ETV Bharat / city

মালদার ভাটরা বিলে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

author img

By

Published : Nov 23, 2019, 9:19 AM IST

পুরাতন মালদার ভাটরা বিলে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য ৷ গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ-প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি ৷ সাহাপুর গ্রামপঞ্চায়েত প্রধানের অভিযোগ, মাটি মাফিয়াদের সঙ্গে যোগ রয়েছে প্রশাসনের একাংশের ৷

গ্রামবাসীদের পথ অবরোধ

মালদা, 23 নভেম্বর : পুরাতন মালদার ভাটরা বিল ৷ বর্ষার সময় ভরা বিলের সৌন্দর্য দেখতে প্রায় প্রতিদিনই সেখানে ভিড় জমাতেন সাধারণ মানুষ ৷ কিন্তু বর্ষা পার হওয়ার পরই ক্রমশ শুকিয়েছে বিলের জল ৷ সেখানে এখন রাজত্ব মাটি মাফিয়াদের ৷ গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন অবৈধভাবে বিলের মাটি কেটে নিচ্ছে মাফিয়ারা ৷ প্রতিদিন প্রায় 200 ট্রাক্টর সারাদিন অনেকবার বিলের মাটি অন্যত্র নিয়ে যাচ্ছে ৷ গ্রামের রাস্তা দিয়ে মাটি নিয়ে যাওয়ায় রাস্তারও বেহাল দশা ৷ প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ৷ এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে স্থানীয় মালদা থানায় থেকে শুরু করে ব্লক প্রশাসনিক দপ্তরে ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ গ্রামবাসীদের অভিযোগ, এই অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে পুলিশ ও ব্লক প্রশাসনের একাংশ ৷

গতকাল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে পথ অবরোধ করে প্রতিবাদ জানায় গ্রামবাসীরা৷ তাদের বক্তব্য এর পরেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য না কমলে অদূর ভবিষ্যতে আরও বড়ো ধরনের আন্দোলন সংগঠিত করা হবে ৷ তবে এ নিয়ে পুলিশ কিংবা ব্লক প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

এ বিষয়ে দক্ষিণ ভাটরা গ্রামের বাসিন্দা সাধনা রায় বলেন, "প্রতিদিন গ্রামের রাস্তা দিয়ে অসংখ্য ট্রাক্টর চলাচল করছে ৷ এতে গ্রামের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে ৷ কোনও যানবাহন গ্রামে আসতে চায় না ৷ অসুস্থদের হাসপাতাল নিয়ে যেতেও সমস্যা হচ্ছে ৷ আর বৃষ্টি হলে তো কথাই নেই ৷ তখন সাইকেলও ঘাড়ে চাপিয়ে নিয়ে আসতে হয় ৷ রাস্তার ধুলোর জন্য প্রায় প্রতিদিনই দুর্ঘটনা হচ্ছে ৷ মাফিয়ারা কী ভাবে মাটি চুরি করছে তা জানি না ৷ তাই আমরা ঠিক করেছি, এই রাস্তা দিয়ে মাটি নিয়ে কোনও ট্রাক্টর যেতে দেব না ৷ শুধু ফসল নিয়ে যেতে দেব ৷ মাটি মাফিয়াদের বিষয়ে আমরা এর আগে অনেকবার থানায় জানিয়েছি ৷ কাজ হয়নি ৷ আমাদের মনে হয় পুলিশও এই কাজে জড়িত রয়েছে ৷"

দক্ষিণ ভাটরা গ্রামের পঞ্চায়েত সদস্য তনুজা রায়ের বক্তব্য, "প্রতিনিয়ত অসংখ্য ট্রাক্টর চলাচল করায় গ্রামের মূল রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৷ এতে গ্রামের ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ, প্রসূতি থেকে শুরু করে অসুস্থদের যাতায়াতে প্রবল সমস্যা হচ্ছে ৷ আমরা বাধ্য হয়েই আজ পথ অবরোধ করছি ৷ এই রাস্তার ধারেই একটি প্রাথমিক স্কুল ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ৷ প্রতিদিন অনেক ছেলেমেয়ে ও প্রসূতি এই রাস্তা দিয়ে যাতায়াত করে ৷ আজ সকালেও একটি বাচ্চা দুর্ঘটনার মুখে পড়েছে ৷ এ নিয়ে পুলিশ ও প্রশাসনকে আমরা বহুবার অভিযোগ জানিয়েছি ৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ মাফিয়ারা বলছে, তারা নাকি অনুমতি নিয়েই মাটি কাটছে ৷ কিন্তু সেই অর্ডার তারা দেখাতে পারছে না ৷ পুলিশের কাছে অভিযোগ করায় আমাকে তারা হুমকিও দিচ্ছে ৷ তারা পরিষ্কার বলছে, থানায় ঘুষ দিলেই তাদের কাজ হয়ে যাবে ৷ তবে এই ঘটনার সঙ্গে থানার যে যোগ রয়েছে তা পরিষ্কার ৷ আজকের আন্দোলনের বিষয়ে আমরা আগেই থানায় জানিয়েছিলাম ৷ প্রতিদিন অন্তত ২০০ ট্রাক্টর এই রাস্তা দিয়ে চলাচল করলেও আজ একটি গাড়িও চলছে না ৷ মাফিয়ারা আজকের আন্দোলনের খবর পেল কীভাবে?"

