ETV Bharat / city

গাজোলে কিশোরীকে উদ্ধার পুলিশের - এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ

ফাঁকা রাস্তায় এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ ৷ গাজোলের 21 মাইল এলাকায় ডিউটিরত দুই সিভিক ভলান্টিয়ার রাতে এক কিশোরীকে দেখতে পায় ৷

malda orphan girl recover
অনাথ কিশোরীকে উদ্ধার করল পুলিশ
author img

By

Published : Jul 29, 2020, 3:00 AM IST

মালদা, 28 জুলাই : মালদা জেলায় বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ আতঙ্ক ছড়াচ্ছে শহর থেকে গ্রামগঞ্জেও ৷ জরুরি কাজ ছাড়া সাধারণত বাড়ির বাইরে বেরোচ্ছে না কেউ ৷ শহরের থেকে এই ছবিটা বেশি ধরা পড়ছে গ্রামে ৷ গতরাতে এমনই ফাঁকা রাস্তায় এক নাবালিকাকে একা ঘুরতে দেখে সন্দেহ হয় গাজোলের 21 মাইল এলাকার দুই সিভিক ভলান্টিয়ারের ৷ তাঁরা সঙ্গে সঙ্গে ওই নাবালিকাকে আটকে খবর দেন গাজোল থানায় ৷ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ৷ আজ ওই নাবালিকাকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

ওই নাবালিকার নাম সুস্মিতা ঘাটোয়াল ৷ বয়স মাত্র 12 বছর ৷ বাড়ি রায়গঞ্জ থানার 10 মাইল এলাকায় ৷ দীর্ঘদিন আগেই তার মায়ের মৃত্যু হয়েছে ৷ সম্প্রতি মৃত্যু হয়েছে তার বাবা তরবুজ ঘাটোয়ালেরও ৷ তবে মা-বাবার অবর্তমানে গ্রামে কার কাছে সে থাকত, তার কোনও আত্মীয়স্বজন রয়েছে কি না, সে বিষয়ে পুলিশকে কিছু জানাতে পারেনি সে ৷ শুধু জানিয়েছে, গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সে নিজের খাবার জোগাড় করত ৷ কোনওদিন খাবার জুটত, কোনওদিন জুটত না ৷ খাবারের সন্ধানেই কয়েকদিন আগে সে গ্রাম থেকে বেরিয়ে পড়ে ৷ এদিক ওদিক ঘুরতে ঘুরতে গাজোলে চলে আসে ৷

গাজোল থানার OC হারাধন দেব জানিয়েছেন, “মেয়েটিকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয় ৷ সে জানিয়েছে, তার বাবা-মা নেই ৷ তবে সে তার গ্রামের নাম বলতে পেরেছে ৷ তার সম্পর্কে সব তথ্য পেতে আমরা ইতিমধ্যে রায়গঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করেছি ৷ আজ মেয়েটিকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে ৷”

মালদা, 28 জুলাই : মালদা জেলায় বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ আতঙ্ক ছড়াচ্ছে শহর থেকে গ্রামগঞ্জেও ৷ জরুরি কাজ ছাড়া সাধারণত বাড়ির বাইরে বেরোচ্ছে না কেউ ৷ শহরের থেকে এই ছবিটা বেশি ধরা পড়ছে গ্রামে ৷ গতরাতে এমনই ফাঁকা রাস্তায় এক নাবালিকাকে একা ঘুরতে দেখে সন্দেহ হয় গাজোলের 21 মাইল এলাকার দুই সিভিক ভলান্টিয়ারের ৷ তাঁরা সঙ্গে সঙ্গে ওই নাবালিকাকে আটকে খবর দেন গাজোল থানায় ৷ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ৷ আজ ওই নাবালিকাকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

ওই নাবালিকার নাম সুস্মিতা ঘাটোয়াল ৷ বয়স মাত্র 12 বছর ৷ বাড়ি রায়গঞ্জ থানার 10 মাইল এলাকায় ৷ দীর্ঘদিন আগেই তার মায়ের মৃত্যু হয়েছে ৷ সম্প্রতি মৃত্যু হয়েছে তার বাবা তরবুজ ঘাটোয়ালেরও ৷ তবে মা-বাবার অবর্তমানে গ্রামে কার কাছে সে থাকত, তার কোনও আত্মীয়স্বজন রয়েছে কি না, সে বিষয়ে পুলিশকে কিছু জানাতে পারেনি সে ৷ শুধু জানিয়েছে, গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সে নিজের খাবার জোগাড় করত ৷ কোনওদিন খাবার জুটত, কোনওদিন জুটত না ৷ খাবারের সন্ধানেই কয়েকদিন আগে সে গ্রাম থেকে বেরিয়ে পড়ে ৷ এদিক ওদিক ঘুরতে ঘুরতে গাজোলে চলে আসে ৷

গাজোল থানার OC হারাধন দেব জানিয়েছেন, “মেয়েটিকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয় ৷ সে জানিয়েছে, তার বাবা-মা নেই ৷ তবে সে তার গ্রামের নাম বলতে পেরেছে ৷ তার সম্পর্কে সব তথ্য পেতে আমরা ইতিমধ্যে রায়গঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করেছি ৷ আজ মেয়েটিকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.