মালদা, 8 জুন : এক দম্পতিকে পিস্তল দেখিয়ে মোটরবাইক, মোবাইল ফোন সহ 1200 টাকা ছিনতাই করে পালাল প্রায় 6-7 জন যুবক ৷ ঘটনাটি পুরাতন মালদার আইহো সংলগ্ন মোহনবাগান এলাকার । রবিবার রাত 10 টা নাগাদ হাসপাতালে ভরতি এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি । রাস্তা আটকিয়ে মাথায় বন্ধুক দেখিয়ে মোটরবাইক, মোবাইল ও কাছে থাকা টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।
এই ঘটনায় আজ মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মালদা থানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, 24 ঘণ্টার মধ্যেই ওই যুবকদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে ৷ আইহোর নমোটোলা গ্রামের বাসিন্দা জয়দেব ঘোষ বলেন, “আমার শ্যালকের দুর্ঘটনা ঘটেছিল ৷ তাকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে ৷ সেখানকার চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করে দেন ৷ গতকাল শ্যালককে কলকাতা নিয়ে যাওয়া হয় ৷ মেডিকেল থেকে স্ত্রীকে নিয়ে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম ৷ সঙ্গে বাচ্চাও ছিল ৷ রাত 10টা নাগাদ বাড়ি থেকে সামান্য দূরে মালদা-নালাগোলা রাজ্য সড়কের মোহনবাগান এলাকায় আমার পথ আটকায় 6-7 জন যুবক ৷ তারা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে দেয় ৷ আমার বাচ্চার মাথাতেও পিস্তল ঠেকায় ৷ আমার সঙ্গে থাকা মোবাইল ফোন, 1200 টাকা তারা ছিনিয়ে নেয় ৷ তারপর প্রাণে মারার হুমকি দিয়ে আমার মোটরবাইক নিয়ে তারা মালদার দিকে বাইক চালিয়ে চলে যায় ৷ আমি চাই, পুলিশ আমার জিনিসপত্র উদ্ধারের পাশাপাশি ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক৷”
মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই ইতিমধ্যে দুই সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে ৷ তাদের জেরা শুরু হয়েছে ৷ IC শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, “আমাদের আশা, 24 ঘণ্টার মধ্যেই এই ঘটনার তদন্ত শেষ করা যাবে ৷ খোওয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে ৷”