মালদা, 19 অগস্ট : জেলার লাইফ লাইন হিসেবেই বরাবর পরিচিতি পেয়েছে মালদায় অবস্থিত মহানন্দার অংশ । কিন্তু এখনকার মহানন্দা অনেকটা অচেনা ৷ দূষণে জেরবার মহানন্দার জল পান তো দূরের কথা, স্নানেরও অযোগ্য । নদীকে বাঁচাতে অবিলম্বে মালদায় অবস্থিত মহানন্দার অংশকে দূষিত হিসাবে ঘোষণা করে দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছে সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটি ।
ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মুখ্যমন্ত্রীকে এই দাবি জানানো হয়েছে বলে জানান কমিটির যুগ্ম আহ্বায়ক তুহিনশুভ্র মণ্ডল । মালদা জেলার দুই পৌরসভার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা । এই নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ । প্রায় দু’দশক আগে মহানন্দায় যে পরিমাণ মাছ পাওয়া যেত, এখন তার দশ শতাংশও পাওয়া যায় না বলে দাবি মৎস্যজীবীদের । এর পিছনে অবশ্য একাধিক কারণও রয়েছে ।
ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌর এলাকার সমস্ত বর্জ্য এসে মেশে মহানন্দায় । প্রতিমা বিসর্জন, ছটপুজো, শ্রাদ্ধকর্ম সবই হচ্ছে নদীতে । প্রতিটি ঘাটের ছবি প্রায় একইরকম । প্লাস্টিক, প্রতিমার কাঠামো, রাসায়নিক বর্জ্য নদীতে ভাসছে । দূষণ চাক্ষুষ করতে কোনও বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই । খালি চোখে দেখলেই মহানন্দার দূষণের মাত্রা বুঝতে অসুবিধে হবে না কারও । এই অবস্থায় দুই শহরের লাইফ লাইনকে বাঁচানোর দাবি উঠেছে । সেই দাবি নিয়ে সরব হয়েছে সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটি ।
আরও পড়ুন : কেমন আছে মালদার প্রকৃতি ?
কমিটির যুগ্ম আহ্বায়ক তুহিনশুভ্র মণ্ডল ইটিভি ভারতকে বলেন, "কিছুদিন আগে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল পশ্চিমবঙ্গের বেশ কিছু নদীকে দূষিত বলে ঘোষণা করেছে । এই নদীগুলোর জল পান করা দূরের কথা, স্নানেরও অযোগ্য । তার মধ্যে রয়েছে মহানন্দাও । কিন্তু মহানন্দার যে অংশের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, তা মূলত শিলিগুড়িতে অবস্থিত মহানন্দার অংশ । আমরা সবুজ মঞ্চ নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, মালদার মহানন্দাও দূষিত । মালদার মিশন ঘাটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, শহরের সমস্ত বর্জ্য কীভাবে মহানন্দায় মিশছে । শহরের সমস্ত নিকাশি নালার মুখ এসে এই নদীতে মিশেছে ।"
এদিন তিনি আরও বলেন, "এখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছে শহরের কী পরিমাণ আবর্জনা ও দূষিত জল মহানন্দায় মিশছে । ফলে মহানন্দার মালদার অংশও ভীষণভাবে দূষিত । আমাদের দাবি, মহানন্দার এই অংশকেও দূষিত হিসাবে অন্তর্ভূক্ত করা হোক । এখানেও দূষণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হোক । মহানন্দাকে দূষণমুক্ত না করলে এই নদীকে কেন্দ্র করে যাঁরা জীবিকা নির্বাহ করেন তাঁরা সমস্যায় পড়বেন । মহানন্দা ভাল না থাকলে মালদা শহরও ভাল থাকবে না । আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মুখ্যমন্ত্রীর কাছে মালদায় অবস্থিত মহানন্দা নদীর অংশকে দূষিত হিসাবে ঘোষণা করার দাবি জানাচ্ছি ।"
আরও পড়ুন : River Erosion : ভাঙন রুখতে চাই বোল্ডার পাইলিং, একান্ত সাক্ষাৎকারে নদী বিশেষজ্ঞ তুহিনশুভ্র মণ্ডল