একই অভিযোগ সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উকিল মণ্ডলেরও ৷ তিনি বলেন," মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে আমি গত এক বছরে জেলাশাসক, BDO, BL&LRO সাহেবকে অন্তত পাঁচটি চিঠি দিয়েছি ৷ কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেননি ৷ এই ঘটনায় বিশেষ করে পুলিশ ও BL&LRO-র মদত রয়েছে ৷ তাঁদের মদতেই মাটি মাফিয়ারা অবৈধভাবে বিল থেকে মাটি কাটছে ৷ এতে বিপদে পড়েছে দক্ষিণ ভাটরা গ্রামের মানুষজন ৷ গ্রামে টোটো ঢুকতে চায় না ৷ অথচ বর্ষার সময় ভাটরা বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসত ৷ এটা পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছিল ৷ কিন্তু প্রশাসনের জন্যই এখন এই এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে ৷ গ্রামবাসীদের আন্দোলনের সঙ্গে আমিও রয়েছি ৷ এর পরেও প্রশাসন এ ব্যাপারে কোনও পদক্ষেপ না নিলে আমি ব্লক অফিসে ভুখ হরতালে বসব ৷"

মালদা, 23 নভেম্বর : পুরাতন মালদার ভাটরা বিল ৷ বর্ষার সময় ভরা বিলের সৌন্দর্য দেখতে প্রায় প্রতিদিনই সেখানে ভিড় জমাতেন সাধারণ মানুষ ৷ কিন্তু বর্ষা পার হওয়ার পরই ক্রমশ শুকিয়েছে বিলের জল ৷ সেখানে এখন রাজত্ব মাটি মাফিয়াদের ৷ গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন অবৈধভাবে বিলের মাটি কেটে নিচ্ছে মাফিয়ারা ৷ প্রতিদিন প্রায় 200 ট্রাক্টর সারাদিন অনেকবার বিলের মাটি অন্যত্র নিয়ে যাচ্ছে ৷ গ্রামের রাস্তা দিয়ে মাটি নিয়ে যাওয়ায় রাস্তারও বেহাল দশা ৷ প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ৷ এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে স্থানীয় মালদা থানায় থেকে শুরু করে ব্লক প্রশাসনিক দপ্তরে ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ গ্রামবাসীদের অভিযোগ, এই অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে পুলিশ ও ব্লক প্রশাসনের একাংশ ৷

গতকাল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে পথ অবরোধ করে প্রতিবাদ জানায় গ্রামবাসীরা৷ তাদের বক্তব্য এর পরেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য না কমলে অদূর ভবিষ্যতে আরও বড়ো ধরনের আন্দোলন সংগঠিত করা হবে ৷ তবে এ নিয়ে পুলিশ কিংবা ব্লক প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

এ বিষয়ে দক্ষিণ ভাটরা গ্রামের বাসিন্দা সাধনা রায় বলেন, "প্রতিদিন গ্রামের রাস্তা দিয়ে অসংখ্য ট্রাক্টর চলাচল করছে ৷ এতে গ্রামের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে ৷ কোনও যানবাহন গ্রামে আসতে চায় না ৷ অসুস্থদের হাসপাতাল নিয়ে যেতেও সমস্যা হচ্ছে ৷ আর বৃষ্টি হলে তো কথাই নেই ৷ তখন সাইকেলও ঘাড়ে চাপিয়ে নিয়ে আসতে হয় ৷ রাস্তার ধুলোর জন্য প্রায় প্রতিদিনই দুর্ঘটনা হচ্ছে ৷ মাফিয়ারা কী ভাবে মাটি চুরি করছে তা জানি না ৷ তাই আমরা ঠিক করেছি, এই রাস্তা দিয়ে মাটি নিয়ে কোনও ট্রাক্টর যেতে দেব না ৷ শুধু ফসল নিয়ে যেতে দেব ৷ মাটি মাফিয়াদের বিষয়ে আমরা এর আগে অনেকবার থানায় জানিয়েছি ৷ কাজ হয়নি ৷ আমাদের মনে হয় পুলিশও এই কাজে জড়িত রয়েছে ৷"

