ETV Bharat / city

Malda : শিশুমৃত্যু কমাতে মালদা ও উত্তরবঙ্গ মেডিক্যালে স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ - মালদা ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

শিশু মৃত্যু কমাতে উত্তরবঙ্গে হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধি ও কর্মীদের প্রশিক্ষণে জোর স্বাস্থ্য দফতরের ৷

Malda Medical College
শিশুমৃত্যু কমাতে মালদা ও উত্তরবঙ্গে মেডিক্যালে স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ, জানালেন স্বাস্থ্যকর্তা
author img

By

Published : Oct 1, 2021, 9:56 AM IST

মালদা, 1 অক্টোবর : শিশুমৃত্যু কমাতে মালদা ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 'পিকু' ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে । বৃহস্পতিবার মালদায় এসে একথা জানিয়েছেন কোভিড মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের স্বাস্থ্যকর্তা সুশান্ত রায় ।

সুশান্ত রায় বলেছেন, "শিশুমৃত্যু প্রতিবছর এইসময় হয়ে থাকে । আরএস নাম একটি ভাইরাসকে আমরা একদিনের মধ্যে ডায়াগনসিস করেছিলাম । শিশুরা যে কোনওভাবে এতে সংক্রমিত হতে পারে । সেই কারণে গত চার-পাঁচ মাস ধরে আমরা উত্তরবঙ্গে সমস্ত পেডিয়াট্রিক ইউনিটকে উন্নত করেছি । তাতে অনেক শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে । মালদা মেডিক্যালেও আমরা পেডিয়াট্রিক সেন্টার অফ এক্সিলেন্সি করছি । উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে 'পিকু' ইউনিট তৈরি করা হয়েছে । সমস্ত জেলাতেই বেড বাড়ানো হয়েছে । সরকার নিজের সামর্থ্য মতো বেডের ব্যবস্থা করেছে । আগে শুধু মেডিক্যাল কলেজে 'পিকু' ইউনিট থাকত । এখন আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালেও সেই ব্যবস্থা করছি । মালদা মেডিক্যালে এক শিশুর মধ্যে করোনা দেখা গিয়েছে । উত্তরবঙ্গে এরকম কিছু কেস থাকতে পারে । এক্ষেত্রে শিশু বাবা কিংবা মায়ের থেকে করোনা সংক্রমিত হয়েছে । "

স্বাস্থ্যকর্তা সুশান্ত রায় আরও বলেন, "শুধু স্বাস্থ্য পরিকাঠামো নয়, কর্মীর সংখ্যাও বাড়ানো হচ্ছে । ইতিমধ্যে মালদা মেডিক্যালে 'পিকু' ইউনিট নিয়ে একটি ট্রেনিংও হয়েছে । আগামীতেও এরকম আরও ট্রেনিং করানো হবে । কিছুদিনের মধ্যে মালদা মেডিক্যাল কলেজে স্পেশাল টিম পাঠানো হবে । নার্সিং স্টাফের পাশাপাশি মেডিক্যাল টেকনলজিস্টদের 'পিকু' ইউনিট নিয়ে ট্রেনিং দেওয়া হবে । পুরো উত্তরবঙ্গে মালদা মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এই ট্রেনিং হবে ।”

আরও পড়ুন : Malda Medical College: চিকিৎসাধীন মায়েদের বাচ্চাদের জন্য মালদা মেডিক্যালে হচ্ছে নার্সারি ওয়ার্ড

এদিকে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর নিজেদের দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের দুই আধিকারিককে ঘেরাও করে রাখেন মালদা মেডিক্যাল হাসপাতালের অস্থায়ী কর্মীরা । এই প্রসঙ্গে সুশান্ত রায় বলেন, “মালদা মেডিক্যালে অস্থায়ী কর্মীদের নিয়ে একটা সমস্যা আছে । আমি বিষয়টি শুনেছি । যে ফাইলগুলো স্বাস্থ্য কর্তাদের মধ্যে চালাচালি হচ্ছে তার কপি আমার কাছেও এসেছে । অস্থায়ী কর্মীদের আমি বলেছি, স্বাস্থ্য ভবনের সর্বোচ্চস্তরে আমি কথা বলব । "

মালদা মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিভাগ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য্য সুহৃতা পাল । তিনি বলেন, “মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টির সঙ্গে আলোচনা হয়েছে । কীভাবে মেডিক্যাল কলেজের পড়ানোর মান আরও উন্নত করা যায়, ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান করা-সহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে । আমি কর্তৃপক্ষের থেকে যা জানতে পেরেছি, তাতে মেডিক্যাল কলেজের পড়াশোনা নিয়ে আমি সন্তুষ্ট । মালদা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের স্বীকৃতি প্রাপ্ত কলেজ । এখানে পড়াশোনার মান নিয়ে কোনও প্রশ্ন আমার মনে নেই ।”

