মালদা, 30 মে : তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত তিনজনকে জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেপাজতে নির্দেশ দেন ।পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়াডাঙ্গা এলাকায় 34নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 260 গ্রাম ব্রাউন সুগার। ধৃতদের নাম সায়েক শেখ, আরশাদ শেখ ও মেহেবুব আলম। সায়েক কালিয়াচকের মোজমপুরের বাসিন্দা। আরশাদ ও মেহবুবের বাড়ি কালিয়াচকের হারুচক ও নারায়ণপুর এলাকায়।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে 260 গ্রাম ব্রাউন সুগার ও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। প্রাথমিকভাবে জানা গেছে, ধৃত তিন যুবক মাদক পাচার চক্রের অন্যতম এজেন্ট। ধৃতদের আজ জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতে নির্দেশ দেন।