দক্ষিণ ভাটরা গ্রামের পঞ্চায়েত সদস্য তনুজা রায়ের বক্তব্য, "প্রতিনিয়ত অসংখ্য ট্রাক্টর চলাচল করায় গ্রামের মূল রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৷ এতে গ্রামের ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ, প্রসূতি থেকে শুরু করে অসুস্থদের যাতায়াতে প্রবল সমস্যা হচ্ছে ৷ আমরা বাধ্য হয়েই আজ পথ অবরোধ করছি ৷ এই রাস্তার ধারেই একটি প্রাথমিক স্কুল ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ৷ প্রতিদিন অনেক ছেলেমেয়ে ও প্রসূতি এই রাস্তা দিয়ে যাতায়াত করে ৷ আজ সকালেও একটি বাচ্চা দুর্ঘটনার মুখে পড়েছে ৷ এ নিয়ে পুলিশ ও প্রশাসনকে আমরা বহুবার অভিযোগ জানিয়েছি ৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ মাফিয়ারা বলছে, তারা নাকি অনুমতি নিয়েই মাটি কাটছে ৷ কিন্তু সেই অর্ডার তারা দেখাতে পারছে না ৷ পুলিশের কাছে অভিযোগ করায় আমাকে তারা হুমকিও দিচ্ছে ৷ তারা পরিষ্কার বলছে, থানায় ঘুষ দিলেই তাদের কাজ হয়ে যাবে ৷ তবে এই ঘটনার সঙ্গে থানার যে যোগ রয়েছে তা পরিষ্কার ৷ আজকের আন্দোলনের বিষয়ে আমরা আগেই থানায় জানিয়েছিলাম ৷ প্রতিদিন অন্তত ২০০ ট্রাক্টর এই রাস্তা দিয়ে চলাচল করলেও আজ একটি গাড়িও চলছে না ৷ মাফিয়ারা আজকের আন্দোলনের খবর পেল কীভাবে?"

একই অভিযোগ সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উকিল মণ্ডলেরও ৷ তিনি বলেন," মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে আমি গত এক বছরে জেলাশাসক, BDO, BL&LRO সাহেবকে অন্তত পাঁচটি চিঠি দিয়েছি ৷ কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেননি ৷ এই ঘটনায় বিশেষ করে পুলিশ ও BL&LRO-র মদত রয়েছে ৷ তাঁদের মদতেই মাটি মাফিয়ারা অবৈধভাবে বিল থেকে মাটি কাটছে ৷ এতে বিপদে পড়েছে দক্ষিণ ভাটরা গ্রামের মানুষজন ৷ গ্রামে টোটো ঢুকতে চায় না ৷ অথচ বর্ষার সময় ভাটরা বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসত ৷ এটা পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছিল ৷ কিন্তু প্রশাসনের জন্যই এখন এই এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে ৷ গ্রামবাসীদের আন্দোলনের সঙ্গে আমিও রয়েছি ৷ এর পরেও প্রশাসন এ ব্যাপারে কোনও পদক্ষেপ না নিলে আমি ব্লক অফিসে ভুখ হরতালে বসব ৷"