মালদা, 1 অক্টোবর : শিশুমৃত্যু কমাতে মালদা ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 'পিকু' ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে । বৃহস্পতিবার মালদায় এসে একথা জানিয়েছেন কোভিড মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের স্বাস্থ্যকর্তা সুশান্ত রায় ।

সুশান্ত রায় বলেছেন, "শিশুমৃত্যু প্রতিবছর এইসময় হয়ে থাকে । আরএস নাম একটি ভাইরাসকে আমরা একদিনের মধ্যে ডায়াগনসিস করেছিলাম । শিশুরা যে কোনওভাবে এতে সংক্রমিত হতে পারে । সেই কারণে গত চার-পাঁচ মাস ধরে আমরা উত্তরবঙ্গে সমস্ত পেডিয়াট্রিক ইউনিটকে উন্নত করেছি । তাতে অনেক শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে । মালদা মেডিক্যালেও আমরা পেডিয়াট্রিক সেন্টার অফ এক্সিলেন্সি করছি । উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে 'পিকু' ইউনিট তৈরি করা হয়েছে । সমস্ত জেলাতেই বেড বাড়ানো হয়েছে । সরকার নিজের সামর্থ্য মতো বেডের ব্যবস্থা করেছে । আগে শুধু মেডিক্যাল কলেজে 'পিকু' ইউনিট থাকত । এখন আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালেও সেই ব্যবস্থা করছি । মালদা মেডিক্যালে এক শিশুর মধ্যে করোনা দেখা গিয়েছে । উত্তরবঙ্গে এরকম কিছু কেস থাকতে পারে । এক্ষেত্রে শিশু বাবা কিংবা মায়ের থেকে করোনা সংক্রমিত হয়েছে । "

স্বাস্থ্যকর্তা সুশান্ত রায় আরও বলেন, "শুধু স্বাস্থ্য পরিকাঠামো নয়, কর্মীর সংখ্যাও বাড়ানো হচ্ছে । ইতিমধ্যে মালদা মেডিক্যালে 'পিকু' ইউনিট নিয়ে একটি ট্রেনিংও হয়েছে । আগামীতেও এরকম আরও ট্রেনিং করানো হবে । কিছুদিনের মধ্যে মালদা মেডিক্যাল কলেজে স্পেশাল টিম পাঠানো হবে । নার্সিং স্টাফের পাশাপাশি মেডিক্যাল টেকনলজিস্টদের 'পিকু' ইউনিট নিয়ে ট্রেনিং দেওয়া হবে । পুরো উত্তরবঙ্গে মালদা মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এই ট্রেনিং হবে ।”

আরও পড়ুন : Malda Medical College: চিকিৎসাধীন মায়েদের বাচ্চাদের জন্য মালদা মেডিক্যালে হচ্ছে নার্সারি ওয়ার্ড

এদিকে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর নিজেদের দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের দুই আধিকারিককে ঘেরাও করে রাখেন মালদা মেডিক্যাল হাসপাতালের অস্থায়ী কর্মীরা । এই প্রসঙ্গে সুশান্ত রায় বলেন, “মালদা মেডিক্যালে অস্থায়ী কর্মীদের নিয়ে একটা সমস্যা আছে । আমি বিষয়টি শুনেছি । যে ফাইলগুলো স্বাস্থ্য কর্তাদের মধ্যে চালাচালি হচ্ছে তার কপি আমার কাছেও এসেছে । অস্থায়ী কর্মীদের আমি বলেছি, স্বাস্থ্য ভবনের সর্বোচ্চস্তরে আমি কথা বলব । "

মালদা মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিভাগ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য্য সুহৃতা পাল । তিনি বলেন, “মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টির সঙ্গে আলোচনা হয়েছে । কীভাবে মেডিক্যাল কলেজের পড়ানোর মান আরও উন্নত করা যায়, ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান করা-সহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে । আমি কর্তৃপক্ষের থেকে যা জানতে পেরেছি, তাতে মেডিক্যাল কলেজের পড়াশোনা নিয়ে আমি সন্তুষ্ট । মালদা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের স্বীকৃতি প্রাপ্ত কলেজ । এখানে পড়াশোনার মান নিয়ে কোনও প্রশ্ন আমার মনে নেই ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.