্দ্রপুরে একটি রোড শো করেন তিনি। তাঁর সঙ্গে পা মেলান প্রার্থী বিশ্বনাথ ঘোষ সহ অন্য বাম নেতা-কর্মীরা। পরে হরিশ্চন্দ্রপুরেই এক জনসভায় বক্তব্য রাখেন বিমানবাবু। তিনি বলেন, "বেকার যুবক-যুবতিদের চাকরির দাবিতে BJP হঠাও, দেশ বাঁচাও। একই দাবিতে তৃণমূল হঠাও, রাজ্য বাঁচাও। সবার মনে রাখা প্রয়োজন, এটা ভারত। এখানে মানুষ মিলেমিশে থাকে। এই দেশে বহু ধর্মের, বহু বর্ণের, বহু ভাষার মানুষ আছে। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যও আছে। মালদা জেলাতেও তার প্রমাণ রয়েছে। এখানেও বৈচিত্র্যের মধ্যে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ মানুষ। রামনবমী নতুন নয়। প্রায় 80 বছর বয়স হল। কিন্তু আমি কখনও রামনবমী নিয়ে রাজনীতি করতে দেখিনি। রামনবমী নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করতেও দেখিনি। BJP রাজনীতিকে ধর্মের সঙ্গে মিলিয়ে দিয়েছে। আর তৃণমূল ভাবছে BJP যখন ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়েছে তখন তাদেরও তাই করতে হবে। কিন্তু তাতে দেশ রসাতলে যাবে। ভোট চলে যাবে। কিন্তু মানুষ থাকবে। মানুষের মধ্যে ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধনকে ধ্বংস করতে চাইছে BJP আর তৃণমূল। তাই তাদের বিরুদ্ধে বাম সমর্থিত CPI(M) প্রার্থী বিশ্বনাথ ঘোষকে জেতানোর দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে।"
উল্লেখ্য, গতকাল তৃণমূল নেত্রী মুর্শিদাবাদে কংগ্রেস ও CPI(M) সঙ্গে RSS-র সংস্রবের কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে বিমানবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,"উনি শুধুই বাজে কথা বলেন। মুখ্যমন্ত্রী নিজে পাঞ্চজন্য পত্রিকার অনুষ্ঠানে RSS-এর ক্যাম্পে বলেছিলেন, আমি না আসলে RSS যে কত ভালো কাজ করে তা জানতে পারতাম না। তার রেকর্ড রয়েছে। RSS-এর দুর্গে ঘুরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি মানুষকে ভুল বোঝান। তিনি মানুষকে সবসময় মিথ্যে কথা বলেন। তাঁর মুখে এসব কথা কখনও শোভা পায় না। তিনি গতবছর রামনবমী করেছিলেন। এবছরও করেছেন। তার আগে তৃণমূল রামনবমী করেনি কেন? এখন তারা রামনবমী করছে কেন? মুখ্যমন্ত্রী আগে এর ব্যাখ্যা দিন। তৃণমূল আর BJP-র মধ্যে কোনও ফারাক নেই। এরপর দেখা যাবে গোটা তৃণমূলটাই BJP হয়ে গেছে। BJP-র সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করতে মানুষের বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে। এই রাজ্যের ভোটেও RSS বহু জায়গায় সক্রিয়। তৃণমূলের সঙ্গে RSS-এর বোঝাপড়া রয়েছে।" লোকসভা নির্বাচনে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হওয়া নিয়ে রাজ্য কংগ্রেস নেতৃত্বকেও একহাত নেন বাম চেয়ারম্যান।