মালদা, 11 ফেব্রুয়ারি: আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে পৌরনির্বাচন। 27 ফেব্রুয়ারি মালদার দুই পৌর এলাকায় নির্বাচন। এই পৌরনির্বাচনের জেরেই পিছিয়ে গেল মালদার শিশুদের পালস পোলিও টিকাকরণ কর্মসূচি (Postpone Polio Vaccination Camp) । 28 ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি । শুক্রবার এমনটাই জানিয়েছে মালদা জেলা স্বাস্থ্য দফতর ।
এই প্রসঙ্গেই মালদার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী বলেন, "প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে শুরু হচ্ছে পালস পোলিও কর্মসূচি । 27 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলার কথা ছিল । কিন্তু নির্বাচনের কারণে একদিন পিছিয়ে গেল এই প্রক্রিয়া । 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পোলিও কর্মসূচি ।’’ এই বছর পাঁচ বছরের নীচে থাকা 5 লক্ষ 60 হাজার 578 জন শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কোভিডের কথা ভেবে চলতি বছরে পোলিও বুথ করা হয়নি মালদায় । স্বাস্থ্যকর্মীরা বাড়ি গিয়ে শিশুদের পোলিও খাওয়াবেন (Polio Vaccination Camp) ।
আরও পড়ুন: Corona Update in India : দেশে দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যু
স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী আরও উল্লেখ করেন, এই বছর মালদায় 3 হাজার 742টি দল পোলিও খাওয়ানোর কাজ করবে । এই দলে আশাকর্মীরাও থাকবেন । বাসস্ট্যান্ড, রেল স্টেশনের মতো 133টি জায়গায় এই কর্মসূচি চলবে । টিমের সদস্যরা পথচলতি শিশুদের পোলিও খাওয়াবেন।
প্রসঙ্গত, সরকারি নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা পৌরনির্বাচনের কাজে নিযুক্ত হবেন। প্রতিটি নির্বাচনী বুথে থাকবেন স্বাস্থ্যকর্মীরা । কোভিডবিধি মেনে হবে নির্বাচন । প্রয়োজন অনুযায়ী স্যানিটাইজার ও মাস্ক বিলি করবেন তাঁরা । থার্মাল গানের মাধ্যমে ভোটারদের শরীরের তাপমাত্রা নেবেন । বুথের দু’মিটারের দূরত্ববিধিও তাঁরা খতিয়ে দেখবেন । জেলাশাসকের দফতর থেকে নির্দেশিকা এলেই নির্বাচনী কাজে লেগে পড়বেন স্বাস্থ্যকর্মীরা । তবে ৷যে সব স্বাস্থ্যকর্মীদের কোভিডের দু‘টি ডোজের টিকা নেওয়া আছে, তাঁরাই নির্বাচনী কাজে যুক্ত হতে পারবেন ।