Intro:মালদা, ২২ নভেম্বর : বর্ষার সময় মালদাবাসীর নজর টেনে নিয়েছিল পুরাতন মালদার ভাটরা বিল৷ জলে ফুলে ওঠা বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন সেখানে ভিড় জমাত অসংখ্য মানুষ৷ ভাটরা বিল জেলাবাসীর কাছে হয়ে উঠেছিল নতুন দিঘা৷ কিন্তু বর্ষা পেরোনোর সঙ্গে সঙ্গে শুকিয়েছে বিলের জল৷ এখন আর সেখানে কেউ বিলের সৌন্দর্য দেখতে যায় না৷ সেখানে এখন রাজত্ব মাটি মাফিয়াদের৷ এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন অবৈধভাবে বিলের মাটি কেটে নিচ্ছে মাফিয়ারা৷ প্রতিদিন প্রায় ২০০ ট্র্যাক্টর অসংখ্যবার সেই মাটি অন্যত্র নিয়ে যাচ্ছে গ্রামের রাস্তা ধরে৷ এতে গ্রামের মূল রাস্তাও বিপন্ন হয়ে পড়েছে৷ প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা৷ এনিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে স্থানীয় মালদা থানায়৷ অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসনিক দপ্তরে৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ কারণ, এই অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে পুলিশ ও ব্লক প্রশাসনের একাংশও৷ তাই আজ এলাকার পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে পথ অবরোধ করে গোটা ঘটনার প্রতিবাদ জানায় গ্রামবাসীরা৷ তারা জানিয়েছে, এর পরেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য না কমলে তারা অদূর ভবিষ্যতে আরও বড়ো ধরনের আন্দোলন সংগঠিত করবে৷ তবে গ্রামবাসীদের অভিযোগ নিয়ে পুলিশ কিংবা ব্লক প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷Body:         এদিন আন্দোলনকারীদের পক্ষে দক্ষিণ ভাটরা গ্রামের বাসিন্দা সাধনা রায় বলেন, “প্রতিদিন গ্রামের রাস্তা দিয়ে অসংখ্য ট্র্যাক্টর চলাচল করছে৷ এতে গ্রামের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে৷ কোনও যানবাহন গ্রামে আসতে চায় না৷ এতে অসুস্থদের হাসপাতাল নিয়ে যেতেও সমস্যা হচ্ছে৷ আর বৃষ্টি হলে তো কথাই নেই৷ তখন সাইকেলও ঘাড়ে চাপিয়ে নিয়ে আসতে হয়৷ রাস্তার ধুলোর জন্য প্রায় প্রতিদিনই দুর্ঘটনা হচ্ছে৷ মাফিয়ারা কীভাবে মাটি চুরি করছে তা জানি না৷ তাই আমরা ঠিক করেছি, এই রাস্তা দিয়ে মাটি নিয়ে কোনও ট্র্যাক্টর যেতে দেব না৷ শুধু ফসল নিয়ে যেতে দেব৷ মাটি মাফিয়াদের বিষয়ে আমরা এর আগে অনেকবার থানায় জানিয়েছি৷ কাজ হয়নি৷ আমাদের মনে হয় পুলিশও এই কাজে জড়িত রয়েছে৷”
         দক্ষিণ ভাটরা গ্রামের পঞ্চায়েত সদস্য তনুজা রায়ের বক্তব্য, “প্রতিনিয়ত অসংখ্য ট্র্যাক্টর চলাচল করায় গ্রামের মূল রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে৷ এতে গ্রামের ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ, প্রসূতি থেকে শুরু করে অসুস্থদের যাতায়াতে প্রবল সমস্যা হচ্ছে৷ আমরা বাধ্য হয়েই আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছি৷ এই রাস্তার ধারেই একটি প্রাথমিক স্কুল ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে৷ প্রতিদিন অনেক ছেলেমেয়ে ও প্রসূতি এই রাস্তা দিয়ে চলাচল করে৷ আজ সকালেও একটি বাচ্চা দুর্ঘটনার মুখে পড়েছে৷ এনিয়ে পুলিশ ও প্রশাসনকে আমরা বহুবার অভিযোগ জানিয়েছি৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ মাফিয়ারা বলছে, তারা নাকি অনুমতি নিয়েই মাটি কাটছে৷ কিন্তু সেই অর্ডার তারা দেখাতে পারছে না৷ পুলিশের কাছে অভিযোগ করায় আমাকে তারা হুমকিও দিচ্ছে৷ তারা পরিষ্কার বলছে, থানায় ঘুস দিলেই তাদের কাজ হয়ে যাবে৷ তবে এই ঘটনার সঙ্গে থানার যে যোগ রয়েছে তা পরিষ্কার৷ আজকের আন্দোলনের বিষয়ে আমরা আগেই থানায় জানিয়েছিলাম৷ আজ দেখছি, প্রতিদিন অন্তত ২০০ ট্র্যাক্টর এই রাস্তা দিয়ে চলাচল করলেও আজ একটি গাড়িও চলছে না৷ মাফিয়ারা আজকের আন্দোলনের খবর পেল কীভাবে?”Conclusion:         একই অভিযোগ সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উকিল মণ্ডলেরও৷ তিনি বলেন, “মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে আমি গত এক বছরে জেলাশাসক, বিডিও, বিএল অ্যান্ড এলআরও সাহেবকে অন্তত পাঁচটি চিঠি দিয়েছি৷ কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেননি৷ এই ঘটনায় বিশেষ করে পুলিশ ও বিএল অ্যান্ড এলআরও’র মদত রয়েছে৷ তাঁদের মদতেই মাটি মাফিয়ারা অবৈধভাবে বিল থেকে মাটি কাটছে৷ এতে বিপদে পড়েছে দক্ষিণ ভাটরা গ্রামের মানুষজন৷ এই গ্রামে কোনও আত্মীয়স্বজন আসতে চায় না৷ গ্রামে টোটো ঢুকতে চায় না৷ অথচ বর্ষার সময় ভাটরা বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসত৷ এটা পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছিল৷ কিন্তু প্রশাসনের জন্যই এখন এই এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে৷ গ্রামবাসীদের আন্দোলনের সঙ্গে আমিও রয়েছি৷ এর পরেও প্রশাসন এব্যাপারে কোনও পদক্ষেপ না নিলে আমি ব্লক অফিসে ভুখ হরতালে বসব৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.