মালদা, 23 এপ্রিল : লকডাউনে শুধু শ্রমিক কিংবা মজুররাই সমস্যায় পড়েনি, সমস্যায় পড়েছেন সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরাও ৷ সেই ছবি আজ ধরা পড়েছে মালদা শহরে ৷ বকেয়া অর্থ মেটানোর জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা । আজ জেলা গ্রামোন্নয়ন দপ্তরে উপস্থিত হয়েছিলেন 100 দিনের কাজে নিযুক্ত কয়েকজন বেয়ার ফুট টেকনিশিয়ন ৷ মার্চ থেকে কোনও অর্থ পাননি তাঁরা ৷ দপ্তরে আধিকারিকরা না থাকায় আজও তাঁদের ফিরে যেতে হয় ৷ এই পরিস্থিতিতে তাঁদের দাবি, হয় তাঁদের বকেয়া পারিশ্রমিক দ্রুত মেটানো হোক, নয়তো তাঁদের মৃত্যুবরণের অধিকার দেওয়া হোক৷
এপ্রসঙ্গে এক চুক্তিভিত্তিক কর্মী মানবেন্দ্রনাথ মণ্ডল বলেন, “এক বছর আগে আমরা পঞ্চায়েত দপ্তরে কাজে যোগ দিয়েছি৷ পরীক্ষা দিয়ে ট্রেনিং নিয়ে তারপরই আমাদের কাজে নেওয়া হয়েছিল ৷ এই জেলায় আমরা 292 জন চুক্তিভিত্তিক কর্মী কাজ করছি ৷ প্রতিটি পঞ্চায়েতে দু’জন করে নিয়োগ করা হয়েছিল ৷ মাসে 20 দিনের কাজ করার কথা ৷ দৈনিক পারিশ্রমিক হিসেবে আমাদের 382 টাকা করে দেওয়ার কথা ছিল ৷ অর্থাৎ মাসে আমাদের 7 হাজার 640 টাকা পাওয়ার কথা ৷ কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনও বেতন দেওয়া হয়নি ৷ শুধুমাত্র পুজোর সময় আমাদের একবার টাকা দেওয়া হয়েছিল ৷"
এদিকে লকডাউনে এই সব চুক্তিভিত্তিক কর্মীদের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে৷ উপার্জন বন্ধ ৷ তাই সরকারের কাছে তাঁদের দাবি, "আমাদের বকেয়া টাকা দেওয়া হোক, নয়তো আমাদের মৃত্যুবরণ করার অধিকার দেওয়া হোক ৷ কারণ, বর্তমান পরিস্থিতিতে এভাবে আমরা বেঁচে থাকতে পারছি না ৷” বকেয়া পারিশ্রমিকের দাবিতে এই চুক্তিভিত্তিক কর্মীরা জেলা গ্রামোন্নয়ন আধিকারিক, মহকুমাশাসক , জেলাশাসক, এমনকী রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকেও লিখিত আবেদন জানিয়েছেন ৷ কিন্তু এখনও তাঁদের সমস্যার কোনও সুরাহা হয়নি৷ আজ জেলা গ্রামোন্নয়ন আধিকারিক দপ্তরে না আসায় এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এনিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলাশাসকেরও৷