ETV Bharat / city

24 ঘণ্টায় মালদায় কোরোনা আক্রান্ত 11, প্রত্যেকেই পরিযায়ী - মালদা

11 জনের শরীরে নতুন করে কোরোনা ভাইরাস মিলেছে । সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন 10 কোরোনাজয়ী ।

new 11 corona positive cases in malda
24 ঘণ্টায় মালদায় কোরোনা আক্রান্ত 11, প্রত্যেকেই পরিযায়ী
author img

By

Published : May 19, 2020, 1:52 PM IST

মালদা, 19 মে : এক ধাক্কায় 11 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাস । এনিয়ে জেলার 45 জন বাসিন্দার শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলল ৷ এবার কোরোনার হানাদারি শুরু হল গাজোল ব্লকেও ৷ গতকাল সেই ব্লকের এক পরিযায়ীর কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে ৷ যদিও এর মধ্যে স্বস্তির বিষয়, গতকাল একজনের পর আজ আরও 10 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে জেলার কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবেন ৷ তবে যেভাবে প্রতিদিন জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা ঘুম উড়িয়েছে জেলা প্রশাসনের ৷

গতকাল রাতে মালদা মেডিকেল থেকে যে রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হয়েছে, তাতে মালদা জেলার আরও 11 জনের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতির কথা বলা হয়েছে ৷ এর মধ্যে 10 জনই মানিকচকের ৷ বাকি একজন গাজোলের বাসিন্দা ৷ প্রত্যেকে পুরুষ পরিযায়ী শ্রমিক ৷ রাতেই এদের জোনাল কোরোনা আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাদের চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে ৷

new 11 corona positive cases in malda
মালদা স্টেশন চত্বরে পরিযায়ীর ভিড়

মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের তরফে আরও জানানো হয়েছে, গতকাল রাত সাড়ে 10টা পর্যন্ত মোট 604 জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 11টি নমুনা পজিটিভ ৷ প্রত্যেকেই মালদার বাসিন্দা ৷ শহরের গৌড়কন্যা বাস টার্মিনালে তাদের প্রত্যেকের লালারস সংগ্রহ করা হয়েছিল ৷ এখনও সেখানে 549টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ বাকি রয়েছে 3152টি নমুনা পরীক্ষার কাজ ৷

এদিকে গতকাল মানিকচকের আরও 10 জন কোরোনা আক্রান্ত হতেই জেলার কোরোনা হাব হয়ে উঠেছে এই ব্লকে ৷ এর আগে সবচেয়ে বেশি কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছিল হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকে ৷ কিন্তু এখন সেই জায়গা নিয়েছে মানিকচক ৷ এরই মধ্যে একটি ভালো খবর রয়েছে ৷ গতকাল পুরাতন মালদার নারায়ণপুরের কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন জেলার প্রথম কোরোনাজয়ী ৷ আজ দুপুরে সেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চলেছেন আরও 10 জন ৷ তাঁরা প্রত্যেকেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৷ এর জন্য জেলাবাসী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছে ৷

সবারই বক্তব্য, স্বাস্থ্যকর্মীদের তৎপরতার জন্যই এখনও এই জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি ৷ এদিকে জেলা প্রশাসনের একটি মহলের বক্তব্য, এখনও পর্যন্ত জেলায় যতজনের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে, তারা সবাই ভিনরাজ্য থেকে আক্রান্ত হয়ে জেলায় ফিরেছেন ৷ তাদের অনেকে বাড়িতে ছিল, এমনকি এলাকায় ঘোরাঘুরি করেছে বলেও খবর মিলেছে ৷ কিন্তু তারপরও তাদের মাধ্যমে সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি ৷ তাদের পরিবারের লোকজনের লালারসেও কোরোনার উপস্থিতি পাওয়া যায়নি ৷ এই থেকে জেলা প্রশাসন মনে করছে, এখনও জেলায় কোরোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি ৷

মালদা, 19 মে : এক ধাক্কায় 11 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাস । এনিয়ে জেলার 45 জন বাসিন্দার শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলল ৷ এবার কোরোনার হানাদারি শুরু হল গাজোল ব্লকেও ৷ গতকাল সেই ব্লকের এক পরিযায়ীর কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে ৷ যদিও এর মধ্যে স্বস্তির বিষয়, গতকাল একজনের পর আজ আরও 10 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে জেলার কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবেন ৷ তবে যেভাবে প্রতিদিন জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা ঘুম উড়িয়েছে জেলা প্রশাসনের ৷

গতকাল রাতে মালদা মেডিকেল থেকে যে রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হয়েছে, তাতে মালদা জেলার আরও 11 জনের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতির কথা বলা হয়েছে ৷ এর মধ্যে 10 জনই মানিকচকের ৷ বাকি একজন গাজোলের বাসিন্দা ৷ প্রত্যেকে পুরুষ পরিযায়ী শ্রমিক ৷ রাতেই এদের জোনাল কোরোনা আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাদের চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে ৷

new 11 corona positive cases in malda
মালদা স্টেশন চত্বরে পরিযায়ীর ভিড়

মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের তরফে আরও জানানো হয়েছে, গতকাল রাত সাড়ে 10টা পর্যন্ত মোট 604 জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে 11টি নমুনা পজিটিভ ৷ প্রত্যেকেই মালদার বাসিন্দা ৷ শহরের গৌড়কন্যা বাস টার্মিনালে তাদের প্রত্যেকের লালারস সংগ্রহ করা হয়েছিল ৷ এখনও সেখানে 549টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ বাকি রয়েছে 3152টি নমুনা পরীক্ষার কাজ ৷

এদিকে গতকাল মানিকচকের আরও 10 জন কোরোনা আক্রান্ত হতেই জেলার কোরোনা হাব হয়ে উঠেছে এই ব্লকে ৷ এর আগে সবচেয়ে বেশি কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছিল হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকে ৷ কিন্তু এখন সেই জায়গা নিয়েছে মানিকচক ৷ এরই মধ্যে একটি ভালো খবর রয়েছে ৷ গতকাল পুরাতন মালদার নারায়ণপুরের কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন জেলার প্রথম কোরোনাজয়ী ৷ আজ দুপুরে সেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চলেছেন আরও 10 জন ৷ তাঁরা প্রত্যেকেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৷ এর জন্য জেলাবাসী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছে ৷

সবারই বক্তব্য, স্বাস্থ্যকর্মীদের তৎপরতার জন্যই এখনও এই জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি ৷ এদিকে জেলা প্রশাসনের একটি মহলের বক্তব্য, এখনও পর্যন্ত জেলায় যতজনের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে, তারা সবাই ভিনরাজ্য থেকে আক্রান্ত হয়ে জেলায় ফিরেছেন ৷ তাদের অনেকে বাড়িতে ছিল, এমনকি এলাকায় ঘোরাঘুরি করেছে বলেও খবর মিলেছে ৷ কিন্তু তারপরও তাদের মাধ্যমে সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি ৷ তাদের পরিবারের লোকজনের লালারসেও কোরোনার উপস্থিতি পাওয়া যায়নি ৷ এই থেকে জেলা প্রশাসন মনে করছে, এখনও জেলায় কোরোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.