শিলিগুড়ি,29এপ্রিল :মালদায় কোরোনা আক্রান্ত আরও একজনকে আনা হচ্ছে শিলিগুড়িতে। আক্রান্ত ব্যক্তি রতুয়া 2 ব্লকের বাসিন্দা। তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকেও শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছে।দ্বিতীয় ব্যক্তিকেও রাখা হবে মাটিগাড়ায় সরকার অধিগৃহীত ডক্টর চ্যাঙ হাসপাতালে।
স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই, মালদায় প্রথম কোরোনা আক্রান্তকে শিলিগুড়িতে এনে চিকিৎসা করা হচ্ছে। দ্বিতীয় ব্যক্তিকেও আনা হচ্ছে। ডক্টর চ্যাঙ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক নার্সের স্বামী ও সন্তান। গতকাল শিলিগুড়িতে দুই নার্স এবং এক বৃদ্ধা সুস্থ হওয়ায় বাড়ি পাঠানো হয়। কিন্তু এক নার্সের স্বামী ও সন্তান এখনও সুস্থ না হওয়ায় তাঁদের ছাড়া হয় নি। তবে আপাতত হাসপাতালে থাকা তিনজনেই স্থিতিশীল আছেন।
আজ বিকেলের মধ্যেই মালদায় দ্বিতীয় কোরোনা আক্রান্তকে শিলিগুড়িতে নিয়ে আসার কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।