ETV Bharat / city

Firearms Recovered : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার 1 - Special task force

এসটিএফ (Special task force)-এর হাতে গ্রেফতার হল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ এক অস্ত্র কারবারী । ধৃত যুবকের নাম ইসরাফিল শেখ (20)। বাড়ি কালিয়াচকের জালুয়াবাথাল এলাকায় ।

one arrested with firearms in Malda
Firearms Recovered
author img

By

Published : Jun 2, 2022, 1:25 PM IST

মালদা, 2 জুন : অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ অস্ত্র কারবারীকে গ্রেফতার করল এসটিএফ (Special task force)। ধৃত যুবকের নাম ইসরাফিল শেখ । বাড়ি কালিয়াচকের জালুয়াবাথাল এলাকায় (one arrested with firearms in Malda)।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল এসটিএফের একটি দল ইংরেজবাজারের মিলকি এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 3টি সাত মিলিমিটারের অত্যাধুনিক পিস্তল, 6টি ম্যাগাজিন ও 18 রাউন্ড তাজা কার্তুজ (Firearms Recovered in Malda)। গ্রেফতার করা হয় ওই যুবককে । ধৃত যুবককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ ।

আরও পড়ুন : Firearms Recovered : মালদায় পিস্তল, পাইপগান, কার্তুজ উদ্ধার ; গ্রেফতার দুই তৃণমূলকর্মী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রাজমহল-মানিকচক ঘাটকে ব্যবহার করে বিহারের মুঙ্গের থেকে অস্ত্রগুলি নিয়ে আসা হয়েছিল । মিলকি এলাকায় সেই অস্ত্রগুলি কোনও এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল ধৃতের । এর আগে একাধিকবার অস্ত্র কারবারের সঙ্গে বিহারের মুঙ্গেরের নাম জড়িয়েছে । পুলিশের একাংশের অনুমান, পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র কারবারীরা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসে মজুত করছে । ধৃত যুবককে আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

মালদা, 2 জুন : অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ অস্ত্র কারবারীকে গ্রেফতার করল এসটিএফ (Special task force)। ধৃত যুবকের নাম ইসরাফিল শেখ । বাড়ি কালিয়াচকের জালুয়াবাথাল এলাকায় (one arrested with firearms in Malda)।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল এসটিএফের একটি দল ইংরেজবাজারের মিলকি এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 3টি সাত মিলিমিটারের অত্যাধুনিক পিস্তল, 6টি ম্যাগাজিন ও 18 রাউন্ড তাজা কার্তুজ (Firearms Recovered in Malda)। গ্রেফতার করা হয় ওই যুবককে । ধৃত যুবককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ ।

আরও পড়ুন : Firearms Recovered : মালদায় পিস্তল, পাইপগান, কার্তুজ উদ্ধার ; গ্রেফতার দুই তৃণমূলকর্মী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রাজমহল-মানিকচক ঘাটকে ব্যবহার করে বিহারের মুঙ্গের থেকে অস্ত্রগুলি নিয়ে আসা হয়েছিল । মিলকি এলাকায় সেই অস্ত্রগুলি কোনও এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল ধৃতের । এর আগে একাধিকবার অস্ত্র কারবারের সঙ্গে বিহারের মুঙ্গেরের নাম জড়িয়েছে । পুলিশের একাংশের অনুমান, পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র কারবারীরা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসে মজুত করছে । ধৃত যুবককে আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.