ETV Bharat / city

Police-TMC Clash : তৃণমূলের প্রধান গঠনের বিজয় মিছিলে ধুন্ধুমার কালিয়াচকে, শূন্যে গুলি চালাল পুলিশ - কালিয়াচকে পুলিশ-তৃণমূল সংঘর্ষ

কালিয়াচকে পুলিশ-তৃণমূল সংঘর্ষ ৷ শাসকদলের প্রধান গঠনের বিজয় মিছিলকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা ৷ সেখান থেকেই ধুন্ধুমার কাণ্ড বেধে যায় ৷ পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বাজি-পটকা ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শূন্যে গুলিও চালাতে হয় ৷

কালিয়াচকে পুলিশ-তৃণমূল ধুন্ধুমার
কালিয়াচকে পুলিশ-তৃণমূল ধুন্ধুমার
author img

By

Published : Oct 1, 2021, 9:16 PM IST

Updated : Oct 1, 2021, 9:59 PM IST

মালদা, 1 অক্টোবর : প্রধান গঠনের পর তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কালিয়াচকে । পুলিশের গাড়ি লক্ষ্য করে বাজি পটকা ছোড়ার অভিযোগও উঠল । ঘটনার আহত হয়েছেন এক এসএআই । ছত্রভঙ্গ করতে পালটা শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে । ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কালিয়াচক-1 নম্বর ব্লকে ।

কালিয়াচক-1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের আমিরুদ্দিন শেখ । তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পরে আমিরুদ্দিন শেখের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূলের অপরগোষ্ঠী । শুক্রবার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের দিন ছিল । নতুন প্রধান নির্বাচিত হন তৃণমূলের আলিউল শেখ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূলের এক গোষ্ঠীর বিজয় মিছিল বেরোয় । অভিযোগ, সেই সময় বিজয় মিছিল থেকে কেউ বা কারা পুলিশের গাড়ি লক্ষ্য করে বাজি-পটকা ছোড়ে । পটকায় আহত হন এক পুলিশকর্মী । এরপরই পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে । বিজয় মিছিল থেকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে পালটা ইট-পাটকেল ছোড়া হয় । এরপরই আইসি মদনমোহন রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী । বিজয় মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে পুলিশ ৷

কালিয়াচকে এদিন পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় পুলিশ

এদিকে ঘটনার পর থেকে পুরো বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে কালিয়াচক-1 ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । জেলা সভাপতি আবদুল রহিম বকসি জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন । জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, তৃণমূলের বিজয় মিছিল ঘিরে খানিকটা উত্তেজনা হয়েছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশকর্মী আহত হয়েছেন । তবে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে । গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি । এই ঘটনায় আপাতত একজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : Arms Recovered : বরাকর অস্ত্রকাণ্ডে নয়া মোড়, ডিসেরগড়ে বাড়ির আন্ডারগ্রাউন্ডে মিলল অস্ত্র কারখানা

মালদা, 1 অক্টোবর : প্রধান গঠনের পর তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কালিয়াচকে । পুলিশের গাড়ি লক্ষ্য করে বাজি পটকা ছোড়ার অভিযোগও উঠল । ঘটনার আহত হয়েছেন এক এসএআই । ছত্রভঙ্গ করতে পালটা শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে । ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কালিয়াচক-1 নম্বর ব্লকে ।

কালিয়াচক-1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের আমিরুদ্দিন শেখ । তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পরে আমিরুদ্দিন শেখের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূলের অপরগোষ্ঠী । শুক্রবার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের দিন ছিল । নতুন প্রধান নির্বাচিত হন তৃণমূলের আলিউল শেখ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূলের এক গোষ্ঠীর বিজয় মিছিল বেরোয় । অভিযোগ, সেই সময় বিজয় মিছিল থেকে কেউ বা কারা পুলিশের গাড়ি লক্ষ্য করে বাজি-পটকা ছোড়ে । পটকায় আহত হন এক পুলিশকর্মী । এরপরই পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে । বিজয় মিছিল থেকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে পালটা ইট-পাটকেল ছোড়া হয় । এরপরই আইসি মদনমোহন রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী । বিজয় মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে পুলিশ ৷

কালিয়াচকে এদিন পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় পুলিশ

এদিকে ঘটনার পর থেকে পুরো বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে কালিয়াচক-1 ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । জেলা সভাপতি আবদুল রহিম বকসি জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন । জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, তৃণমূলের বিজয় মিছিল ঘিরে খানিকটা উত্তেজনা হয়েছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশকর্মী আহত হয়েছেন । তবে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে । গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি । এই ঘটনায় আপাতত একজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : Arms Recovered : বরাকর অস্ত্রকাণ্ডে নয়া মোড়, ডিসেরগড়ে বাড়ির আন্ডারগ্রাউন্ডে মিলল অস্ত্র কারখানা

Last Updated : Oct 1, 2021, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.