ETV Bharat / city

নিরাপত্তাকর্মীদের সামনেই স্টেশনে ভাঙচুর, জখম পুলিশকর্মী

NRC ও CAA-র বিরোধিতায় অশান্ত মালদার ভালুকা রোড ৷ আজ দুপুরেই ভালুকা রোড স্টেশন সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা ৷ ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় নিরাপত্তাকর্মীদের । নিরাপত্তাকর্মীদের সামনেই স্টেশনে ভাঙচুর করা হয় । গোটা ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন ।

NRC
মালদা
author img

By

Published : Dec 15, 2019, 4:43 PM IST

Updated : Dec 15, 2019, 5:36 PM IST

মালদা, 15 ডিসেম্বর : NRC ও CAA-র জেরে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত ৷ মালদায় হরিশ্চন্দ্রপুরের পর এবার ভালুকা রোড ৷ NRC ও CAA-র প্রতিবাদে আজ ভালুকা রোড স্টেশন সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদকারীরা ৷ স্টেশনে ভাঙচুর চালানো হয় পুলিশ ও RPF-র উপস্থিতিতেই ৷ গোটা ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী । এখনও পর্যন্ত ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন বিক্ষোভকারীরা

NRC ও CAA-র বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছে রাজ্য ৷ গতকাল কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ও হরিশ্চন্দ্রপুর স্টেশনে টায়ার জ্বালিয়ে NRC ও CAA-র বিরোধিতা করতে দেখা যায় প্রতিবাদকারীদের ৷ আজ দুপুরেই ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদকারীরা ৷ রেললাইনের উপর ও স্টেশন চত্বরে আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ ৷ ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় নিরাপত্তাকর্মীদের । নিরাপত্তাকর্মীদের সামনেই স্টেশনে ভাঙচুর করে প্রতিবাদকারীরা । গোটা ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন । তাঁকে হরিশ্চন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

CAA CAB
CAA-র জেরে অশান্ত মালদার ভালুকা রোড

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জুড়ে বিক্ষোভ

আজ ভালুকা রোড স্টেশনে এক বিক্ষোভকারী বলেন, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামি । তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে । ভারত সরকার তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার তুলে দিল । আর তিনি দেশ থেকে মুসলিমদের বিতাড়িত করার জন্য CAB লোকসভা ও রাজ্যসভা থেকে পাশ করিয়েছেন । BJP সরকার সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে । তার মানে এই নয় অমিত শাহ দেশ থেকে মুসলিমদের বিতাড়িত করতে পারবেন । মুসলিমদের সঙ্গে সমস্ত ধর্মের লোক একজোট হয়ে দেশ স্বাধীন করেছে । আমরা ভারতে শান্তিপূর্ণভাবে থাকতে চাই । আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে দিন । নাহলে আমরা এমন আন্দোলন সংগঠিত করব আপনারা পৃথিবীর কোনও প্রান্তে জায়গা পাবেন না । আপনারা ভারতের সংবিধান নিয়ে খেলা করছেন । নিরাপত্তা দেওয়ায় আছিলায় আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না । আমাদের দাবি ভারতের সংবিধান বজায় থাকুক । NRC ও CAA স্থগিত করা হোক । "

মালদা, 15 ডিসেম্বর : NRC ও CAA-র জেরে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত ৷ মালদায় হরিশ্চন্দ্রপুরের পর এবার ভালুকা রোড ৷ NRC ও CAA-র প্রতিবাদে আজ ভালুকা রোড স্টেশন সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদকারীরা ৷ স্টেশনে ভাঙচুর চালানো হয় পুলিশ ও RPF-র উপস্থিতিতেই ৷ গোটা ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী । এখনও পর্যন্ত ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন বিক্ষোভকারীরা

NRC ও CAA-র বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছে রাজ্য ৷ গতকাল কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ও হরিশ্চন্দ্রপুর স্টেশনে টায়ার জ্বালিয়ে NRC ও CAA-র বিরোধিতা করতে দেখা যায় প্রতিবাদকারীদের ৷ আজ দুপুরেই ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদকারীরা ৷ রেললাইনের উপর ও স্টেশন চত্বরে আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ ৷ ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় নিরাপত্তাকর্মীদের । নিরাপত্তাকর্মীদের সামনেই স্টেশনে ভাঙচুর করে প্রতিবাদকারীরা । গোটা ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন । তাঁকে হরিশ্চন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

