ETV Bharat / city

ইংরেজবাজারে ডাকাতির ছক বানচাল, ধৃত 3 দুষ্কৃতী - গ্রেপ্তার তিন দুষ্কৃতী

ধৃতদের নাম আসাদুল শেখ, সাম্মি শেখ ও মিঠু চৌধুরি। আসাদুল ও সাম্মি কালিয়াচকের বাসিন্দা । মিঠুর বাড়ি ইংরেজবাজারে ।

Police foiled robbery
ডাকাতির ছক বানচাল
author img

By

Published : Nov 30, 2020, 7:05 PM IST

মালদা,৩০ নভেম্বর : ডাকাতির ছক বানচাল করল ইংরেজবাজার থানার পুলিশ । গ্রেপ্তার করা হল তিন দুষ্কৃতীকে।

গতরাতে ইংরেজবাজার থানার অফিসার আনসারুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল যদুপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের ধারে অভিযান চালায় । বাগানের দিকে এগিয়ে যেতেই 10-12 জন দুষ্কৃতীকে জমায়েত করতে দেখে তারা । তাড়া করে ধারালো অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় । বাকিরা পালিয়ে যায়।

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গতরাতে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আসাদুল শেখ, সাম্মি শেখ ও মিঠু চৌধুরি। আসাদুল ও সাম্মি কালিয়াচকের বাসিন্দা । মিঠুর বাড়ি ইংরেজবাজারে । ধৃতদের থেকে হাঁসুয়া, লোহার রড, চাকু ও বস্তা উদ্ধার হয়েছে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে পুলিশে পুরোনো অভিযোগও রয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

মালদা,৩০ নভেম্বর : ডাকাতির ছক বানচাল করল ইংরেজবাজার থানার পুলিশ । গ্রেপ্তার করা হল তিন দুষ্কৃতীকে।

গতরাতে ইংরেজবাজার থানার অফিসার আনসারুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল যদুপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের ধারে অভিযান চালায় । বাগানের দিকে এগিয়ে যেতেই 10-12 জন দুষ্কৃতীকে জমায়েত করতে দেখে তারা । তাড়া করে ধারালো অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় । বাকিরা পালিয়ে যায়।

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গতরাতে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আসাদুল শেখ, সাম্মি শেখ ও মিঠু চৌধুরি। আসাদুল ও সাম্মি কালিয়াচকের বাসিন্দা । মিঠুর বাড়ি ইংরেজবাজারে । ধৃতদের থেকে হাঁসুয়া, লোহার রড, চাকু ও বস্তা উদ্ধার হয়েছে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে পুলিশে পুরোনো অভিযোগও রয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.