CAA CAB
CAA-র জেরে অশান্ত মালদার ভালুকা রোড

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জুড়ে বিক্ষোভ

আজ ভালুকা রোড স্টেশনে এক বিক্ষোভকারী বলেন, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামি । তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে । ভারত সরকার তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার তুলে দিল । আর তিনি দেশ থেকে মুসলিমদের বিতাড়িত করার জন্য CAB লোকসভা ও রাজ্যসভা থেকে পাশ করিয়েছেন । BJP সরকার সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে । তার মানে এই নয় অমিত শাহ দেশ থেকে মুসলিমদের বিতাড়িত করতে পারবেন । মুসলিমদের সঙ্গে সমস্ত ধর্মের লোক একজোট হয়ে দেশ স্বাধীন করেছে । আমরা ভারতে শান্তিপূর্ণভাবে থাকতে চাই । আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে দিন । নাহলে আমরা এমন আন্দোলন সংগঠিত করব আপনারা পৃথিবীর কোনও প্রান্তে জায়গা পাবেন না । আপনারা ভারতের সংবিধান নিয়ে খেলা করছেন । নিরাপত্তা দেওয়ায় আছিলায় আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না । আমাদের দাবি ভারতের সংবিধান বজায় থাকুক । NRC ও CAA স্থগিত করা হোক । "

Intro:মালদা, ১৫ ডিসেম্বরঃ হরিশ্চন্দ্রপুরের পরে ভালুকা রোড৷ এনআরসি ও সিএএ’র প্রতিবাদে রবিবার ভালুকা রোড স্টেশনের রেল লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদকারীরা৷ পুলিশ ও আরপিএফের উপস্থিতিতেই স্টেশনে ভাঙচুর চালানোর ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। আহত হয়েছেন এক পুলিশকর্মী। গোটা ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।Body:এনআরসি ও সিএএ বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছে রাজ্য৷ গতকাল কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ও হরিশ্চন্দ্রপুর স্টেশনে টায়ার জ্বালিয়ে এনআরসি ও সিএএ’র বিরোধীতা করতে দেখা যায় প্রতিবাদকারীদের৷ এদিন দুপুরে এই দুই আইনের বিরোধীতায় ভালুকা রোড স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদকারীরা৷ রেল লাইনের ওপর ও স্টেশন চত্বরে আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ৷ নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় নিরাপত্তাকর্মীদের। নিরাপত্তাকর্মীদের সামনেই স্টেশনে ভাঙচুর করেন প্রতিবাদকারীরা। তবে এই ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁকে হরিশ্চন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে।Conclusion:এক প্রতিবাদকারী জানান, “দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসামী। উনার ওপর ফৌজদারি মামলা রয়েছে। ভারত সরকার উনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার তুলে দিল। আর তিনি দেশ থেকে মুসলিমদের বিতারিত করার জন্য সিএবি লোকসভা ও রাজ্যসভা থেকে পাশ করিয়েছেন। বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে। তার মানে এই নয় অমিত শাহ দেশ থেকে মুসলিমদের বিতারিত করতে পারবেন। মুসলিমের সঙ্গে সমস্ত ধর্মের লোক একজোট হয়ে দেশ স্বাধীন করেছে। এই দেশ অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদির নয়। আগুন নিয়ে খেলা করবেন না মোদিজী। আমরা ভারতে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে দিন। নাহলে আমরা এমন আন্দোলন সংগঠিত করব আপনারা পৃথিবীর কোনও প্রান্তে জায়গা পাবেন না। আপনারা ভারতের সংবিধান নিয়ে খেলা করছেন। মনুষত্ব নেই আপনাদের। আমরা এনআরসি ও সিএএ’র প্রতিবাদে আন্দোলন করছি। যে দেশ থেকে শরনার্থী এসেছে তারা দেশে থাকুক আমাদের সমস্যা নেই। কিন্তু এরপর থেকে বিএসএফকে টাকার বিনিময়ে শরনার্থীদের এপাড়-ওপাড় না করতে নির্দেশ দিন। নিরাপত্তা দেওয়ায় আছিলায় আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমাদের দাবি ভারতের সংবিধান বজায় থাকুক। এনআরসি ও সিএএ স্থগিত করা হোক।”
Last Updated : Dec 15, 2019, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.